জমি নেই? বাংলার ভূমিহীনদের জন্যে জমি দিয়ে বাড়ি বানিয়ে দেবে সরকার! মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পশ্চিমবঙ্গের আবাস যোজনার অধীনে বাড়ি পাওয়ার যোগ্য হলেও অনেক মানুষ জমির অভাবে সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এবার এই ভূমিহীনদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জমির পাট্টা দিয়ে বাড়ি তৈরির জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এই উদ্যোগের লক্ষ্য হলো ভূমিহীন মানুষদের মাথার উপর বাসস্থানের ছাদ তৈরি করে দেওয়া এবং তাদের জীবনযাত্রার মানকে আরো উন্নত করে তোলা। 

জমির অভাবে বাড়ি পাচ্ছেন না বহু ভূমিহীন মানুষ 

জমির অভাবে বহু মানুষই বাংলা আবাস যোজনা প্রকল্পের অধীনে বাড়ি পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন এবার জমির পাট্টা দিয়ে তাদের বাড়ি তৈরির পরিকল্পনা করা হবে। অর্থাৎ, তাদেরকে জমিসহ বাড়ি সম্পূর্ণ বিনামূল্যে করে দেবে রাজ্য সরকার। 

কেন্দ্রের বরাদ্দ বন্ধ, সম্পূর্ণ অর্থ দিচ্ছে রাজ্য সরকার 

কেন্দ্রীয় সরকার প্রায় দুই বছর ধরে আবাস যোজনা প্রকল্পে কোন অর্থ বরাদ্দ করেনি। পুরোপুরি অর্থ বরাদ্দ বন্ধ করে দিয়েছে। তবে এই প্রকল্পের জন্য রাজ্য সরকার তার নিজস্ব কোষাগার থেকে পুরো অর্থ দিয়ে বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছে।

রাজ্য সরকারের মূল উদ্দেশ্য আবাস যোজনা প্রকল্প চালিয়ে যাওয়া এবং নিম্নবিত্ত মানুষদের বাড়ি তৈরি করে দেওয়া। এবার ভূমিহীন মানুষদের বাড়ি তৈরির জন্য জমির ব্যবস্থা করছে রাজ্য সরকার।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ভূমিহীনদের চিহ্নিতকরণে বিশেষ উদ্যোগ 

লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ভূমিহীন মানুষদের বাড়ি তৈরির জন্য জমি দিয়ে সহায়তা করা হবে। এই উদ্দেশ্য নিয়েই ভূমিহীনদের তালিকা তৈরীর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।

এই তালিকা অতিরিক্ত জেলা শাসক এবং জেলা ভূমি ও ভূমি সংস্কার অফিসারের কাছে সরাসরি জমা দেওয়া হবে। এই কর্মকর্তারা ভূমিহীনদের জমি দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন। 

সর্বোচ্চ ২ কাঠা জমি বরাদ্দ 

প্রতি ভূমিহীন ব্যক্তিকে সর্বোচ্চ ২ কাঠা জমি বরাদ্দ করার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। এই পরিমাণ জমি একটি বাড়ি তৈরির জন্য যথেষ্ট। এক প্রশাসনিক কর্তা জানিয়েছেন, প্রয়োজন অনুযায়ী এর কিছু বেশি জমি বরাদ্দ করা হতে পারে ভূমিহীন মানুষদের জন্য। 

আরও পড়ুন: গ্রাহকদের মন রাখতে জিওর রিচার্জ প্ল্যান, কম দামে মিলছে এইসব সুবিধা

পঞ্চায়েত মন্ত্রীর বক্তব্য 

এই উদ্যোগ নিয়ে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, যেসব ভূমিহীন মানুষ জমির অভাবে আবাস যোজনা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, তাদের জন্য সরকারের খাস জমি থেকে জমি বরাদ্দ করার চেষ্টা করা হবে।

মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে যোগ্য ব্যক্তিদের আবাস যোজনায় আনার জন্যই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে রাজ্য সরকারের তরফে। রাজ্য সরকারের এই পদক্ষেপে ভূমিহীন মানুষদের জন্য নিরাপদ ও স্থায়ী আবাসন গড়ে উঠবে এবং তাদের জীবনযাত্রার মান আরো উন্নত হবে। 

Leave a Comment