বুধবার ঠিক সকাল ১০ টায় ফেসবুকে ভিডিও পোস্ট করে মুখ্যমন্ত্রী অভিনব উপায়ে রাজ্যের আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছেন। এপ্রিল মাস থেকে আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীরা মাসে ৭৫০ টাকা বেশি ভাতা পাবেন। অপরদিকে অঙ্গনওয়াড়ি’র সহায়িকারা ৫০০ টাকা অতিরিক্ত ভাতা পাবেন। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের হাজার হাজার মহিলা বিপুলভাবে উপকৃত হলেন।
মাসিক ভাতা বৃদ্ধি সহ একাধিক দাবি দাওয়াতে গত ১ মার্চ থেকে কর্মবিরতি পালন করছিলেন আশা কর্মীরা। অপরদিকে অঙ্গনওয়াড়ি কর্মীরা অনেকদিন ধরেই তাঁদের ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। এই পরিস্থিতিতে লোকসভা নির্বাচন ও আন্তর্জাতিক নারী দিবসের আগে মাস্টার্স স্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অভিনব উপায়ে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করে তা সর্বত্র ছড়িয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর কর্মবিরতের পথ থেকে পিছু হটেছেন আশা কর্মীরা। অনেক জায়গাতেই বুধবার’ই তাঁরা কাজে যোগ দিয়েছেন। বাকিরা বৃহস্পতিবার থেকে আবার বাড়ি বাড়ি ঘুরে তৃণমূল স্তরের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেবেন।
আশা কর্মীরা প্রতিমাসে ৪,৫০০ টাকা করে ভাতা পান। গত ৬ বছর ধরে তাঁদের ভাতা বা বেতন কিছুই বাড়েনি। মুখ্যমন্ত্রী এদিন ভাতা বৃদ্ধির ঘোষণা করার পর এপ্রিল মাস থেকে আশা কর্মীরা মাসে ৫,২৫০ টাকা করে ভাতা পাবেন।
অপরদিকে অঙ্গনওয়াড়ি বা আইসিডিএস কর্মীরা মাসে ৮,২৫০ টাকা ভাতা পাচ্ছিলেন। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর তাঁরা এবার প্রতি মাসে পুরো ৯ হাজার টাকা ভাতা পাবেন।
অন্যদিকে অঙ্গনওয়াড়ির সহায়করা প্রতি মাসে ৬,০০০ টাকা ভাতা পান। তাঁদের ৫০০ টাকা করে বাড়ানো হয়েছে। ফলে এপ্রিল মাস থেকে তাঁরা ৬,৫০০ টাকা করে পাবেন।
মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় এই মানুষগুলোর আর্থিক সমস্যা কিছুটা হলেও দূর হবে। যদিও আশা কর্মীরা দাবি জানিয়েছেন, প্রতিবছর তাঁদের ৩ শতাংশ করে বেতন বৃদ্ধি করতে হবে। এদিকে চলতি বছরের শুরু থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তিক কর্মীদের ভাতা ও বেতন ক্রমাগত বাড়িয়ে চলেছে সরকার। এর আগে সিভিক ভলেন্টিয়ারদের ভাতা ১,০০০ টাকা করে বাড়ানো হয়েছিল।
🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
🔥 এগুলিও পড়ুন 👇👇
👉 আপনি করুন বা না করুন, কদিনের মধ্যে আধারের এই সুবিধা বন্ধ হবে
👉 আর দরকার নেই PhonePe, Google Pay! ফ্লিপকার্ট থাকলেই হবে সব কাজ
👉 সিভিক ভলেন্টিয়াররা এপ্রিল মাস থেকে বেশি টাকা পাবে, তার সাথে আরো একটি সুখবর
👉 ৩১ মার্চ লাস্ট ডেট! এই কাজটা না করলে PPF, NPS, SSY সব বন্ধ হয়ে যাবে
👉 এই কাজ করলে আর ছাড় নেই! Paytm-এর পর আরো ১ বেসরকারি সংস্থাকে ব্যান করল RBI
👉 ৫০ দিন কাজ করলেই পাবেন ১০০ দিনের টাকা! নতুন প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর