পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের জন্য দুর্দান্ত সুখবর। কেউ কেউ ১৮,০০০ টাকা এবং কেউ কেউ ১২,০০০ টাকা পেয়ে যাবে। রাজ্য সরকারের সবথেকে জনপ্রিয় স্কলারশিপ স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবারো আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন লক্ষ্মী পূজার পর থেকেই এই স্কলারশিপের জন্য আবেদন গ্রহণ করা হবে এবং প্রার্থীদের একাউন্টে দ্রুত অর্থ প্রদান করা হবে।
রাজ্য সরকারের পরিচালিত এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রাজ্যের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা চালিয়ে যেতে আর্থিক সহায়তা প্রদান করে। এই স্কলারশিপটি শিক্ষার মান উন্নয়নের জন্য সরকারের বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে।
কারা এই টাকা পাওয়ার জন্য যোগ্য?
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ প্রকল্পটি মূলত মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান করে। তবে এই স্কলারশিপ পাওয়ার জন্য কিছু শর্ত পূরণ করতে হয়। শর্তগুলি হল-
- আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পরীক্ষায় নূন্যতম ৬০ শতাংশ নম্বর পেয়ে পাশ করতে হবে। এছাড়া উচ্চমাধ্যমিক এবং স্নাতক প্রার্থীদেরকে এই স্কলারশিপ পেতে গেলেও সংশ্লিষ্ট পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর থাকতে হবে।
- আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার বেশি হওয়া চলবে না।
কিভাবে আবেদন করবেন?
রাজ্য সরকার ইতিমধ্যে জানিয়ে দিয়েছে লক্ষ্মীপূজার পরেই নতুন পোর্টালের মাধ্যমে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হবে। SVMCM পোর্টালে গিয়ে যোগ্য শিক্ষার্থীদের নিজেদের সমস্ত ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন করার জন্য কোন কোন কাগজপত্র প্রয়োজন?
- আধার কার্ড,
- বৈধ মোবাইল নম্বর,
- সক্রিয় ব্যাংক একাউন্টের তথ্য,
- ইনকাম সার্টিফিকেট এবং
- পূর্ববর্তী পরীক্ষার রেজাল্ট
কত টাকা প্রদান করা হয়?
এই স্কলারশিপে প্রত্যেকটি কোর্সের জন্য টাকার পরিমাণ ভিন্ন ভিন্ন। যেমন- একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীরা বার্ষিক ১২০০০ টাকা পায়।
কলেজে যারা আর্টস নিয়ে পড়ে তাদেরকে ১২০০০ টাকা দেওয়া হয় এবং যারা সাইন্স নিয়ে পড়ে তাদেরকে ১৮০০০ টাকা দেওয়া হয়। এছাড়া মেডিকেল কোর্স, ইঞ্জিনিয়ারিং কোর্স কিংবা পলিটেকনিক কোর্স করলে তাদেরকে বার্ষিক ৬০০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ দেওয়া হয়।
পূর্ববর্তী আবেদনকারীদের জন্য সুসংবাদ
যারা ইতিমধ্যেই এই স্কলারশিপের জন্য আবেদন করেছেন বা Renewal করেছেন তাদের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, খুব শীঘ্রই তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। পূর্ববর্তী আবেদনকারীদের জন্য নতুন করে আবেদন করার আর কোন দরকার নেই। আশা করা যাচ্ছে কালীপূজার পরই প্রার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে স্কলারশিপের টাকা জমা হয়ে যাবে।
আরো পড়ুন: যুবশ্রীতে নতুন আবেদন শুরু হলো, বেকার হলেই মাসে ১৫০০ টাকা পাবেন (Apply Now)
শিক্ষাক্ষেত্রে সরকারের প্রয়াস
রাজ্য সরকার দীর্ঘদিন ধরেই শিক্ষা ক্ষেত্রে বিশেষ জোর দিয়ে আসছে। দরিদ্র ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন রকম জনকল্যাণমূলক প্রকল্প গ্রহণ করা হয়েছে, যার মধ্যে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সবথেকে গুরুত্বপূর্ণ। এই স্কলারশিপটি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক জনপ্রিয় এবং প্রতিবছর প্রায় লক্ষাধিক ছাত্র-ছাত্রী এই স্কলারশিপ পেয়ে থাকে।