ভারতের সবথেকে বৃহৎ টেলিকম সংস্থা জিও এবার তাদের গ্রাহকদের জন্য বিরাট সুখবর নিয়ে আসলো। হ্যাঁ, এবার ডেটার জন্য টাকা খরচ করতে হবে না। কারণ ফোনে কল করে যাদের দিন কাটে, তাদের ভয়েস অনলি প্ল্যান চালু করেছে জিও। তাও একেবারে দীর্ঘমেয়াদী রিচার্জ প্ল্যান ৮৪ দিন এবং ৩৬৫ দিনের জন্য।
আর এই সিদ্ধান্ত টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া নতুন ঘোষণার পরই নেওয়া হয়েছে। ট্রাই সম্প্রতি সমস্ত টেলিকম কোম্পানিগুলিকে জানিয়েছে যে, শুধুমাত্র কল এবং এসএমএস সুবিধাযুক্ত কম খরচের রিচার্জ প্ল্যান চালু করতে হবে। আর যারা ইন্টারনেট ব্যবহার করেন না, তারা স্বাচ্ছন্দ্য যাতে এই প্ল্যানগুলি যাতে ব্যবহার করতে পারে তার ব্যবস্থা করতে হবে।
জিওর এই নতুন প্ল্যান কাদের জন্য?
আসলে এই নতুন প্ল্যান শুধুমাত্র সেই সমস্ত গ্রাহকদের জন্যই তৈরি করা হয়েছে, যারা ইন্টারনেট ব্যবহার করেন না। বয়স্ক ব্যবহারকারী, যারা শুধুমাত্র ফোনে কথা বলেন বা গ্রামাঞ্চলের সেই সমস্ত মানুষ, যারা স্মার্টফোন ব্যবহার করে না, তাদের জন্য সেরা বিকল্প এগুলি। তো চলুন দেখে নেওয়া যাক, একনজরে জিওর এই প্ল্যানগুলি।
জিওর ৪৫৮ টাকার প্ল্যান
জিওর এই প্ল্যানে গ্রাহকরা যে সুবিধাগুলি পাবে সেগুলি হল-
- ৮৪ দিনের ভ্যালিডিটি মিলবে।
- যেকোন নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা মিলবে।
- ১০০০ টি ফ্রি এসএমএস এর সুবিধা মিলবে।
- সঙ্গে দেওয়া হবে জিও টিভি এবং জিও সিনেমার বিনামূল্য সাবস্ক্রিপশন।
- ন্যাশনাল রোমিং পরিষেবা মিলবে একদম ফ্রিতে।
এই প্ল্যানটি তাদের জন্যই উপযুক্ত, যারা দিনের বেশিরভাগ সময় ফোনে কথা বলে কাটান।
জিওর ১৯৯৮ টাকার প্ল্যান
যারা দীর্ঘমেয়াদি কোন রিচার্জ প্ল্যান খুজছেন, তাদের জন্য জিওর ১৯৯৮ টাকার প্ল্যানটি সেরা বিকল্প। এই প্ল্যানে গ্রাহকরা পাবে-
- ৩৬৫ দিনের জন্য ভালিডিটি।
- আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা।
- ৩৬০০ টি ফ্রি এসএমএস এর সুবিধা।
- বিনামূল্যে জিও টিভি এবং জিও সিনেমা অ্যাপের অ্যাক্সেস।
- ফ্রি ন্যাশনাল রোমিং-এর সুবিধা।
আরও পড়ুন: রেশন নিয়ে বিরাট পদক্ষেপ সরকারের! বন্ধ হবে রেশন, গুনতে হবে জরিমানা
কোন প্ল্যানগুলো বন্ধ করলে জিও?
নতুন প্ল্যান চালু করার পাশাপাশি জিও দুটি পুরনো প্ল্যান বন্ধ করে ফেলেছে। আর এর মধ্যে ৪৭৯ টাকার প্ল্যান রয়েছে, যেখানে আগে ৬ জিবি ডেটা ও ৮৪ দিনের ভ্যালিডিটি পাওয়া যেত। আর রয়েছে ১৮৯৯ টাকার প্ল্যান, যেখানে মিলতো ২৪ জিবি ডেটা এবং ৩৩৬ দিনের ভালিডিটি। তবে এই দুটি প্ল্যানই এখন আর তালিকায় নেই।