September Bank Holidays: সেপ্টেম্বর মাসে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাংক, দেখে নিন তালিকা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সেপ্টেম্বর মাস মানে উৎসবের মরশুম। আর এই সময় একের পর এক ব্যাংক ছুটি থাকায় গ্রাহকদের আগেভাগে ব্যাংকের কাজকর্ম সেরে নেওয়া উচিত। ভারতীয় রিজার্ভ ব্যাংক ইতিমধ্যে সেপ্টেম্বর মাসের ছুটির ক্যালেন্ডার প্রকাশ করে ফেলেছে। সেখানে দেখা যাচ্ছে, মাস জুড়ে শনিবার, রবিবার ও নিয়মিত ছুটির পাশাপাশি আরও বেশ কিছু ছুটি মিলিয়ে মোট ১৫ দিন ব্যাংকের দরজা বন্ধ থাকবে।

কেন জরুরী এই তালিকা?

আসলে প্রায় অনেক গ্রাহক অজান্তে ব্যাংকের শাখায় পৌঁছে গিয়ে ফিরে আসে। চেক ক্লিয়ারেন্স, ডিমাট ড্রাফট বা নগদ টাকা তোলার মতো জরুরী কাজে আটকা পড়ে যায় ব্যাংকের ছুটির কারণে। ফলে উৎসবের মরশুমে এই হলিডে লিস্ট জেনে রাখা সবথেকে বেশি জরুরী। তবে না, চিন্তার কোনো কারণ নেই। এই দিনগুলোতে ইউপিআই, নেট ব্যাংকিং, এটিএম বা মোবাইল ব্যাংকিং পরিষেবা আগের মতোই চালু থাকবে।

সেপ্টেম্বর মাসে ব্যাংকের ছুটির তালিকা

আগেভাগেই জানিয়ে রাখি, শনিবার, রবিবার এবং কেন্দ্রীয় সরকারি ছুটি ছাড়া বেশ কয়েকটি রাজ্যে আলাদা আলাদা ছুটি রয়েছে। সেগুলি প্রত্যেকটি রাজ্যে একই নাও হতে পারে। বিস্তারিত জানতে হলে প্রতিবেদনটিতে চোখ রাখুন।

  • ৩ সেপ্টেম্বর ঝাড়খন্ডে করম পূজা উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে।
  • ৪ সেপ্টেম্বর কেরালায় প্রথম ওনাম উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। 
  • ৫ সেপ্টেম্বর ইদ-ই-মিলাদ/মিলাদ-উন-নবী উপলক্ষে একাধিক রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে। 
  • ৬ সেপ্টেম্বর ইদ-ই-মিলাদ/মিলাদ-উন-নবী উপলক্ষে একাধিক রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে।
  • ১২ সেপ্টেম্বর জম্মু-কাশ্মীরে ইদ-ই-মিলাদ-উন-নবী উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। 
  • ১৩ সেপ্টেম্বর দ্বিতীয় শনিবার উপলক্ষে সর্বভারতীয় ছুটি। 
  • ২২ সেপ্টেম্বর রাজস্থানে নবরাত্রি উদযাপন করা হবে। তাই ব্যাংক বন্ধ থাকবে।
  • ২৩ সেপ্টেম্বর মহারাজা হরি সিং-এর জন্মদিন উপলক্ষে জন্মু-কাশ্মীরে ব্যাংক বন্ধ থাকবে। 
  • ২৭ সেপ্টেম্বর চতুর্থ শনিবার উপলক্ষে সর্বভারতীয় ছুটি থাকবে।
  • ২৯ সেপ্টেম্বর ত্রিপুরা, অসম এবং পশ্চিমবঙ্গে দুর্গাপূজা উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে।
  • ২৩ সেপ্টেম্বর মহাঅষ্টমী বা দুর্গা অষ্টমী উপলক্ষে একাধিক রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে। 

এর পাশাপাশি রবিবারে নিয়মিত ছুটি ধরলে সেপ্টেম্বর মাসে মোট ১৫ দিন ব্যাংক বন্ধ থাকছে।

আরও পড়ুনঃ লোন নেওয়ার নতুন নিয়ম চালু করল RBI, এই সমস্ত লোকেরা পাবে সুবিধা

গ্রাহকদের জন্য পরামর্শ 

উল্লেখ্য, উৎসবের ভিড়ে নগদ টাকার চাহিদা এমনিতেই বাড়ে। তাই আগে থেকেই প্রয়োজনীয় নগদ টাকা তুলে রাখা উচিত। চেক ড্রাফ্ট বা শাখা সম্পর্কিত কাজ শেষ মুহূর্তে না করে আগেভাগেই সেরে ফেলুন। সম্ভব হলে অনলাইন ব্যাংকিং ব্যবহার করুন, যাতে ছুটির দিনেও ব্যাংকের লেনদেন করতে পারেন।

Leave a Comment