State Bank of India Update 2024: ভারতবর্ষের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) আবারও তাদের গ্রাহকদের জন্য দারুন খুশির খবর নিয়ে এসেছে। এই উৎসবের মরশুমে ভারতীয় স্টেট ব্যাংকের সমস্ত গ্রাহকদের দেওয়া হল সুদের হারে গুরুত্বপূর্ণ পরিবর্তন, যা ঋণগ্রহীতাদের জন্য অত্যন্ত সুখবর। কি সেই খুশির খবর, চলুন একে একে জেনে নিই।
রিজার্ভ ব্যাংকের সিদ্ধান্ত
সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাংক বা RBI তাদের মুদ্রানীতি পর্যালোচনা কমিটির (MPS) বৈঠকের পর রিপোর্টে কোন পরিবর্তন আনেনি। বর্তমানে রেপো রেট ৬.৫ শতাংশেই অপরিবর্তিত রয়েছে, কিন্তু সাধারণ মানুষের প্রত্যাশা ছিল RBI রেপো রেটে কিছুটা পরিবর্তন আনতে পারে, যা ঋণের সুদের পরিমাণ কিছুটা কমাবে। কিন্তু সেই প্রত্যাশা হতাশ করেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক।
SBI-এর সুদের হার কমানোর ঘোষণা
ভারতীয় রিজার্ভ ব্যাংক তাদের নীতি অপরিবর্তিত রাখলেও SBI বা ভারতীয় স্টেট ব্যাঙ্ক তাদের গ্রাহকদের হতাশ করেনি। এই উৎসবের মরশুম উপলক্ষে ভারতীয় স্টেট ব্যাংক ঘোষণা করেছে তারা একটি নির্দিষ্ট সময়ের জন্য ঋণের সুদের হার কমাবে।
এই সময়কাল হচ্ছে ১৫ই অক্টোবর থেকে ১৫ই নভেম্বর পর্যন্ত। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের Marginal Cost of Funds Based Lending Rate (MCLR) ২৫ বেসিস পয়েন্ট কমানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। অর্থাৎ, যে সমস্ত গ্রাহক এই সময়ের মধ্যে ঋন নেবেন তাদের আগের তুলনায় কম পরিমাণে সুদ প্রদান করতে হবে
সুদের হারের পরিবর্তন
ভারতীয় স্টেট ব্যাঙ্ক বিভিন্ন মেয়াদের ঋণের জন্য সুদের হারে পরিবর্তন এনেছে। এতদিন এক মাসের জন্য সুদের হার ছিল ৮.৪৫ শতাংশ, কিন্তু সেটা এখন কমে এসেছে ৮.২০ শতাংশ। এছাড়া ভারতীয় স্টেট ব্যাঙ্ক ছয় মাসের সুদের হার ৮.৮৫% এবং ১ বছরের সুদের হার ৮.৯৫ শতাংশ স্থির করেছে। এছাড়া দুই বছরের জন্য সুদের হার ৯.০৫% এবং তিন বছরের জন্য তা ৯.১% নির্ধারিত করা হয়েছে।
আরও পড়ুনঃ 5000 করে ২ বারে 10,000 টাকা দিচ্ছে সরকার, এইসব কাগজপত্র লাগবে
গ্রাহকদের সুবিধা
এই ঘোষনার ফলে উৎসবের মরশুমে অনেক ঋণগ্রহিতারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। কারণ যে সমস্ত গ্রাহক এই সময়ের মধ্যে ঋণ নেওয়ার পরিকল্পনা করছিলেন তারা তুলনামূলকভাবে আগের থেকে কম সুদে ঋণ পাবেন। এই পরিবর্তনের ফলে সাধারণ খেটে খাওয়া মানুষ খুব সহজেই ভারতীয় স্টেট ব্যাংকের থেকে ঋণ নিতে পারবে এবং সেই ঋণ তাদের ব্যবসায়িক ও ব্যক্তিগত প্রয়োজনে সাহায্য করবে।