বদলে গেল SBI-র এটিএম থেকে টাকা তোলার নিয়ম! লেনদেন করলেই গুনতে হবে চার্জ

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আপনি যদি ভারতীয় স্টেট ব্যাঙ্কের গ্রাহক হন এবং প্রতিনিয়ত এটিএম (SBI ATM) ব্যবহার করেন, তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক এসবিআই এবার তাদের এটিএম লেনদেন সংক্রান্ত নিয়মে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে।

আর এই পরিবর্তনের ফলে এবার থেকে বিনামূল্যে টাকা তোলার নিয়ম, অতিরিক্ত চার্জের নিয়ম, সবকিছুই বদলে গিয়েছে। চলুন দেখে নেওয়া যাক, এই নতুন নিয়মে কী কী পরিবর্তন এসেছে এবং গ্রাহকদের উপর এই পরিবর্তন কতটা প্রভাব ফেলবে। 

বিনামূল্যে টাকা তোলার সীমা বদলে গেল

এর আগে গ্রাহকরা শহর এবং গ্রামীণ ভিত্তিতে বিনামূল্যে লেনদেনের সীমা পেতেন। তবে এবার সমস্ত গ্রাহকদের জন্য একই নিয়ম প্রযোজ্য করা হয়েছে। এবার থেকে এসবিআই এর এটিএম থেকে প্রতি মাসে ১০টি করে বিনামূল্যে লেনদেন করা যাবে। তবে অন্যান্য ব্যাংকের এটিএম ব্যবহার করলে সর্বোচ্চ ৫টি লেনদেন করতে পারবেন বিনামূল্যে। 

এক্ষেত্রে বলে রাখি, যাদের গড় মাসিক ব্যালেন্স ২৫ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকার মধ্যে থাকে, তারা আগের মতই পাঁচটি অন্য ব্যাংকের এটিএম এর লেনদেন পাবেন। কিন্তু যাদের অ্যাকাউন্টে প্রতি মাসে ১ লক্ষ টাকার বেশি ব্যালেন্স থাকে, তারা সীমাহীন বিনামূল্যে লেনদেন করতে পারবেন। এমনকি যে কোন ব্যাংকের এটিএম থেকে। 

বিনামূল্যের সীমা পেরোলে এবার কাটবে চার্জ 

যদি আপনি বিনামূল্যে লেনদেনের সীমা ছাড়িয়ে যান, তাহলে এবার প্রতি লেনদেন পিছু চার্জ কাটা হবে। এখন থেকে এসবিআই এর এটিএম ব্যবহার করে অতিরিক্ত লেনদেন করলে ১৫ টাকা এবং জিএসটি কাটা হবে। তবে অন্যান্য ব্যাংকের এটিএম ব্যবহার করলে সেই চার্জ বেড়ে দাঁড়াবে ২১ টাকা এবং সঙ্গে জিএসটি।

তবে শুধুমাত্র টাকা তোলায় নয়, বরং আপনি যদি সীমার বাইরে গিয়ে অন্যান্য ব্যাংকের এটিএম থেকে মিনি স্টেটমেন্ট বা ব্যালেন্স এনকোয়ারি করেন, তাহলেও অতিরিক্ত চার্জ গুনতে হবে। আর সেই চার্জের পরিমাণ ১০ টাকা এবং সঙ্গে জিএসটি। সব থেকে বড় ব্যাপার, যদি এটিএম থেকে টাকা তুলতে গিয়ে আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকে এবং আপনার লেনদেন ব্যর্থ হয়, তাহলে ২০ টাকা এবং সঙ্গে জিএসটি প্রদান করতে হবে। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও পড়ুন: ১ টাকা ও ২ টাকার কয়েন বাতিল হয়ে যাচ্ছে? দেখুন RBI এর নির্দেশিকা

১লা মে থেকে চালু হচ্ছে নতুন চার্জ ২৩ টাকা

সবথেকে বড় খবর, আগামী ১লা মে, ২০২৫ থেকে আপনি যদি মাসিক বিনামূল্যে লেনদেনের সীমা ছাড়িয়ে যান, তাহলে এসবিআই এটিএম থেকে টাকা তুললে প্রতি লেনদেনে ২৩ টাকা করে গুনতে হবে। অর্থাৎ, একবার অতিরিক্ত টাকা তুললেই গুনতে হবে মোটা অংকের চার্জ। 

আর এই নতুন নিয়মগুলির পর এসবিআই গ্রাহকদের উচিত প্রতি মাসে এটিএম লেনদেনের উপর নজর রাখা। বিশেষ করে যদি আপনার অ্যাকাউন্টের গড় ব্যালেন্স ১ লক্ষ টাকার কম হয়, তাহলে অবশ্যই ভেবেচিন্তে এটিএম থেকে লেনদেন করাই বুদ্ধিমানের কাজ হবে।

Leave a Comment