ভারতের আলোর উৎসব দীপাবলিতে দেশের সবচেয়ে ধনী ব্যবসায়ী রিলায়েন্স চেয়ারম্যান মুকেশ আম্বানিও ভাগ বসাতে চলেছেন। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি সম্প্রতি ঘোষণা করেছে যে, ৩৭ লক্ষ বিনিয়োগকারীকে দীপাবলিতে বিশেষ উপহার দেওয়া হবে।
কি সেই উপহার? কবে সেই উপহার দেওয়া হবে? বিস্তারিত জেনে নিন আজকের প্রতিবেদনে-
কী কী থাকছে দীপাবলীর বিশেষ উপহারে?
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বার্ষিক সাধারণ বৈঠকে ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি জানিয়েছিলেন যে, তিনি বিনিয়োগকারীদের একটি বিশেষ উপহার প্রদান করবেন। আর সেই উপহার প্রকাশ্যে আনতে চলেছেন মুকেশ আম্বানি।
সম্প্রতি জানা গেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তাদের শেয়ার হোল্ডারদের একটি করে বোনাস শেয়ার উপহার দেবে। অর্থাৎ, বিনিয়োগকারীদের কাছে তাদের শেয়ারের মূল্য দ্বিগুণ হয়ে যাবে আগামী দীপাবলিতে।
কারা এই উপহার পাবেন?
এই উপহার যারা পাবে তাদেরকে কিছু যোগ্যতা পূরণ করার নির্দেশ দিয়েছেন ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। একমাত্র যাদের নাম রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের রেকর্ড বুকে রয়েছে সেই সমস্ত বিনিয়োগকারীরা এই বোনাস শেয়ার পাবেন।
রেকর্ড বুক অনুযায়ী এই উপহারটি মোট ৩৭ লক্ষ বিনিয়োগকারীকে দেওয়া হবে, যারা রিলায়েন্সে বিনিয়োগ করেছেন।
আগের বছরগুলোতে বোনাস শেয়ার
এর আগেও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ একইভাবে বোনাস শেয়ার প্রদান করেছিল তাদের বিনিয়োগকারীদের। গত ২০০৯ এবং ২০১৭ সালে এই ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি এই বোনাস শেয়ার দিয়েছিল।
সেই ট্রেডিশন বজায় রাখতে এবছরও বিশেষ উৎসবে বিনিয়োগকারীদের জন্য এই উপহার ঘোষণা করেছেন মুকেশ আম্বানি।
আরও পড়ুন: Jio দিচ্ছে ফ্রি ভাউচার ও ৩৩৫০ টাকার কুপন, ৫ নভেম্বর পর্যন্ত চলবে এই অফার, কীভাবে পাবে জানুন
দীপাবলীর উৎসবে আনন্দ
দীপাবলি এমনিতেই আলোর উৎসব। তারপর দেশের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির এই বিশেষ উপহার প্রদান বিনিয়োগকারীদের আরো আনন্দিত করেছে এবং তাদেরকে আরো বিনিয়োগে ভরসা দিয়েছে।