একবার রিচার্জ করলেই ২০০ দিন নিশ্চিন্ত! সাথে মিলবে একগুচ্ছ সুবিধা, Jio এর সেরা এই প্ল্যান

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ভারতের মোবাইল ব্যবহারকারীদের মধ্যে Jio গ্রাহক সবথেকে বেশি। দেশের ৪৬ কোটির বেশি মানুষ এখন জিওর সিম ব্যবহার করে। এবার এই বিশাল সংখ্যক গ্রাহকদের জন্য জিও নিয়ে আসলো দারুণ এক অফার। এবার থেকে ২০০ দিন পর্যন্ত মোবাইলে রিচার্জের আর কোনো রকম টেনশন নিতে হবে না। অর্থাৎ, একবার রিচার্জ করলেই ২০০ দিন সম্পূর্ণ নিশ্চিন্তে ফ্রি কলিং, 5G ডেটা এবং অন্যান্য সুবিধা মিলবে।

কোন প্ল্যানের কথা বলছি?

আসলে রিলায়েন্স জিও সম্প্রতি ২০০ দিনের ভ্যালিডিটিসহ একটি সস্তার প্ল্যান চালু করেছে। অথচ প্ল্যানটি খুবই পাওয়ারফুল। যারা বারবার রিচার্জ করতে চান না, তাদের জন্য এই প্ল্যানটি একদম পারফেক্ট। এই প্ল্যানটির মূল্য হচ্ছে মাত্র ২০২৫ টাকা। এই প্ল্যানে যে সুবিধাগুলি পাওয়া যাচ্ছে সেগুলি হল-

  • একবার রিচার্জ করলে ২০০ দিন পর্যন্ত মোবাইল রিচার্জের কোনো রকম ঝামেলা নিতে হবে না। 
  • ফ্রি আনলিমিটেড কলিং পাওয়া যাবে যেকোনো নেটওয়ার্কে। 
  • প্রতিদিন ২.৫জিবি করে হাই স্পিড ডেটা পাওয়া যাবে, অর্থাৎ মোট ৫০০জিবি ডেটা পাওয়া যাবে]।
  • আনলিমিটেড 5G ডেটা সুবিধা পাওয়া যাবে। 
  • প্রতিদিন ১০০টি করে ফ্রি SMS এর সুবিধা মিলবে। 

কাদের জন্য সেরা এই অফারটি?

আপনি যদি দিনে বেশি পরিমাণে ইন্টারনেট ব্যবহার করেন এবং ভিডিও স্ট্রিমিং দেখেন বা গেম খেলেন, তাহলে এই প্ল্যানটি হতে পারে আপনার জন্য সেরা বিকল্প। কারণ এই প্ল্যানে আপনি প্রতিদিন ২.৫ জিবি হাই স্পিড 5G ডেটা পাবেন। পাশাপাশি সারাদিন আনলিমিটেড 5G ডেটার সুবিধা মিলবে। এখানেই শেষ নয়। ইউটিউব, Netflix, Instagram স্ক্রলিং বা অনলাইন ক্লাসের জন্য এটি হতে পারে সেরা অপশন।

জিওর এক্সট্রা বোনাসের সুবিধা

জিও এই প্ল্যানটির মাধ্যমে শুধুমাত্র কলিং বা ডেটার সুবিধা দিচ্ছে না। বরং তিন মাসের জন্য JioHotstar সাবস্ক্রিপশন দিচ্ছে, যা আইপিএলের মরসুমে সেরা বিনোদন জোগাবে। এর পাশাপাশি ৫০জিবি AI ক্লাউড স্টোরেজ পাওয়া যাবে। এছাড়া ফ্রি জিও টিভি সাবস্ক্রিপশন মিলবে। 

আরও পড়ুন: ভারতে এবার লঞ্চ হল BHIM 3.0 অ্যাপ! PhonePe, Google Pay-কে টেক্কা দেবে?

এখনই রিচার্জ করুন

যারা এই প্ল্যানটি রিচার্জ করতে চান তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, জিওর এই অফারটি সীমিত সময়ের জন্যই উপলব্ধ। তাই দেরি না করে এখনই ২০২৫ টাকা দিয়ে একবার রিচার্জ করে ফেলুন আর ২০০ দিন সম্পূর্ণ নিশ্চিন্তে উপভোগ করুন সব আনলিমিটেড সুবিধা।

Leave a Comment