Realme Chill Fan Phone: AC-র মতো ঠাণ্ডা হাওয়া বেরোবে এই ফোন থেকে! ১৫,০০০mAh ব্যাটারির ফোন লঞ্চ করল Realme

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এবারে বাজারে এক বিরাট স্মার্টফোন নিয়ে এসে চমক দিল রিয়েলমি (Realme) হ্যাঁ, ফিচার জেনে অবাক লাগলেও একেবারে সত্যি। কারণ চাইনিজ ব্র্যান্ড রিয়েলমি গত ২৭ আগস্ট বাজারে এনেছে এক বিরাট মডেল। জানা যাচ্ছে, এই মডেলটিতে ১৫,০০০mAh এর একটি ব্যাটারির পাশাপাশি বিল্ড ইন কুলিং ফ্যান (Built in cooling Fan) থাকছে, যা ভারী ব্যবহারে ফোনটিকে একেবারে ঠান্ডা রাখবে।

কী বিশেষত্ব এই ফোনের?

Realme এর ইনস্টাগ্রাম পেজে একটি ভিডিওটিতে বলা হয়েছে যে, এই ফোনটি “Chill Fan Phone”। আসলে এর ভিতরে একটি অ্যাকটিভ কুলিং সিস্টেম রয়েছে, যাকে সংস্থাটি মজার ছলে “AC Inside” বলছে। এই ফোনের বাম পাশে রয়েছে একটি গ্রিল, যার মাধ্যমে বাতাস বেরিয়ে তাপমাত্রা কমবে। 

কোম্পানিটি দাবি করছে যে, এই সিস্টেম ফোনকে অন্তত ৬ ডিগ্রী সেলসিয়াস ঠান্ডা করতে সক্ষম হবে। এমনকি শক্তিশালী ব্যাটারির পাশাপাশি হাই পারফরম্যান্স গেমিং বা ভিডিও রেকর্ডিং-এর সময়ও ফোনকে অতিরিক্ত গরম হতে দেবে না।

কেন দরকার এই কুলিং সিস্টেম?

আমরা প্রতিদিন ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া, গেমিং কিংবা ভিডিও এডিটিং করে সময় কাটাই। আর এইসব কাজের জন্য স্মার্টফোনে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। সাধারণত ফোনে প্যাসিভ কুলিং সিস্টেম ব্যবহার করা হয়, যা তাপমাত্রা কিছুটা হলেও কমায়।

তবে হাই পারফরম্যান্স ফোনে এখন অ্যাকটিভ কুলিং সিস্টেম ব্যবহার করা হচ্ছে। এর আগে ভারতীয় বাজারে Oppo K13 Turbo ও Turbo Pro ফোনগুলিতেই একমাত্র সেন্ট্রিফিউগাল ফ্যান সহ এই অ্যাকটিভ কুলিং সিস্টেম থাকত। রিয়েলমি এবার সেই দৌড়ে নিজেদের নাম লিখে ফেলল।

আরও পড়ুনঃ সেপ্টেম্বর মাসে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাংক, দেখে নিন তালিকা

ডিজাইন এবং অন্যান্য কিছু তথ্য

যেমনটা জানা যাচ্ছে, এই ফোনটির পিছনে রয়েছে চৌক ক্যামেরা মডেল। বিশাল ব্যাটারি থাকা সত্ত্বেও এই ফোনটির ডিজাইন আদতে কতটা কম্প্যাক্ট রাখা হবে, তা নিয়ে ইতিমধ্যেই কৌতূহল বাড়ছে। আগের একটি কনসেপ্টের ফোনে রিয়েলমি ১০,০০০mAh ব্যাটারি ও ৩২০W ফাস্ট চার্জিং দেখিয়েছিল। অথচ ওজন ছিল মাত্র ২০০ গ্রাম, আর পুরুত্ব ৮.৫ মিলিমিটার। এখন ১৫,০০০mAh ব্যাটারির মডেলটি বাজারে কী আকারে আসে, সেটাই দেখার।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment