RBI দেশের প্রত্যেক আমানতকারীদের টাকা পয়সা যাতে ব্যাঙ্ক অথবা যে কোনো আর্থিক প্রতিষ্ঠানে সুরক্ষিত থাকে, তার জন্য সর্বদা সতর্ক থাকে। ব্যাঙ্কের কর্তৃপক্ষ যাতে গ্রাহকদের টাকা পয়সা নিয়ে কোনো রকম ছেলেখেলা না করে তার জন্য আর বি আই সব সময় গ্রাহকদের কথা ভেবে কঠিন পদক্ষেপ গ্রহণ করেন। এই কারণে RBI এর তরফ থেকে বিভিন্ন সময় নানান নির্দেশিকা জারি করা হয়।
তবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি এমন একটি নির্দেশ দিয়েছে, যে নির্দেশ শোনার পড়ে ব্যাঙ্ক গ্রাহকদের মুখে চওড়া হাসি ফুটবে আর ব্যাঙ্কের মাথায় পড়বে হাত। প্রচুর মানুষ আছেন যারা বিভিন্ন সময় নানা ক্ষেত্রে ব্যাঙ্কের থেকে ঋণ নিয়ে থাকেন। কখনো গৃহ ঋণ কখনো বা ব্যক্তিগত ঋণ ব্যাঙ্কের থেকে নিয়ে থাকেন গ্রাহকেরা।
এই সকল ঋণের ওপর বিভিন্ন ব্যাঙ্ক বিভিন্ন হারে সুদের হার বসিয়ে থাকেন। এই সকল ঋণ নেওয়ার ক্ষেত্রে অনেক সময় গ্রাহকদের অনেক লোকসান হয়। এই কারণেই ঋণ নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নতুন নির্দেশ জারি করেছে।
কী জানিয়েছে RBI?
কেন্দ্রীয় ব্যাঙ্ক নতুন নির্দেশিকা জারি করে বলেছে যে, এইবার থেকে গ্রাহকরা ঋণের টাকা হাতে পাবেন যখন অথবা অ্যাকাউন্টে যতক্ষণ না পাবেন ততক্ষণ পর্যন্ত সুদ নেওয়া যাবে না।
এই নতুন নির্দেশের পরিপ্রেক্ষিতে ব্যাঙ্ক ও এনবিএফসি সংস্থাগুলির লাভের অঙ্ক কমবে। স্বাভাবিক ভাবেই এই নির্দেশে গ্রাহকদের উপকার হবে ও তাদের লোকসানের হারও কমবে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই পদক্ষেপের আগে পর্যন্ত যে নিয়ম চালু ছিলো, সেই নিয়ম অনুযায়ী গ্রাহকরা ঋণের জন্য আবেদন করার পর ঋণ মঞ্জুর হয়ে গেলে, ঋণের টাকার জন্য ড্রাফ্ট অথবা চেক ইস্যু করার সময় থেকেই ব্যাঙ্ক অথবা NBFC সুদ ধার্য করে দিতো, এতে গ্রাহকদের লোকসান হতো কারণ যেদিন একাউন্টে টাকা ঢুকতো তার আগেই সুদ গুনতে হতো। তবে এইবার থেকে এই নিয়ম চলবে না।
আরো পড়ুনঃ সৌরভকে দারুন উপহার দিলেন মমতা, এটার জন্যই অপেক্ষা চলছিল
RBI পর্যবেক্ষণ করে জানতে পেরেছে যে, এইভাবে অন্যায় উপায়ে ব্যাঙ্ক ও এনবিএফসি গুলি কোটি কোটি টাকার সুদ নিজেদের প্রতিষ্ঠানের পকেটে ঢুকিয়ে নিয়েছে।
এ ক্ষেত্রে টাকার অঙ্ক ও খুব একটা কম নয় আর এর পরিপ্রেক্ষিতেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গত ২৯ শেষ এপ্রিল একটি নতুন নির্দেশ দিয়েছেন, স্বাভাবিক ভাবেই এই নির্দেশে যেহেতু যেদিন একাউন্টে টাকা ঢুকবে সেদিন থেকেই সুদ কাটবে, সেই কারণে ব্যাঙ্ক ও এনবিএফসিদের লাভ কমে যাবে আর এতে লাভবান হবেন গ্রাহকরাই।