আজকাল অধিকাংশ মানুষ UPI (ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস) ব্যবহার করছেন, এমনকি অল্প-স্বল্প অর্থপ্রদান করতেও UPI-ই ভালো অপশন। ডিজিটাল পেমেন্টের প্রচারে সরকার অনেক উদ্যোগও নিয়েছে। এখন এই উদ্যোগে আরও এক ধাপ এগিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) UPI সীমা বাড়িয়ে দিয়েছে। তারই সঙ্গে বদলেছে আরও নিয়ম।
এইসমস্ত নিয়মগুলি মূলত ইউপিআই অর্থাৎ ফোনপে, গুগল পে, ভিম ইউপিআই, পেটিএম এর মতো বিভিন্ন অ্যাপের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আপনিও যদি ফোনপের মতো অ্যাপ থেকে টাকা আদান-পদান করে থাকেন তবে এই গুরুত্বপূর্ন আপডেটটি অবশ্যই জেনে নেবেন।
বুধবার, মুদ্রানীতি কমিটির তিন দিনের বৈঠকের শেষ দিনে, আরবিআই গভর্নর এবং এমপিসি চেয়ারম্যান শক্তিকান্ত দাস বৈঠকে নেওয়া সিদ্ধান্তের বিষয়ে তথ্য দেন। টানা দশম বার রেপো রেট অপরিবর্তিত রেখেছে রিজার্ভ ব্যাঙ্ক। তা থাকবে 6.5 শতাংশে। এর মানে হল আপনার EMI আগের মতই একই অঙ্কের থাকবে।
UPI-এর নিয়মে পরিবর্তন
(১) UPI লাইট ওয়ালেটের সীমাও 2000 টাকা থেকে বাড়িয়ে 5000 টাকা করা হয়েছে। এছাড়াও, লেনদেনের সীমা 500 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে। এখন আপনি একবারে 1000 টাকা পর্যন্ত পাঠাতে পারেন বা পেতে পারেন। ওয়ালেটে মোট 5000 টাকা রাখতে পারেন।
(২) আবার UPI 123Pay-এর মাধ্যমে লেনদেনের সীমা 5000 টাকা থেকে বাড়িয়ে 10000 টাকা করা হয়েছে। ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য ডিজিটাল পেমেন্টের ইউটিলিটি বাড়ানো এবং যারা ছোট লেনদেনের জন্য UPI লাইট ওয়ালেট ব্যবহার করেন, তাঁদের সুবিধার জন্য এই নিয়ম।
আরও পড়ুনঃ গ্রাহকদের জন্য SBI এর নতুন চিন্তাভাবনা, ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই জানুন
(৩) UPI 123Pay সেট আপ করতে, ব্যবহারকারীরা ফিচার ফোনে *99# ডায়াল করে নিন। তারপর ব্যাঙ্ক নির্বাচন করে, ডেবিট কার্ডের বিশদ লিখে দিন। এবার UPI পিন সেট করে একটি UPI আইডি তৈরি করতে পারবেন। এই সিস্টেমটি ইন্টারনেট অ্যাক্সেস ছাড়াই নিরাপদ লেনদেনের অনুমতি দিয়ে দেয়।