এই কাজ করলে আর ছাড় নেই! Paytm-এর পর আরো ১ বেসরকারি সংস্থাকে ব্যান করল RBI

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Paytm-এর পরিণতির কথা কারোর অজানা নয়। আগামী ১৫ মার্চ শেষ পরিষেবা দিয়ে কার্যত বন্ধ হয়ে যাবে Paytm Payment Bank. এরই মধ্যে দেশের আরও এক বড় বেসরকারি ব্যাঙ্ক নয় এমন আর্থিক প্রতিষ্ঠানের পরিষেবা বন্ধের নির্দেশ দিল রিজার্ভ ব্যাঙ্ক। ফলে গ্রাহকদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক।

পেটিএম-এর পর এবার বিখ্যাত আর্থিক পরিষেবা সংস্থা IIFL Finance-এর উপর নিষেধাজ্ঞা জারি করেছে RBI. এই বেসরকারি আর্থিক পরিষেবা প্রদানকারী সংস্থাটি তাদের Gold Loan পরিষেবা দেওয়ার জন্য সর্বাধিক জনপ্রিয়। সেই গোল্ড লোন বা স্বর্ণ ঋণ দেওয়ার উপর‌ই এবার নিষেধাজারি করা হয়েছে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের নির্দেশে জানিয়েছে, IIFL Finance-কে অবিলম্বে গোল্ড লোন দেওয়া এবং তা বিক্রি করা বন্ধ করতে হবে। তবে পূর্বে দেওয়া গোল্ড লোনের অর্থ সংগ্রহের কাজ চালিয়ে যেতে পারবে এই বেসরকারি সংস্থাটি।

হঠাৎ এমন সিদ্ধান্তে অনেকেই বিস্মিত হয়ে গিয়েছেন। তবে আরবিআই তাদের পদক্ষেপের কারণ ব্যাখ্যা করে জানিয়েছে, IIFL Finance গ্রাহক স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হয়েছে। তাদের ঋণ-মূল্য অনুপাতে ব্যাপক অসঙ্গতি মিলেছে।

রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, সংস্থায় স্পেশাল অডিট করা হবে। সেখানে সবকিছু খতিয়ে দেখার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। যতক্ষণ না পর্যন্ত এই স্পেশাল অডিট হচ্ছে এবং পরবর্তী সিদ্ধান্ত গৃহীত হচ্ছে ততক্ষণ পর্যন্ত গোল্ড লোন দেওয়া বা বিক্রি করা বন্ধ রাখতে হবে বেসরকারি সংস্থাটিকে।

গোল্ড লোন দেওয়ার ক্ষেত্রে IIFL Finance রিজার্ভ ব্যাঙৃকের নিয়ম লাগাতার অমান্য করেছে। এর ফলে গ্রাহক স্বার্থ ঝুঁকির মুখে পড়ে গিয়েছে। পাশাপাশি রিজার্ভ ব্যাঙ্ক আরও জানিয়েছে, বিষয়টি বেশ কিছুদিন আগেই তাদের নজরে এসেছিল। এই নিয়ে আর্থিক পরিষেবা সংস্থাটির পরিচালকদের সঙ্গে লাগাতার আলাপ-আলোচনা চলেছে। কিন্তু তাতেও পরিস্থিতির বিশেষ একটা বদল ঘটেনি। শেষে বাধ্য হয়েই তারা কড়া পদক্ষেপ নিয়েছে। যাতে গ্রাহকদের স্বার্থ বিপন্ন না হয় তাই গোটা বিষয়টির উপর কড়া নজরদারি চালাচ্ছে আরবিআই।

এদিকে পেটিএম-এর পর আরও একটি বেসরকারি আর্থিক পরিষেবা প্রদানকারী সংস্থার বিরুদ্ধে রিজার্ভ ব্যাঙ্ক কঠোর পদক্ষেপ নেওয়ায় সাধারণ গ্রাহকদের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে, কেন বেসরকারি আর্থিক পরিষেবা প্রদানকারী সংস্থাগুলো নিয়ন্ত্রকের নিয়ম মেনে চলছে না! বিষয়টি নিয়ে উদ্বিগ্ন বিভিন্ন মহল।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

WhatsApp Group: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

👉 ৫০ দিন কাজ করলেই পাবেন ১০০ দিনের টাকা! নতুন প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর

👉 লক্ষ্মীর ভাণ্ডারে মাসে ১২০০ টাকা পাবেন, তবে এই কাগজ থাকতেই হবে

👉 ব্যাঙ্ক থেকে ধীরে ধীরে টাকা উধাও হয়ে যাবে! কোন ব্যাঙ্কে কত টাকা রাখতে হবে জানেন কি?

👉 সিভিক ভলেন্টিয়াররা এপ্রিল মাস থেকে বেশি টাকা পাবে, তার সাথে আরো একটি সুখবর

👉 PNB-এর গ্রাহকদের আর কোথায় যেতে হবেনা, এবার ঘরে বসেই পাওয়া যাবে এই সুবিধা

👉 ৩১ মার্চ লাস্ট ডেট! এই কাজটা না করলে PPF, NPS, SSY সব বন্ধ হয়ে যাবে

Leave a Comment