PSC Clerkship 2024: কত নম্বর পেলে মেইনসে সুযোগ পাবেন? Cut Off দেখলে চমকে যাবেন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

PSC Clerkship 2024 পরীক্ষার পর সবার মনে এখন একটাই প্রশ্ন, Cut Off কত থাকবে? মেইন পরীক্ষার জন্য কি এলিজিবল হওয়া যাবে? পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া উচিত কিনা তা নিয়ে চিন্তিত প্রত্যেক প্রার্থী। তাই আজকের এই প্রতিবেদনে সম্ভাব্য Cut Off এবং পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা তুলে ধরা হল।

Cut Off নির্ধারণের মূল পয়েন্ট 

যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় Cut Off বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে থাকে। PSC Clerkship 2024 পরীক্ষার ক্ষেত্রেও সেই একই নিয়ম প্রযোজ্য। সেগুলি হল-

প্রশ্নপত্রের মান ও ধরন- প্রশ্ন সহজ হলে Cut Off তুলনামূলকভাবে অনেকটাই বেশি হয়, আর কঠিন হলে কম হয়।

পদের সংখ্যা এবং পরীক্ষার্থীর সংখ্যা- পদের সংখ্যা কম হলে এবং পরীক্ষার্থী যদি বেশি হয় তাহলে Cut Off বেশি হয়। 

পূর্ববর্তী বছরের Cut Off- পূর্ববর্তী পরীক্ষার Cut Off একটি ধারণা দেয় এক্ষেত্রে। তবে এটি সব সময় একই থাকে না। পূর্ববর্তী পরীক্ষায় যা Cut Off হয় তার আশেপাশে থাকতে পারে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নেগেটিভ মার্কিং- নেগেটিভ মার্কিং থাকলে পরীক্ষার্থীরা সতর্কতার সঙ্গে উত্তর দেয়, যা Cut Off কমাতে পারে। একইসঙ্গে রিজার্ভেশন করলে পলিসি অনুযায়ী ভিন্ন ভিন্ন Cut Off থাকে।

PSC Clerkship 2024: সম্ভাব্য Cut Off

বিগত বছরের তুলনায় ২০২৪ সালের পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই বেশি ছিল এবং পরীক্ষা হয়েছে মোট চারটি শিফটে। জানা গেছে শেষের দুই শিফ্টের প্রশ্ন তুলনামূলকভাবে কঠিন ছিল। তবে চারটি শিফটির প্রশ্ন মোটের উপর ভালোই কঠিন ছিল।

সম্ভাব্য Cut Off তালিকা- 

CategoryCut Off (প্রাথমিক অনুমান)
General৬০-৬৫ নম্বর
OBC B৫২-৫৭ নম্বর
OBC A৪৮-৫৩ নম্বর
SC৪৫-৫০ নম্বর
ST৩০-৩৫ নম্বর
PwBD২৫-৩০ নম্বর

মেন পরীক্ষার প্রস্তুতি কবে নেবেন?

পরীক্ষা শেষ হয়েছে সবেমাত্র। তাই কয়েক দিন বিশ্রাম নেওয়া উচিত। এরপর PSC কর্তৃপক্ষ Scanned OMR Sheet এবং Answer Key প্রকাশ করবে। তখন আপনার প্রাপ্ত নাম্বার যাচাই করে সিদ্ধান্ত গ্রহণ করুন।

যদি ৫০+ নাম্বার পান তাহলে মেনে পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করতে পারেন। তবে Answer Key এবং OMR Sheet প্রকাশ করতে দুই-তিন মাস সময় লাগতে পারে। এই দুই থেকে তিন মাস বসে না থেকে প্রস্তুতি নিতে পারেন, যা অন্যান্য পরীক্ষায়ও কাজে লাগতে পারে। 

আরও পড়ুনঃ ২০,০০০ টাকার জিনিস ফ্রিতে পাওয়া যাবে, বিশেষ উদ্যোগ নিল কেন্দ্র সরকার

পরবর্তী পদক্ষেপ 

PSC Clerkship 2024 পরীক্ষার Cut Off নিয়ে বিভ্রান্ত না হয়ে নিজের প্রস্তুতিতে মনোযোগ দিতে হবে। প্রতিদিন নিয়মিত অধ্যায়ন এবং আত্মবিশ্বাস রাখতে হবে। মনে রাখবেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা পেতে ধৈর্য এবং সঠিক কৌশল খুবই দরকার।

Scanned OMR Sheet এবং Answer Key প্রকাশের জন্য নজর রাখতে হবে PSC-এর অফিসিয়াল ওয়েবসাইটে। এছাড়া মেইন পরীক্ষার জন্য সিলেবাস ভালোভাবে বুঝে নিয়ে প্রস্তুতি শুরু করতে হবে।

Leave a Comment