সারা দেশে মৌসুমী বায়ু সক্রিয় হচ্ছে আস্তে আস্তে। দেশের বেশ কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে। সাধারণত বৃষ্টিপাত হওয়ার ফলে শাকসবজি সহ কৃষিক্ষেত্রে ভালো ফসল হবে এটাই অনুমান করা যাচ্ছে কিন্তু একই সাথে জিনিসপত্রের দাম কমবেও।
জিনিসপত্রের দাম কমলে নিম্নবিত্ত মানুষদের একটু সুবিধা হয়। কারণ তারা প্রতিদিনকার জিনিসপত্র নিয়ে সংসার চালায়, সকল জিনিসপত্রের মধ্যে রান্নার তেলের দাম ও কমবে।
এই তেলের দামের বেচা কেনা বা তার দাম প্রতিদিন একটু একটু করে দাম পরিবর্তিত হচ্ছে। এখন বর্তমানে তেলের দাম বুঝি এইসময় তেল যদি কিনে রাখা হয় তাহলে ভবিষ্যতের জন্য সেটা অবশ্যই উপকারী হবে।
কিছু কিছু জায়গা আছে যেখানে, সরষের তেলের দাম ১৪০ টাকা লিটার। এক নজরে দেখে নেওয়া যাক সরষের তেলের দাম বাজারে লিটার প্রতি কত টাকা-
- আগ্রায় সরষের তেলের দাম লিটার প্রতি ১৪০ টাকা।
- আলিগড়ে সরষের তেলের দাম লিটার প্রতি ১৩৮ টাকা।
- গাজিয়াবাদে সরষের তেলের দাম লিটার প্রতি ১৪২ টাকা। গৌতম বুদ্ধ নগরে সর্ষের তেলের দাম লিটার প্রতি ১৩৮ টাকা।
- হাপুরে ও সর্ষের তেলের দাম লিটার প্রতি ১৪০ টাকা।
- খুচরো বাজারে সর্ষের তেলের দাম লিটার প্রতি ১৪০ টাকা,
- সাহানাপুরে লিটার প্রতি ১৩৮ টাকা দাম।
আরো পড়ুন: Jio New Tarrif: জিও রিচার্জের দাম বাড়লো, এবার ২৮ দিনের জন্য এত টাকা দিতে হবে
প্রতিদিন সর্ষের তেলের দাম কমা বাড়া হয়, তাই ১৪০ টাকা আজ দাম হলেও আগামীকাল এই তেলের দাম পরিবর্তিত হতে পারে। তাই সময় থাকতে থাকতে এই সময় সুযোগ বুঝে তেল কিনে রাখা উচিত।