পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (PNB) গ্রাহকদের জন্য বিরাট সুখবর। কারণ বর্তমানে বাজেট, সুদের ,প্রসেসিং ফি, সবমিলিয়ে যেন সাধারণ গ্রাহকরা বিপাকে পড়েছিল। তবে জুলাই মাস থেকে সেই চিন্তার মেঘ সরাল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মনসুন বোনানজা ২০২৫।
হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন। আপনার স্বপ্নের বাড়ি বা নতুন গাড়ি কেনা এখন আর কোনো কঠিন কাজ নয়, বরং আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক গ্রাহক হয়ে থাকলে পাবেন একগুচ্ছ সুবিধা, যেগুলি চলতি মাস থেকেই শুরু হয়েছে।
হোম লোনে বিরাট ছাড়
যদি আপনি বাড়ি কেনার কথা ভেবে থাকেন, তাহলে এই সুযোগ শুধুমাত্র আপনার জন্যই। কারণ ৫০ লক্ষ টাকার বেশি হোম লোন নিলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবার প্রসেসিং ফি, ডকুমেন্টেশন চার্জ, NEC, লিগ্যাল এবং ভ্যালুয়েশন ফি-তে সম্পূর্ণরূপে ছাড় দিচ্ছে। অর্থাৎ, এখন হোম লোন মানেই সাশ্রয় আর নিশ্চিন্তভাবে মাথার উপর ছাদ তৈরি করা।
গাড়ি লোন বা পার্সোনাল লোনেও বিরাট অফার
যদি আপনি গাড়ি কিনতে চান এবং সুদের হার ভেবে পিছিয়ে যাচ্ছিলেন, তাহলে আপনার জন্য রইল দারুন সুখবর। কারণ গাড়ির লোনে এবার সুদের হার কমছে। পাশাপাশি পার্সোনাল লোনেও মিলছে বিশেষ সুবিধা। শুধু তাই নয়, ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্ত প্রশ্ন ঋণ বিভাগে বিশেষ ছাড় দেওয়া হবে। অর্থাৎ পার্সোনাল লোন, এডুকেশন লোন সবকিছুতেই সুবিধা মিলবে।
পিএনবি’র নতুন MCLR ঘোষণা
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সম্প্রতি তাদের নতুন MCLR রেট ঘোষণা করেছে এবং আগের থেকে তা অনেকটাই কমানো হয়েছে, যা সরাসরি ঋণের উপর প্রভাব ফেলবে। তো চলুন দেখে নেওয়া যাক, একনজরে নতুন MCLR রেট—
- ওভারনাইট MCLR-র জন্য ৮.২৫% থেকে কমিয়ে ৮.২০%।
- এক মাসের জন্য ৮.৪০% থেকে কমিয়ে ৮.৩৫%।
- তিন মাসের জন্য ৮.৬০% থেকে কমিয়ে ৮.৫৫%।
- ছয় মাসের জন্য ৮.৮০% থেকে কমিয়ে ৮.৭৫%।
- এক বছরের জন্য ৮.৯৫% থেকে কমিয়ে ৮. ৯০%।
- তিন বছরের জন্য ৯.২৫% থেকে কমিয়ে ৯.২০%।
আরও পড়ুন: মাসে মাত্র ৪২ টাকা জমিয়ে অবসর জীবনে পান মোটা অঙ্কের পেনশন! সেরা স্কিম সরকারের
অর্থাৎ, এবার আপনি যেকোনো মেয়েদের ঋণ নিলে এখন আগের তুলনায় অনেকটা পরিমাণে কম EMI দিতে হবে। ফলে প্রতি মাসে কিছুটা হলেও সাশ্রয় হবে। এ বিষয়ে পিএনবি’র এক অফিসার জানিয়েছেন, আমরা চেয়েছি সাধারণ গ্রাহকরা যাতে মন খুলে ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারে তার ব্যবস্থা করতে। তাই এই মরসুমে আমরা এই বিশেষ অফার নিয়ে এসেছি।
যদি আপনি কোনও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন, তাহলে আজই কোনও নিকটবর্তী শাখায় যোগাযোগ করুন। কারণ, এই অফারে নতুন গ্রাহকরাও উপকৃত হবে। আর হোম লোন বা গাড়ি লোনের জন্য ফ্রি অ্যাপ্রুভাল অফারও পেতে পারেন অনলাইনের মাধ্যমে। তাই এই সুযোগ হাতছাড়া করবেন না।