PM Kisan: পিএম কিষানের ২১ তম কিস্তির টাকা কবে ঢুকবে? দিনক্ষণ জানাল কেন্দ্র সরকার

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

দেশের কোটি কোটি কৃষকের মুখে আবারও হাসি ফোটাতে চলেছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা (PM Kisan)। কেন্দ্রের এই প্রকল্পের অধীনে এবার ২১ তম কিস্তির টাকা ঢুকেছে, যার মাধ্যমে প্রতিটি যোগ্য কৃষক এবার তাদের ব্যাংক অ্যাকাউন্টে ২০০০ টাকা করে পাবে। তবে কবে নাগাদ এই কিস্তির টাকা ঢুকবে তা জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন। 

কী এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা?

২০১৯ সালে কেন্দ্র সরকার এই প্রকল্পটি চালু করেছিল। দেশের ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা করার জন্যই মূলত এই প্রকল্প চালু করা। এখনও পর্যন্ত এই প্রকল্পের আওতায় মোট দেশের ১১ কোটির বেশি কৃষক ২.৬০ লক্ষ কোটি টাকার বেশি আর্থিক সুবিধা পেয়েছেন। এটিই বিশ্বের সবথেকে বড় কৃষক কল্যাণ প্রকল্প হিসেবে জনপ্রিয়।

কবে আসতে পারে ২১ তম কিস্তির টাকা?

কেন্দ্রীয় কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে, নভেম্বর মাসের প্রথম সপ্তাহেই ২১ তম কিস্তির টাকা আসতে পারে। সাধারণত সরকার কিস্তি প্রকাশের কয়েকদিন আগে তারিখ ঘোষণা করে দেয়। তবে যারা ই-কেওয়াসি সম্পন্ন করেছেন এবং আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, তাদের খুব তাড়াতাড়ি এই প্রকল্পের টাকা ঢুকে যাবে বলে জানানো হয়েছে।

কারা পাবেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির টাকা?

জানিয়ে রাখি, এই প্রকল্পের আওতায় সুবিধা পাবেন শুধুমাত্র সেই সমস্ত কৃষকরা, যাদের চাষযোগ্য জমি রয়েছে এবং তারা এই স্কিমের আওতায় নাম নিবন্ধন করেছেন। তবে কিছু শ্রেণীর মানুষ এই প্রকল্পের বাইরে থাকবে। আর তারা হলেন–

  • সরকার অথবা আধা সরকারি চাকরিজীবী।
  • যারা ইনকাম ট্যাক্স প্রদান করে, তারা এই প্রকল্পের সুবিধা পাবে না। 
  • ডাক্তার, ইঞ্জিনিয়ার বা আইনজীবী যে কোনও পেশাদার ব্যক্তিরা।

এর পাশাপাশি জমির মালিকানা নিশ্চিত করার জন্য ল্যান্ড রেকর্ড যাচাই করতে হবে। যাদের আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত রয়েছে এবং ই-কেওয়াইসি করা রয়েছে, তারাই একমাত্র এই প্রকল্পের টাকা পাবে।

কেন জরুরী ই-কেওয়াইসি?

আসলে পিএম কিষাণ প্রকল্পের টাকা পেতে গেলে ই-কেওয়াইসি করানো বাধ্যতামূলক। এটি করতে গেলে অনলাইনে pmkisan.gov.in  পোর্টালে যেতে হয়। অথবা নিকটবর্তী কোনও কমন সার্ভিস সেন্টারে গিয়েও করে নিতে পারবেন। আর এই প্রক্রিয়ায় আধার নম্বর এবং বায়োমেট্রিক তথ্য যাচাই করা হয়। ই-কেওয়াইসি সম্পন্ন না হলে এই প্রকল্পের টাকা ঢোকে না। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কীভাবে নিজের স্ট্যাটাস চেক করবেন?

আপনার টাকা ঢুকবে কিনা তার স্ট্যাটাস চেক করার জন্য আপনি নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে পারেন—

  • প্রথমে পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
  • এরপর “Beneficiary Status” লিঙ্কে ক্লিক করুন।
  • এরপর আপনার আধার নম্বর বা রেজিস্টার্ড মোবাইল নম্বরটি ইনপুট করুন।
  • এরপরে আপনি আপনার বর্তমান কিস্তির অবস্থা দেখতে পারবেন। পাশাপাশি e-ই-কেওয়াইসি সম্পন্ন হয়েছে কিনা, সে সম্পর্কেও বিস্তারিত তথ্য জানতে পারবেন।

আরও পড়ুনঃ ২০০২ ভোটার তালিকায় নাম না থাকলেও চিন্তা নেই, দেখাতে হবে যেকোনো ১ টি কাগজ

প্রসঙ্গত, এখনও পর্যন্ত এই প্রকল্পের আওতায় ২০টি কিস্তি বিতরণ করা হয়েছে। আর সর্বশেষ ২০ তম কিস্তি দেওয়া জুলাই মাসে। প্রতি কিস্তিতে ২০০০ টাকা করে দেওয়া হয়। আর বছরে মোট ৬০০০ টাকা করে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হয় এই প্রকল্পের আওতায়। তাই আশা করা যাচ্ছে, নভেম্বর মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহতে এই প্রকল্পের ২১ তম কিস্তির টাকা ঢুকতে চলেছে।

Leave a Comment