দেশিজুড়ে বেকারত্ব সমস্যা সমাধানের জন্য বহু প্রচারিত প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রকল্প (PM Internship Scheme) শুরু হওয়ার কথা ছিল গত সোমবার। কিন্তু শেষ মুহূর্তে এই প্রকল্প স্থগিত করা সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার তথা নরেন্দ্র মোদী। নতুন তারিখ ঘোষণা না হওয়ায় তৈরি হয়েছে অনিশ্চয়তার আশঙ্কা।
৬.৫ লক্ষ আবেদন, ৩০০ কোম্পানি তালিকাভুক্তি
প্রধানমন্ত্রীর ইন্টার্নশিপ স্কিমের জন্য আবেদন করেছে প্রায় 6 লক্ষ 50 হাজার চাকরিপ্রার্থী। প্রথম ধাপে তালিকাভুক্ত করা হয়েছে 300 টি কোম্পানিকে, যেখানে ১ লক্ষ ৩২ হাজার ইন্টার্নশিপের সুযোগ রয়েছে। সরকারের পরিকল্পনা ছিল ২০২৪-এর বাজেট অনুযায়ী ২৪ টি সেক্টরে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের পথ খুলে দেওয়া।
ইন্টার্নশিপে প্রশিক্ষণ ও স্টাইপেন্ড
প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী নির্বাচিত প্রার্থীদেরকে প্রতি মাসে 5000 টাকা স্টাইপেন্ড দেওয়ার কথা ছিল। এর মধ্যে ৪,৫০০ টাকা দেবে কেন্দ্র সরকার এবং বাকি ৫০০ টাকা সংশ্লিষ্ট কোম্পানি তাদের কর্পোরেট সোশ্যাল রেস্পন্সিবিলিটি তহবিল থেকে প্রদান করবে।
বাছাই প্রক্রিয়া স্থগিত
প্রথমে ইন্টার্নশিপ প্রকল্পে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১০ই নভেম্বর। কিন্তু এই তারিখ বাড়িয়ে পরে ১৫ নভেম্বর পর্যন্ত করা হয়। কর্পোরেট অ্যাফেয়ার্স মন্ত্রক সম্প্রতি জানিয়েছে, আবেদনকারীদের বাছাইয়ের কাজ শুরু হবে খুব শীঘ্রই। কিন্তু বাছাই প্রক্রিয়া এবং ইন্টারভিউ কবে থেকে শুরু হবে তা এখনো স্পষ্ট জানানো হয়নি।
প্রকল্প স্থগিত কেন?
প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রকল্প স্থগিত হওয়ার পিছনে কিছু সুনির্দিষ্ট কারণ জানায়নি সরকার। তবে নতুন দিল্লির খবর অনুযায়ী সরকারের প্রস্তুতিতে ঘাটতি রয়েছে। এছাড়া লোকসভা নির্বাচন এবং কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই প্রকল্প স্থগিত করা হয়েছে। এর ফলে বিরোধীদের সন্দেহ আরো বেড়েছে।
বিরোধীদের সমালোচনা
বিরোধী দলগুলি সরকারের এই সিদ্ধান্তে কড়া সমালোচনা করেছে। তাদের বক্তব্য, ২০২২ সালের জুন মাসে ১০ লক্ষ সরকারি চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এরপর রোজগার মেলায় আয়োজন করেও তেমন করে নতুন কর্মসংস্থান হয়নি। এবারও ইন্টার্নশিপ প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ তুলেছে তারা।
আরও পড়ুন: ১ ডিসেম্বর না! ১০ ডিসেম্বর থেকে ফোনের মেসেজের এই নতুন নিয়ম চালু হবে
নতুন তারিখ কবে ঘোষণা করা হবে?
কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত এই প্রকল্পের নতুন সময়সীমা ঘোষণা করা হয়নি। ফলে লাখ লাখ আবেদনকারী এখন সরকারের জবাবের অপেক্ষায় রয়েছে। ইন্টার্নশিপ প্রকল্প চালু হলে বেকার যুবক-যুবতীদের জন্য কতটা কার্যকর হবে সেটাই এখন দেখার বিষয়।