পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ফের পাশ ফেল নিয়ম ফিরিয়ে আনার প্রস্তাব গ্রহণ করল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। যদিও পশ্চিমবঙ্গে এই নিয়ম বাস্তবায়নের বিষয়ে এখনো কোনো রকম সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। কেন্দ্রের বিজ্ঞপ্তি নিয়ে শিক্ষক থেকে পড়ুয়া সকলেই এখন জল্পনায় রয়েছেন।
কেন্দ্রের প্রস্তাব কী?
২০২৩ সালের ডিসেম্বর মাসে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক একটি প্রস্তাব দেয়, যেখানে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ ফেলের নিয়ম পুনরায় চালু করার কথা বলা হয়। এই নতুন নিয়ম অনুযায়ী পড়ুয়াদের বার্ষিক পরীক্ষায় নির্দিষ্ট নাম্বার অর্জন করতে হবে। তাহলেই নতুন ক্লাসে উত্তীর্ণ হওয়ার সুযোগ থাকবে।
কিন্তু পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, ২০১৯ সালে প্রকাশিত কেন্দ্রীয় গ্যাজেট অনুযায়ী এই নিয়ম চালু করার কথা ছিল, তবে তা বাস্তবায়ন করা হয়নি। রাজ্যে নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও এই নিয়ম কার্যকর করার বিষয়ে এখনো কোনো রকম নির্দেশিকা জারি করা হয়নি।
শিক্ষকদের মধ্যে উদ্বেগ
শিক্ষকদের একাংশের মতে যদি পাশ ফেল নিয়ম চালু করতে হয় তবে তার জন্য সঠিক সময়ে সঠিক নির্দেশিকার প্রয়োজন।
- এই নিয়ম চালু হলে বছরের শুরুতেই মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে কাজ শুরু করতে হবে।
- বছরের মাঝামাঝি নির্দেশিকা এলে তা কার্যকর করা খুবই কঠিন হয়ে দাঁড়াবে।
একজন শিক্ষক বলেন, যে কোন নিয়ম কার্যকর করতে হলে তার জন্য উপযুক্ত পরিকল্পনা গ্রহণ করতে হয় এবং সময়মতো নির্দেশিকা দরকার। তা না হলে পড়ুয়াদের পাশাপাশি শিক্ষকরাও সমস্যায় পড়েন।
পড়ুয়াদের বক্তব্য
পড়ুয়াদের মধ্যেও এই নিয়ম নিয়ে নানা রকম প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কিছু শিক্ষার্থী মনে করছে পাশ ফেল নিয়ম ফিরলে পড়াশোনার মান উন্নত হবে। তবে অনেকের মনে এই নিয়ে উদ্বেগ দেখা যাচ্ছে।
আরও পড়ুন: আধার কার্ড এখনও আপডেট করেননি? দ্রুত আপডেট না করলে এত টাকা জরিমানা হবে
বাংলা শিক্ষা পোর্টালের পরিবর্তন
পাশ ফেল নিয়ম চালু হলে রাজ্যের শিক্ষা পোর্টালে কিছু পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে। তবে এ পর্যন্ত এখনো রাজ্য সরকারের তরফ থেকে কোন সরকারিভাবে পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে পাশ ফেল নিয়ম চালু করার বিষয়ে রাজ্যের পক্ষ থেকে স্পষ্ট কোনো সিদ্ধান্ত না আসায় পড়ুয়া ও শিক্ষক উভয়ের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই নিয়ম চালু করতে হলে সময় মতো নির্দেশিকা ও পরিকল্পনা জরুরী। এখন দেখার বিষয় রাজ্য সরকার কেন্দ্রের প্রস্তাবকে কিভাবে বাস্তবায়িত করে।