আপনার প্যান কার্ড (PAN Card) কি এনরোলমেন্ট আইডির মাধ্যমে তৈরি করা? তাহলে আজ থেকেই সতর্ক হোন। কারণ সময় মত যদি আধার নাম্বার আপডেট না করা হয়, তাহলে আপনার প্যান কার্ড থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট সবই আটকে যেতে পারে। হ্যাঁ, এমনকি স্যালারির টাকাও বন্ধ হয়ে যেতে পারে।
সম্প্রতি সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT) একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে। সেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, যারা ১লা অক্টোবর, ২০২৪ এর আগে আধার এনরোলমেন্ট আইডি ব্যবহার করে প্যান কার্ড তৈরি করেছেন, তাদের অবশ্যই ৩১শে ডিসেম্বর, ২০২৫ এর মধ্যে আধার নম্বর জমা দিতে হবে। নাহলে তারা ভবিষ্যতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে।
আধার আপডেট না করলে কী হবে?
প্রথম কথা আপনি যদি আধার আপডেট না করেন, তাহলে আপনার প্যান কার্ড সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। আর একবার যদি প্যান কার্ড বন্ধ হয়ে যায়, তাহলে এর প্রভাব পড়তে পারে সমস্ত জায়গায়। যেমন-
- ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে।
- সেলারির টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হবে না, অথবা টাকা তুলতে পারবেন না।
- ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার সময় সমস্যা সৃষ্টি হবে।
- জমি বা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে দেখা যাবে বিভিন্ন সমস্যা।
এক কথায় আধার লিঙ্ক না করা প্যান কার্ড মানে আপনার জীবনের সর্বনাশ ডেকে নিয়ে আসা।
কেন এরকম পদক্ষেপ নিল সরকার?
যেমনটা জানা যাচ্ছে, প্যান কার্ড ও আধার নাম্বারের মধ্যে ডুপ্লিকেশন রুখতে এবং প্রতারণা কমাতে এই পদক্ষেপ গ্রহণ করেছে। কেন্দ্র সরকার বলছে, অনেকেই আধার কার্ড ছাড়া শুধুমাত্র এনরোলমেন্ট আইডি দিয়ে প্যান কার্ড বানিয়ে নিতেন। আর যার ফলে পরিচয়পত্র যাচাইয়ের সমস্যা তৈরি হত।
কীভাবে আধার নাম্বার আপডেট করবেন?
আপনার প্যান কার্ডের সঙ্গে আধার নাম্বার আপডেট করার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-
- প্রথমে আয়কর দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
- এরপর “Link Aadhaar” অপশনটিতে সিলেক্ট করুন।
- এরপর প্যান এবং আধার নাম্বার লিখে সাবমিট করুন।
- এবার মোবাইলে আসা OTP প্রবেশ করান।
- সফলভাবে লিংক হয়ে গেলে সাবমিট করুন।
আরও পড়ুন: ক্রিকেট ছেড়ে এবার তৃণমূল নেত্রীর সাথে প্রেমে মজলেন ঋষভ পন্ত, তোলপাড় নেটপাড়া
শেষ তারিখ কবে?
যারা এখনো প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করেননি তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এবারের মতো শেষ তারিখ বাড়িয়ে ৩১শে ডিসেম্বর, ২০২৫ করা হয়েছে। তাই সময়সীমার মধ্যে অবশ্যই প্যান কার্ডের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক করুন। নাহলে ভবিষ্যতে সমস্ত পরিষেবা বন্ধ হয়ে যাবে।