বর্তমানে আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ডের মতোই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট হয়ে উঠেছে প্যান কার্ড (Permanent Account Number)। ব্যক্তিগত পরিচয়পত্র থেকে ব্যবসায়িক ক্ষেত্রে, প্রায় সব ধরনের আর্থিক কার্যক্রমে এটি অত্যাবশ্যক একটি ডকুমেন্ট হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ভারত সরকার প্যান কার্ডকে আরো আধুনিক এবং সুরক্ষিত করতে চালু করেছে PAN 2.0, যা সম্পূর্ণরূপে ডিজিটাল।
নতুন এই প্যান কার্ড নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এটি ব্যবহার করতে কি ফিজিক্যাল কপির প্রয়োজন পড়বে না? পুরনো প্যান কার্ড কি বাতিল হয়ে যাবে? আজকের এই প্রতিবেদনে থাকছে PAN 2.0 সম্পর্কিত সব গুরুত্বপূর্ণ তথ্য।
PAN 2.0 কী এবং এটি কেন গুরুত্বপূর্ণ?
ভারত সরকার প্যান কার্ড ব্যবহারের সুরক্ষা এবং কার্যকারিতা বাড়ানোর জন্য PAN 2.0 চালু করেছে। নতুন এই প্যান কার্ডে একটি আধুনিক QR কোড থাকবে, যা আধার কার্ডে থাকা QR কোডের মতই কার্যকর হবে। নতুন প্যান কার্ডে যে সমস্ত সুবিধাগুলি মিলবে সেগুলি হল-
- ডিজিটাল সুবিধা- PAN 2.0 ব্যবহার করে যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান QR কোড স্ক্যান করেই কার্ডধারীর সমস্ত প্রাসঙ্গিক তথ্য সহজেই পেয়ে যাবে।
- ডিজিটাল ব্যবহার- বর্তমানে প্যান কার্ডগুলোর ডিজিটাল ব্যবহার সীমিত। নতুন PAN 2.0 সেই সমস্যার সমাধান করবে এবং এটিকে পুরোপুরি ডিজিটাল পদ্ধতিতে ব্যবহার করতে দেবে।
- সুরক্ষিত লেনদেন- PAN 2.0-তে আধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণে এটি আগের চেয়ে বেশি সুরক্ষিত।
ফিজিকাল প্যান কার্ডের প্রয়োজন পড়বে?
PAN 2.0 চালু হওয়ার পরে অনেকের মনেই প্রশ্ন থাকছে ফিজিক্যাল কপির প্রয়োজন হবে কিনা। উত্তর হল- না। PAN 2.0 চালু হলে ফিজিক্যাল কপির প্রয়োজন আর থাকবে না। কিউআর কোড স্ক্যান করে প্রয়োজনীয় সমস্ত তথ্য ডিজিটালি পাওয়া যাবে। তবে পুরনো প্যান কার্ড যতদিন নতুন PAN 2.0-তে রূপান্তরিত না হয় ততদিন ফিজিক্যাল প্যান কার্ড ব্যবহারের কোনরকম বাধা নেই।
পুরনো প্যান কার্ড বদল হবে কীভাবে?
PAN 2.0 প্রক্রিয়ার মাধ্যমে ভারতের সমস্ত পুরনো প্যান কার্ড নতুন পদ্ধতিতে রূপান্তরিত হবে।PAN 2.0 পাওয়ার জন্য গ্রাহকদের নতুন করে কোন আবেদন করা লাগবে না। এই নতুন ডিজিটাল প্যান কার্ড ভারত সরকারের পক্ষ থেকে বিনামূল্যে আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: নিয়ম লঙ্ঘন করল ৪টি বড় ব্যাংক, RBI করল বড়সড় জরিমানা! জেনে নিন আসল কারণ
PAN 2.0 কবে কার্যকর হবে?
PAN 2.0-এর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। খুব শীঘ্রই এটি সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে যাবে। নতুন প্যান কার্ড পাওয়ার আগে গ্রাহকরা তাদের পুরনো প্যান কার্ড ব্যবহার করতে পারবেন।
PAN 2.0 শুধুমাত্র ডিজিটাল পদ্ধতিতে ব্যবহারের জন্য নয়, বরং এটি কাগজপত্র বহনের ঝামেলা থেকেও মুক্তি দেবে। তাছাড়া QR কোডের মাধ্যমে সহজেই প্যান কার্ডের তথ্য যাচাই করা যাবে, যা দীর্ঘমেয়াদি স্বচ্ছতা এবং কার্যকারিতা বাড়াবে।