মাত্র ১ টাকার পার্থক্য! দুটি রিচার্জ প্ল্যান আনল Jio, কোনটার কী সুবিধা?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Jio Best Recharge Plan 2024: দেশের অন্যতম শীর্ষ টেলিকম কোম্পানি Jio তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন রকমের রিচার্জ প্ল্যান অফার করে। সম্প্রতি Jio কোম্পানি তাদের রিচার্জ প্ল্যানের দাম কিছুটা বাড়িয়েছে, যার ফলে অনেক গ্রাহক প্রচুর অসুবিধার সম্মুখীন হয়েছে। আপনারা হয়তো জানেন না Jio কোম্পানির দুটি রিচার্জ প্ল্যান খুব কাছাকাছি মূল্যের। এই রিচার্জ প্ল্যান দুটির মধ্যে পার্থক্য মাত্র ১ টাকা। 

আজকের এই প্রতিবেদনে আমরা জানিয়ে দেব, এই রিচার্জ প্ল্যান দুটির মধ্যে ১ টাকার পার্থক্য থাকলেও এই ২টি প্ল্যানে কি কি সুবিধা পাওয়া যায় এবং কোনটা আপনার জন্য ভালো বিকল্প হতে পারে সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য। 

আমরা যে দুটি প্লান সম্পর্কে আলোচনা করছি সেগুলি হল Jio-এর ১০২৮ টাকা রিচার্জ প্ল্যান এবং Jio-এর ১০২৯ টাকা রিচার্জ প্ল্যান। 

১০২৮ টাকা রিচার্জ প্ল্যানের সুবিধা

ভ্যালিডিটি: 84 দিনের ভ্যালিডিটি থাকবে।

ডেটা সুবিধা: প্রতিদিন 2GB ডেটা, মোট 168GB ডেটা পাবেন পুরো ভ্যালিডিটির জন্য।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কলিং সুবিধা: আনলিমিটেড ফ্রি কলিং পাবেন।

SMS সুবিধা: প্রতিদিন 100টি ফ্রি SMS।

অ্যাডিশনাল সুবিধা: Jio Cinema, Jio TV, এবং Jio Cloud-এর সাবস্ক্রিপশন।

ক্যাশব্যাক অফার: 50 টাকার ক্যাশব্যাক কুপুন পেতে পারেন।

১০২৯ টাকা রিচার্জ প্ল্যানের সুবিধা

ভ্যালিডিটি: 84 দিনের ভ্যালিডিটি থাকবে।

ডেটা সুবিধা: প্রতিদিন 2GB ডেটা, অর্থাৎ মোট 168GB ডেটা পাবেন পুরো ভ্যালিডিটির জন্য।

কলিং সুবিধা: আনলিমিটেড ফ্রি কলিং পাবেন।

SMS সুবিধা: প্রতিদিন 100টি ফ্রি SMS।

অ্যাডিশনাল সুবিধা: Jio Cinema, Jio TV, Jio Cloud এবং Amazon Prime Lite এর সাবস্ক্রিপশন।

কিভাবে ১ টাকার পার্থক্যে সেরা বিকল্প নির্ধারণ করবেন? 

অ্যামাজন প্রাইম লাইট সুবিধা: Jio-এর ১০২৯ টাকা রিচার্জ প্লানে মাত্র ১ টাকা বেশি দিয়ে আপনি অ্যামাজন প্রাইম লাইটের মত লাইভ স্ট্রিমিং সাবস্ক্রিপশন পাবেন। যারা OTT লাইভ স্ট্রিমিং প্লাটফর্ম পছন্দ করেন তাদের জন্য এটি দুর্দান্ত সুবিধা। 

অ্যাডিশনাল কনটেন্ট: কিন্তু আপনি যদি ১০২৮ টাকার রিচার্জ করেন তাহলে অ্যামাজন প্রাইম লাইটের মাধ্যমে আপনি amazon প্রাইম ভিডিও-এর প্রিমিয়াম কনটেন্টগুলো উপভোগ করতে পারবেন না। 

আরও পড়ুনঃ এই চারটি ব্যাংক-এর উপর বড় অ্যাকশন নিল RBI, অ্যাকাউন্ট থাকলেই জানুন

সেরা বিকল্প কোনটি? 

যদি আপনি OTT লাইভ স্ট্রিমিং প্লাটফর্ম ব্যবহার করতে ভালোবাসেন এবং অ্যামাজন প্রাইম লাইটের সুবিধা পেতে চান তবে মাত্র ১ টাকা বেশি দিয়ে ১০২৯ টাকার প্ল্যান রিচার্জ করাই আপনার জন্য সেরা হবে। কিন্তু আপনি যদি OTT কন্টেন্ট ভালো না বাসেন তাহলে আপনার জন্য ১০২৮ টাকার প্ল্যান সমস্ত সুবিধা প্রদান করবে। 

Leave a Comment