রাজ্যে ১২ লাখ OBC আগেই বাতিল হয়েছে! এবার সুপ্রিম কোর্ট নিল বড় সিদ্ধান্ত

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পশ্চিমবঙ্গে OBC সার্টিফিকেট বাতিল নিয়ে উত্তাল গোটা রাজ্য। রাজ্যের প্রায় ১২ লক্ষ OBC সার্টিফিকেটকে ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। এই নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্য সরকার ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা করেছে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সাম্প্রতিক জানা যাচ্ছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ আর এই মামলার শুনানি করবেন না।

গত ২২শে অক্টোবর এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায় আরো এক মাস। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী আগামী ১০ই নভেম্বর প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় অবসর গ্রহণ করবেন। তাই নভেম্বরের শেষ সপ্তাহে সুপ্রিম কোর্টের নতুন বেঞ্চের অধীনে এই মামলার শুনানি হবে। 

রাজ্যের OBC সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ

এই মামলা পশ্চিমবঙ্গের ওবিসি সম্প্রদায়ের জন্য একটি বড় ধাক্কা। বর্তমানে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বাতিল হওয়া OBC সার্টিফিকেট যাদের ছিল, তারা সেই সার্টিফিকেট কোন জায়গায় ব্যবহার করতে পারছেন না। তাই তাদের চাকরি বা শিক্ষাক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলছে।

হাইকোর্টের রায়ে আরো বলা হয়েছে ইতিমধ্যেই OBC সার্টিফিকেট ব্যবহার করে যারা চাকরির জন্য আবেদন করেছেন বা চাকরি পেয়েছিলেন তাদের ক্ষেত্রে এই রায় প্রযোজ্য হবে না। তাই ভবিষ্যতে এই সার্টিফিকেট দ্বারা আর কেউ সুবিধা পাবে না। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শুনানি নিয়ে রাজ্য সরকারের প্রতিক্রিয়া 

রাজ্য সরকারের OBC কল্যাণ দপ্তর কলকাতা হাইকোর্টের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পুনরায় মামলা করেছিল। তারা জানিয়েছে, যতদিন পর্যন্ত এই মামলা সমাধান না হয় ততদিন রাজ্যে সরকারিভাবে OBC-দের জন্য চাকরির শূন্যপদ পূরণ করা সম্ভব নয়। তাই চাকরিপ্রার্থীদের মধ্যে আরও উদ্বেগ দেখা যাচ্ছে।

মামলার গুরুত্ব 

OBC সার্টিফিকেট যাদের ছিল তারা সাধারণত সরকারি চাকরি বা শিক্ষাকেন্দ্রের কিছু বাড়তি সুযোগ সুবিধা পেতেন। পশ্চিমবঙ্গের সরকারি চাকরির ক্ষেত্রে OBC-দের জন্য ১৭ শতাংশ সংরক্ষণ করা হত। এটি সমাজের আর্থ-সামাজিক উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এছাড়া OBC সার্টিফিকেটের মাধ্যমে অনেক স্টুডেন্ট মাসিক ভাতা পেতেন, যা তাদের শিক্ষাকে আরও উচ্চতর জায়গায় পৌঁছে দিত। কিন্তু এখন সেই সুযোগ সুবিধাগুলো সম্পূর্ণ চলে যাবে যদি আদালতের এই রায় কার্যকর হয়।

আরও পড়ুন: আবাস যোজনার ঘর: লিস্টে নাম না থাকলে কী করবেন? নাম কেটে দিলে কী করবেন?

সম্ভাব্য পরবর্তী ধাপ

নভেম্বরের শেষের দিকে সুপ্রিমকোর্টের নতুন বেঞ্চ এই মামলার শুনানি করবে বলে আশ্বাস দেওয়া যাচ্ছে। এই রায় রাজ্যের অনগ্রসর (OBC) শ্রেণীর মানুষদের জীবনযাত্রা ও ভবিষ্যতে কর্মসংস্থানের উপর বড় প্রভাব ফেলতে পারে। এখন দেখার সুপ্রিম কোর্ট কি রায় দেয়।

Leave a Comment