SSC কার্যত মেনে নিল CBI-এর দেওয়া তথ্যের থেকেও ভয়াবহ দুর্নীতি ও জালিয়াতি হয়েছে ২০১৬ সালের প্যানেলে! স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের প্যানেলের ভিত্তিতে নিযুক্ত শিক্ষক ও শিক্ষা কর্মীদের চাকরি হওয়া এবং পরবর্তীতে তা নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠার বিষয়টি সকলেই মোটামুটি জানেন।
কলকাতা হাইকোর্টের রায়ে ওই প্যানেলের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ২৫,৫৫৩ জনেরই চাকরি চলে যাওয়ার বিষয়টিও ব্যাপক তোলপাড় ফেলে দিয়েছে। যথারীতি এই মামলাটি সুপ্রিম কোর্টে উঠেছে। আর সেখানেই এসএসসির আইনজীবী দাবি করেছেন, ২০১৬ সালের প্যানেলের ভিত্তিতে নিয়োগপ্রাপ্তদের মধ্যে প্রায় ১৯ হাজার জনের চাকরি বৈধ। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন কার্যত ঘুড়িয়ে মেনে নিয়েছে বাকি ৭ হাজার জনের নিয়োগ অবৈধ পথে হয়েছে।
এর আগে কলকাতা হাইকোর্টে সিবিআই যে তদন্ত রিপোর্ট জমা দিয়েছিল সেখানে বলা হয় ৫,৫৩৭ জন অযোগ্য দুর্নীতির মাধ্যমে ও বেআইনি পথে চাকরি পেয়েছে। কিন্তু দেখা যাচ্ছে সিবিআই-এর তদন্ত রিপোর্টে উঠে আসা সংখ্যার থেকেও প্রকৃত অযোগ্যের সংখ্যা আরও বেশি বলে এসএসসি নিজেই স্বীকার করে নিচ্ছে।
সুপ্রিম কোর্টের শুনানিতে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের সামনে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী যা বলেছেন তা থেকে পরিষ্কার, সিবিআইয়ের দেওয়া তথ্যের থেকেও কমপক্ষে আর দেড় হাজার জন অযোগ্য এসএসসির ২০১৬ সালের প্যানেলের ভিত্তিতে চাকরি পেয়েছিলেন।
আরো পড়ুনঃ ২৫,৭৫৩ চাকরি আগেই বাতিল হয়েছে, আবারো চাকরি বাতিল করল আদালত
আরও তথ্য দিয়ে এসএসসির আইনজীবী জানান, ২০১৬ সালের প্যানেলের ভিত্তিতে শিক্ষক পদের নিয়োগে দুর্নীতি তুলনায় কম হয়েছে। গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের ক্ষেত্রে অযোগ্যের সংখ্যা অনেক বেশি। নবম-দশমের শিক্ষক পদের নিয়োগের ৯ শতাংশ ও একাদশ-দ্বাদশের শিক্ষক পদে নিয়োগের ১২ শতাংশ দুর্নীতির ফলে অযোগ্যরা চাকরি পেয়েছে বলে এসএসসির পক্ষ থেকে জানানো হয়েছে।
পাশাপাশি তারা জানিয়েছে, ২০১৬ সালের প্যানেলের ভিত্তিতে নিযুক্তদের মধ্যে কে যোগ্য আর কে অযোগ্য তা তারা নির্ধারণ করতে পারবে। কিন্তু কোন তথ্যের ভিত্তিতে এটা সম্ভব হবে সেই বিষয়ে এসএসসি কিছু জানায়নি। উল্লেখ্য কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি চলাকালীন এই বিষয়ে এসএসসি কার্যত নীরব ছিল। কিন্তু তারা সুপ্রিম কোর্টে গিয়ে নতুন দাবি করেছে।
আরো পড়ুনঃ বাতিল ২৫,৭৫৩ জনের মধ্যে যোগ্যদের বেছে নেবে SSC! কিন্তু কোন প্রক্রিয়ায়?
এদিকে এই নিয়োগ দুর্নীতি মামলায় যোগ্য চাকরিপ্রার্থীদের পক্ষ থেকে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, এসএসসির ২০১৬ সালের প্যানেলের ভিত্তিতে যাদের চাকরি হয়েছে তার মধ্যে কমপক্ষে ৮ হাজার জন অযোগ্য এবং দুর্নীতির সাহায্যে তারা সরকারি চাকরি পেয়েছে।