রাজ্যের মহিলাদের জন্য ফের সুখবর রয়েছে। লক্ষ্মীর ভান্ডারে আবারও বাড়তে চলেছে মাসিক ভাতার পরিমাণ। কিন্তু এই ঘোষনা রাজ্য সরকাররের তরফ থেকে আসেনি। পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বেশিরভাগ নীতি ও পরিকল্পনা পছন্দ করেন না। কিন্তু 2020 সাল থেকে চালু হওয়া রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প লক্ষ্মীর ভান্ডার নিয়ে তিনিও এখন উত্তেজিত। ভোটপর্বে অন্যদের মতো এটাকেই বানিয়েছেন সঙ্গী। প্রায়শই তাঁর জনসভায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কথা বলতে শোনা যায়।
সম্প্রতি, পুরুলিয়া জেলার বান্দোয়ানে এক সভায় বক্তব্য রাখেন অধিকারী। এই অঞ্চলের অর্থনৈতিক বঞ্চনার ঠেলা সামলাতে গিয়ে বলেছিলেন যে বিজেপি সরকার ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডারকে থামাবে না। ‘আমরা এই স্কিমের এনটাইটেলমেন্ট তিনগুণ বাড়িয়ে দেব এবং প্রত্যেক সুবিধাভোগীকে 3,000 টাকা করে প্রদান করব,’ তিনি বলেছিলেন। যদিও লোকসভা নির্বাচনে বিজেপি সরকার ক্ষমতায় এলে এটি হবে না। এটি কার্যকর হবে 2026 সালে, অর্থাৎ রাজ্যের নির্বাচনে। লোকসভা নির্বাচনে বেরিয়ে আগামী নির্বাচনের প্রচারণাও এগিয়ে রেখেছিলেন।
আরো পড়ুনঃ সিনিয়র সিটিজেন কার্ড করে দিচ্ছে সরকার! কী কী সুবিধা পাবেন জানুন, তারপর করুন
এবার কথা হচ্ছে অন্য জায়গায়। তাহলে সেই 2026 সালের কথা এখন কেন বলা হচ্ছে। এখন তো আর টাকা বাড়বে না! বাড়বে, এখনও কিছুটা বাড়বে। বিজেপি সরকার বাড়াবে। তার পরিমাণ কিছুটা কম হলেও, বাড়ানো হবে ফের। লোকসভা নির্বাচন ঘোষণার কয়েক সপ্তাহ আগে, পশ্চিমবঙ্গ সরকার রাজ্য বাজেটে লক্ষ্মী ভান্ডারের নগদ সাধারণ শ্রেণীর জন্য প্রতি মাসে ₹500 থেকে ₹1,000 এবং তফসিলি জাতি, তফসিলি জাতি মহিলাদের জন্য ₹1,000 থেকে ₹1,200 পর্যন্ত বাড়িয়েছে।
রাজ্যের 60 বছরের কম বয়সী প্রতিটি মহিলা এই প্রকল্পের সুবিধা দাবি করতে পারেন। 2. 11 কোটির বেশি সুবিধাভোগীকে লক্ষ্মীর ভান্ডার রাজ্যের সবচেয়ে বড় নগদ প্রণোদনা দেওয়া হচ্ছে। রাজ্য বাজেটে বর্ধিত বরাদ্দের জন্য রাষ্ট্রীয় কোষাগারে অতিরিক্ত ₹1,200 কোটি খরচ হবে।
2024-25 সালের জন্য ফ্ল্যাগশিপ স্কিমের জন্য বরাদ্দ 14,400 কোটি টাকা। আর এই বরাদ্দ টাকাই আরও বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি বাংলায় এসেছিলেন। পশ্চিমবঙ্গের মানুষকে বলেছিলেন যে বিজেপি বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে না।
আরো পড়ুনঃ লক্ষ্মীর ভাণ্ডারের মতোই! এই প্রকল্পে মোদী দিচ্ছে ১০০০ টাকা অবধি
অমিত শাহ এই মাসের শুরুতেই উলুবেড়িয়ায় দাঁড়িয়ে বলেছিলেন, ‘মমতা দিদি বলেছেন, বিজেপি ক্ষমতায় এলে কর্মসূচি বন্ধ করে দেবে। বিজেপি কোনও পরিকল্পনা বন্ধ করতে যাচ্ছে না। আমরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নগদ সুবিধা কমপক্ষে 100 টাকা বাড়িয়ে দেব।’