সবাইকে রিচার্জ করতে হবেনা! ৩০১ টাকায় চলবে ১০ জনের মোবাইল, এইভাবে সুযোগ নিন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মাসে মাত্র ৩০১ টাকা খরচ করলেই পরিবারের ১০ জন সদস্য নিজের নিজের স্মার্টফোন, স্মার্ট টিভি, ল্যাপটপ বা ডেস্কটপে হাইস্পিড ইন্টারনেট ব্যবহারের সুযোগ পেয়ে যাবেন! এমনই একটি দুর্দান্ত সুযোগ নিয়ে এসেছে Airtel. ভাববেন না যে মোবাইল নেট ব্যবহারের সুযোগ দিচ্ছে তারা।

এটা আসলে ওয়ারলেস ওয়াইফাই। তার মাধ্যমে এয়ারটেলের ওয়্যারলেস ডিভাইসটি কিনলেই বাড়ির ১০ টি গ্যাজেট একসঙ্গে কানেক্ট করতে পারবেন। ফলে আপনার পরিবারের ডেটা প্যাকের পিছনে মাসিক খরচটাও এক ধাক্কায় কয়েক হাজার টাকা কমে যাবে।

দেখুন, বর্তমানে ঠিকাঠাক ইন্টারনেট প্যাক স্মার্টফোনে রিচার্জ করতে হলে মাসে মোটামুটি ২৫০ টাকার কাছাকাছি খরচ হয়‌ এবার পরিবারের যদি ১০ জন সদস্য থাকে এবং তারা প্রত্যেকে যদি নিজের নিজের স্মার্টফোনে সেই ডেটা প্যাক রিচার্জ করেন তবে মাসে প্রায় ২৫০০ টাকা খরচ পড়ে। সেখানে এয়ারটেলের ওয়্যারলেস ওয়াইফাই ব্যবহার করে আপনি মাত্র ৩০১ টাকায় গোটা কাজটা করে ফেলতে পারবেন।

এর জন্য আপনাকে ই-কমার্স সংস্থা amazon এ গিয়ে Airtel DigitalTV E5573Cs-609 এই কোড ব্যবহার করে এর জন্য প্রয়োজনীয় ওয়ারলেস হটস্পট সিঙ্গেল ব্যান্ড ওয়াই-ফাই ডিভাইস-টি কিনতে হবে। ওই অনলাইন প্ল্যাটফর্মে এই ডিভাইসটির দাম রাখা হয়েছে ২,৭৯৯ টাকা। তবে ব্যাঙ্ক অফার যথাযথভাবে ব্যবহার করতে পারলে ২০০০ টাকা ছাড় পাবেন। অর্থাৎ মাত্র ৭৯৯ টাকায় এই ডিভাইসটি কিনে ফেলতে পারবেন।

আরো পড়ুনঃ ২ জুন গরমের ছুটি শেষ! কিন্তু এত তারিখে স্কুল খুলবে

এটি বাড়িতে বসিয়ে দিলেই কাজ হয়ে যাবে। তবে এর জন্য Airtel-এর 4G ওয়াইফাই ডেটা প্যাক আপনাকে প্রতিমাসে রিচার্জ করতে হবে। যেমন ৩০১ টাকার ডেটা প্যাকটা রিচার্জ করলে ৫০ GB ডেটা পাবেন। খুব স্বাভাবিকভাবেই আপনার রিচার্জে টাকা বাড়লে প্রদত্ত ডেটার পরিমাণ বাড়বে।

তবে যে পরিবারগুলোয় ডেটা কম প্রয়োজন হয় তাদের জন্য এখানে সুযোগ আছে। ১৪৮ টাকা রিচার্জ করলে মাসে ১৫ GB ডেটার প্ল্যান পাবেন। এছাড়াও, আপনি ১২৯ টাকায় ১২ GB ডেটা পাবেন।

আরো পড়ুনঃ পশ্চিমবঙ্গের ৩৭ টি সম্প্রদায় OBC থেকে বাদ! কোর্ট অর্ডার PDF ডাউনলোড

এয়ারটেলের এই দুর্দান্ত ওয়াইফাই প্যাকেজের ক্ষেত্রে একটাই সমস্যা আমাদের নজরে এসেছে। তা হল, এখানে 4G ডেটা দেওয়া হবে। ফলে 5G ইন্টারনেট বা ব্রডব্যান্ডের ক্ষেত্রে সাধারণত যে স্পিড পাওয়া যায় সেটা এখানে একটু কম মনে হতে পারে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment