Aadhaar Card: আধারে থাকবে না কোনও নাম, ঠিকানা! যুক্ত হচ্ছে আধুনিক QR কোড

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বর্তমান সময়ে আধার সবথেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। তবে ভাবুন তো, আপনার আধার কার্ডে কোনও নাম, ঠিকানা বা বয়স কিছু নেই, তাহলে কেমন হবে? শুধুমাত্র একটি কিউআর কোড থাকবে। শুনতে অবাক লাগলেও এমনই পরিবর্তনের পথে হাঁটছে UIDAI। কারণ, ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বাড়ানো ও অফলাইন ভেরিফিকেশন অপব্যবহার বন্ধ করতে চাইছে তারা।

আধার কার্ড থেকে উঠে যাবে নাম, ঠিকানা, জন্মতারিখ

বর্তমানে আধার কার্ডে নাম, ঠিকানা, জন্ম তারিখ, লিঙ্গ সবকিছুই থাকে। তবে এই তথ্যগুলো অনেক সময় ফ্রড বা জালিয়াতির কারণ হতে পারে। সেই কারণে UIDAI সিইও ভুবনেশ কুমার জানিয়েছেন, কার্ডে এত কিছু তথ্য প্রিন্ট করে রাখার কোনও প্রয়োজন নেই। এগুলো দেখেই মানুষ বিশ্বাস করে। আর যারা অপব্যবহার করতে জানে, তারাই বেশি সুবিধা নেয়।

অনেক হোটেল, ইভেন্ট অর্গানাইজার, কিংবা প্যাকেট ট্যুর সংস্থা নিয়মিত আধারের ফটোকপি সংগ্রহ করে রেখে যায়। অথচ আধারের নিয়ম বলছে, অফলাইনে ব্যবহারের জন্য আধার নম্বর বা বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা সম্পূর্ণ নিষিদ্ধ। তাই নতুন নিয়মে UIDAI চাইছে, পরিচয় যাচাই হবে শুধুমাত্র কিউআর কোড স্ক্যান করে।

কেমন হবে নতুন আধার কার্ড?

জানা গিয়েছে, নতুন আধার কার্ডে থাকবে শুধুমাত্র মুখের ছবি, একটি নিরাপদ কিউআর কোড। আর কোনওরকম নাম, ঠিকানা, বয়স বা জন্ম তারিখ, লিঙ্গ থাকবে না। এমনকি কিউআর কোড অনলাইনে স্ক্যান করে সবকিছু যাচাই করা যাবে।

আসছে নতুন অ্যাপ e-Aadhaar

তবে শুধুমাত্র নতুন কার্ড নয়, বরং UIDAI সম্প্রতি e-Aadhaar অ্যাপ চালু করেছে। যেখানে আধারের সুরক্ষার জন্য নানারকম সুবিধা দেওয়া রয়েছে। এই অ্যাপের ভেতরে আপনি চাইলে আধার নম্বর, ঠিকানা, জন্ম তারিখ সব হাইড করে রাখতে পারবেন। এমনকি ইচ্ছা করলে নিজের বায়োমেট্রিক লক করে রাখতে পারবেন।

আরও পড়ুনঃ SIR: বিয়ের পর মহিলারা কীভাবে SIR-র ফর্ম পূরণ করবেন? জেনে নিন পদ্ধতি

সবথেকে বড় ব্যাপার, যদি আপনার আধার কার্ড শেয়ার করার দরকার হয়, তাহলে আপনি Masked Aadhaar ব্যবহার করতে পারবেন। আর আগের অ্যাপটিকে বন্ধ করে দেওয়া হবে। এখন থেকে নতুন অ্যাপের মাধ্যমেই সব সম্ভব হবে। UIDAI জানিয়েছে, আধার নিরাপত্তার বিষয়ে আর কোনওরকম আপস করা চলবে না।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment