লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নতুন পদক্ষেপ! এবার এইভাবে ফর্ম জমা করতে হবে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সরকারি প্রকল্প নিয়ে জালিয়াতি নতুন কোনো ঘটনা নয়, তবে এবার লক্ষীর ভান্ডার (Lakshmir bhandar) নিয়ে ওঠা একের পর এক অভিযোগ নিয়ে কড়া হয়েছে প্রশাসন। বাঁকুড়ার তালডাংরা ব্লক থেকে জানানো হয়েছে, এখন থেকে লক্ষীর ভান্ডারের ফর্ম জমা দেওয়ার সময় অবশ্যই আবেদনকারীকে উপস্থিত থাকতে হবে। কেউ অন্যের হয়ে আবেদন করতে পারবে না। এই বিষয়ে সরকারি প্রশাসন কী বলছে তা বিস্তারিত জানবো আজকের এই প্রতিবেদনে। 

লক্ষ্মীর ভাণ্ডারের জালিয়াতি ছড়িয়ে পড়ছে

অভিযোগ উঠছে, তালডাংরা রাজপুরের এক সাইবার ক্যাফের মালিক মনিরুল খান নিজের আধার কার্ডে এক মহিলার ছবি বসিয়ে লক্ষীর ভান্ডারের টাকা তুলে নিচ্ছিলেন। এমনকি আধার কার্ডের লিঙ্গের ঘরে তিনি মহিলা রেখে দেন। প্রথমে ধরা না পড়লেও পরে ব্লক অফিসের নজরদারিতে আসে। এরপর পুলিশ তাঁকে গ্রেফতার করে। বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন।

প্রশাসন দাবি করছে, মনিরুল শুধুমাত্র নিজের জন্য নয়, বরং অন্যদেরও একইভাবে ছবি বদলে আবেদন করার ব্যবস্থা করতেন। আর এই প্রকল্পের টাকা সরাসরি তার ব্যাংকে জমা পড়ত। এভাবেই প্রতারণা চক্র ধীরে ধীরে বড় হতে শুরু করে।

নতুন নিয়মে কী বদল আনা হচ্ছে?

তালডাংরার বিডিও জানিয়েছেন, ফর্ম জমা দেওয়ার পর নথি আপলোড করার সময় সঙ্গে সঙ্গে যাচাই করা সম্ভব হয় না। তাই এখন থেকে ফর্ম জমা দেওয়ার সময় অবশ্যই আবেদনকারীকে উপস্থিত থাকতে হবে। তার মুখের সঙ্গে ফর্মে থাকা ছবি মিলিয়ে দেখা হবে। এর ফলে পুরুষরা আর মহিলাদের লক্ষীর ভাণ্ডার নিয়ে আর প্রতারণা করতে পারবে না।

আরও পড়ুনঃ শুধুমাত্র পিএম কিসান যোজনায় না, আরও এই ৫ টি প্রকল্পেও মেলে টাকা, জানুন কী কী

আমাদের পাড়া আমাদের সমাধান নিয়েও নতুন নির্দেশকা

উল্লেখ্য, বর্তমানে দুয়ারে সরকার ক্যাম্পের মতো কর্মসূচিতে ব্যক্তিগত আবেদন জমা দেওয়া যাচ্ছে। এমনকি ব্লক প্রশাসন জানিয়েছে, নতুন এই নিয়ম আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে কর্মরত সমস্ত দায়িত্বপ্রাপ্ত কর্মীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। অর্থাৎ, যেখানেই ফর্ম জমা দেন না কেন, আবেদনকারীর উপস্থিতি বাধ্যতামূলক।

Leave a Comment