Jio এবং Airtel নতুন রিচার্জ প্ল্যান আনল, এবার সমস্ত গ্রাহকই খুশি

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নতুন বছর মানেই নতুন নতুন অফার। দেশের দুটি জনপ্রিয় টেলিকম সংস্থা Reliance Jio এবং Airtel তাঁদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে একটি আকর্ষণীয় প্ল্যান। Jio-এর নিউ ইয়ার ওয়েলকাম প্ল্যানে মিলছে প্রচুর পরিমাণে ডেটা এবং একগুচ্ছ সুবিধা। 

অন্যদিকে এয়ারটেলের নতুন প্ল্যানেও থাকছে প্রতিদিন ডেটার সুবিধা ও Disney+ Hotstar সাবস্ক্রিপশন। আসুন আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক দুটি প্ল্যানের সুবিধা সম্পর্কে।

Jio-এর নিউ ইয়ার ওয়েলকাম প্ল্যানের বিস্তারিত সুবিধা

Reliance Jio তাদের গ্রাহকদের জন্য নতুন বছরে একটি স্পেশাল অফার এনেছে। যার নাম “New Year Welcome Plan”। এই প্ল্যানে আপনি পাবেন-

  • ৫০০ জিবি হাই স্পিড ডেটা- 5G সাপোর্টেড ফোনে Jio-এর হাই স্পিড ইন্টারনেট উপভোগ করতে পারবেন এই প্ল্যানের মাধ্যমে। ডেটা শেষ হওয়ার পর স্পিড কমে যাবে, কিন্তু ইন্টারনেট বন্ধ হবে না।
  • আনলিমিটেড কলিং- যেকোনো নেটওয়ার্কে কল করতে পারবেন একদম ফ্রিতে। 
  • ২০০ দিনের ভ্যালিডিটি- এই প্ল্যানটি রিচার্জ করলে আপনি ২০০ দিন পর্যন্ত নিশ্চিন্তে এই সমস্ত সুবিধাগুলি উপভোগ করতে পারবেন। 
  • ফ্রি সাবস্ক্রিপশন- Jio TV, Jio Cinema, Jio Cloud-এর মত OTT প্ল্যাটফর্মগুলির ফ্রি সাবস্ক্রিপশন উপভোগ করতে পারবেন।
  • এক্সট্রা বেনিফিট- Jio-এর এই প্ল্যানটির খরচ পড়বে ২১৫০/- টাকা। কিন্তু তার সঙ্গে ৫০০ টাকার Ajio গিফট কুপন পাবেন।

রিচার্জ করার শেষ তারিখ

Jio-এর এই অফারটি রিচার্জ করা যাবে আগামী ১১ জানুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত। তাই দেরি না করে আজই সুবিধা উপভোগ করতে প্ল্যানটি রিচার্জ করুন। 

এয়ারটেলের নতুন প্ল্যানের বিস্তারিত সুবিধা

Jio-এর পাশাপাশি এয়ারটেলও নতুন বছরে একটি আকর্ষণীয় প্লান নিয়ে এসেছে তাদের গ্রাহকদের জন্য। মাত্র ৩৯৮ টাকার এই প্লানে আপনি পাবেন-

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
  • প্রতিদিন 2GB হাই স্পিড 5G ডেটা- এয়ারটেলের এই প্ল্যানে প্রতিদিন 2GB ডেটা ব্যবহার করা যাবে। ডেটা লিমিট শেষ হলেও ইন্টারনেট বন্ধ হবে না, কিন্তু স্পিড কিছুটা কমে যাবে। 
  • আনলিমিটেড কলিং- এয়ারটেলের এই প্ল্যানেও আনলিমিটেড লোকাল এবং ন্যাশনাল কলিং-এর সুবিধা থাকবে।
  • দৈনিক ১০০ SMS- প্রতিদিন ১০০টি SMS পাঠানোর সুবিধা পাবেন এই প্ল্যানের মাধ্যমে।
  • ফ্রি সাবস্ক্রিপশন- এই প্ল্যানটি রিচার্জ করলে ২৮ দিনের Disney+ Hotstar ফ্রি সাবস্ক্রিপশন পাবেন, যার মাধ্যমে আপনার পছন্দের সিনেমা এবং ওয়েব সিরিজ দেখার সুযোগ পাবেন।

আরও পড়ুন: আধার কার্ডের ১২ টা নম্বর দিলেই উঠবে টাকা! কীভাবে হবে জেনে নিন

Jio বনাম Airtel: কোন প্ল্যান আপনার জন্য ভালো?

Jio প্ল্যান

  • যারা লম্বা সময়ের জন্য রিচার্জ করতে চান এবং প্রচুর পরিমাণে ডেটা ব্যবহার করেন তাদের জন্য Jio-এর এই প্লান আদর্শ।
  • বিশেষত সারা Jio-এর অ্যাপগুলি (Jio TV, Jio Cinema) ইত্যাদি সুবিধা চান তাদের জন্য এই প্ল্যানটি পারফেক্ট।

Airtel প্লান 

  • যারা প্রতিদিনের ডেটা ব্যবহার করেন এবং Disney+ Hotstar সাবস্ক্রিপশন উপভোগ করতে চান তাদের জন্য এয়ারটেলের এই প্ল্যানটি উপযুক্ত। 
  • এই প্লানটি কম খরচে মাসিক ব্যবহারের জন্য দুর্দান্ত একটি অপশন। 

নতুন বছর উপলক্ষে jio এবং airtel-এর এই অফারগুলো গ্রাহকদের জন্য বড়সড় সুখবর। তাই এখনই আপনার পছন্দ মতো প্ল্যান রিচার্জ করুন আর নতুন বছরের সুবিধা উপভোগ করুন।

Leave a Comment