নতুন বছর মানেই নতুন নতুন অফার। দেশের দুটি জনপ্রিয় টেলিকম সংস্থা Reliance Jio এবং Airtel তাঁদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে একটি আকর্ষণীয় প্ল্যান। Jio-এর নিউ ইয়ার ওয়েলকাম প্ল্যানে মিলছে প্রচুর পরিমাণে ডেটা এবং একগুচ্ছ সুবিধা।
অন্যদিকে এয়ারটেলের নতুন প্ল্যানেও থাকছে প্রতিদিন ডেটার সুবিধা ও Disney+ Hotstar সাবস্ক্রিপশন। আসুন আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক দুটি প্ল্যানের সুবিধা সম্পর্কে।
Jio-এর নিউ ইয়ার ওয়েলকাম প্ল্যানের বিস্তারিত সুবিধা
Reliance Jio তাদের গ্রাহকদের জন্য নতুন বছরে একটি স্পেশাল অফার এনেছে। যার নাম “New Year Welcome Plan”। এই প্ল্যানে আপনি পাবেন-
- ৫০০ জিবি হাই স্পিড ডেটা- 5G সাপোর্টেড ফোনে Jio-এর হাই স্পিড ইন্টারনেট উপভোগ করতে পারবেন এই প্ল্যানের মাধ্যমে। ডেটা শেষ হওয়ার পর স্পিড কমে যাবে, কিন্তু ইন্টারনেট বন্ধ হবে না।
- আনলিমিটেড কলিং- যেকোনো নেটওয়ার্কে কল করতে পারবেন একদম ফ্রিতে।
- ২০০ দিনের ভ্যালিডিটি- এই প্ল্যানটি রিচার্জ করলে আপনি ২০০ দিন পর্যন্ত নিশ্চিন্তে এই সমস্ত সুবিধাগুলি উপভোগ করতে পারবেন।
- ফ্রি সাবস্ক্রিপশন- Jio TV, Jio Cinema, Jio Cloud-এর মত OTT প্ল্যাটফর্মগুলির ফ্রি সাবস্ক্রিপশন উপভোগ করতে পারবেন।
- এক্সট্রা বেনিফিট- Jio-এর এই প্ল্যানটির খরচ পড়বে ২১৫০/- টাকা। কিন্তু তার সঙ্গে ৫০০ টাকার Ajio গিফট কুপন পাবেন।
রিচার্জ করার শেষ তারিখ
Jio-এর এই অফারটি রিচার্জ করা যাবে আগামী ১১ জানুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত। তাই দেরি না করে আজই সুবিধা উপভোগ করতে প্ল্যানটি রিচার্জ করুন।
এয়ারটেলের নতুন প্ল্যানের বিস্তারিত সুবিধা
Jio-এর পাশাপাশি এয়ারটেলও নতুন বছরে একটি আকর্ষণীয় প্লান নিয়ে এসেছে তাদের গ্রাহকদের জন্য। মাত্র ৩৯৮ টাকার এই প্লানে আপনি পাবেন-
- প্রতিদিন 2GB হাই স্পিড 5G ডেটা- এয়ারটেলের এই প্ল্যানে প্রতিদিন 2GB ডেটা ব্যবহার করা যাবে। ডেটা লিমিট শেষ হলেও ইন্টারনেট বন্ধ হবে না, কিন্তু স্পিড কিছুটা কমে যাবে।
- আনলিমিটেড কলিং- এয়ারটেলের এই প্ল্যানেও আনলিমিটেড লোকাল এবং ন্যাশনাল কলিং-এর সুবিধা থাকবে।
- দৈনিক ১০০ SMS- প্রতিদিন ১০০টি SMS পাঠানোর সুবিধা পাবেন এই প্ল্যানের মাধ্যমে।
- ফ্রি সাবস্ক্রিপশন- এই প্ল্যানটি রিচার্জ করলে ২৮ দিনের Disney+ Hotstar ফ্রি সাবস্ক্রিপশন পাবেন, যার মাধ্যমে আপনার পছন্দের সিনেমা এবং ওয়েব সিরিজ দেখার সুযোগ পাবেন।
আরও পড়ুন: আধার কার্ডের ১২ টা নম্বর দিলেই উঠবে টাকা! কীভাবে হবে জেনে নিন
Jio বনাম Airtel: কোন প্ল্যান আপনার জন্য ভালো?
Jio প্ল্যান
- যারা লম্বা সময়ের জন্য রিচার্জ করতে চান এবং প্রচুর পরিমাণে ডেটা ব্যবহার করেন তাদের জন্য Jio-এর এই প্লান আদর্শ।
- বিশেষত সারা Jio-এর অ্যাপগুলি (Jio TV, Jio Cinema) ইত্যাদি সুবিধা চান তাদের জন্য এই প্ল্যানটি পারফেক্ট।
Airtel প্লান
- যারা প্রতিদিনের ডেটা ব্যবহার করেন এবং Disney+ Hotstar সাবস্ক্রিপশন উপভোগ করতে চান তাদের জন্য এয়ারটেলের এই প্ল্যানটি উপযুক্ত।
- এই প্লানটি কম খরচে মাসিক ব্যবহারের জন্য দুর্দান্ত একটি অপশন।
নতুন বছর উপলক্ষে jio এবং airtel-এর এই অফারগুলো গ্রাহকদের জন্য বড়সড় সুখবর। তাই এখনই আপনার পছন্দ মতো প্ল্যান রিচার্জ করুন আর নতুন বছরের সুবিধা উপভোগ করুন।