এলপিজি গ্যাস সিলিন্ডারে নয়া রেট লাগু হল! বাড়ল নাকি কমলো? দেখুন কোন শহরে কত

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

দেশজুড়ে আজ থেকে কার্যকর হলো নতুন এলপিজি গ্যাস সিলিন্ডারের (LPG Gas Cylinder) দাম। দেশের বিভিন্ন শহরে কোথায় কোথায় কত টাকায় মিলছে ১৪.২ কেজি রান্নার গ্যাস? চলুন দেখে নেওয়া যাক আজকের প্রতিবেদনে। ২০১৫ সালে যেখানে দেশের মোট এলপিজি গ্যাস সংযোগের সংখ্যা ছিল ১৪.৯ কোটি, আজ ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৩২.৯ কোটিতে।

অর্থাৎ, প্রতি চার সদস্যের পরিবারে এখন একটি করে গ্যাস সংযোগ থাকছেই। আর দেশের রান্নাঘরে বিপ্লব ঘটিয়ে এবার এলপিজি গ্যাস বাজেটে সরকার বরাদ্দ করেছে প্রায় ১১,১০০ কোটি টাকা সাবসিডি।

আজকের দাম কত?

আজ ২৩ মে, ২০২৫। দিল্লিতে ১৪.২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৮৫৩ টাকা। যদিও ৮ এপ্রিলের সঙ্গে দাম সেরকম পরিবর্তন হয়নি। তবে একই সিলিন্ডার পাটনায় কিনতে গেলে খরচ পড়বে ৯৪২.৫ টাকা। অর্থাৎ, দিল্লির তুলনায় প্রায় ৯০ টাকা বেশি।

শহরভিত্তিক গ্যাস সিলিন্ডারের দাম

চলুন এক নজরে দেখে নেওয়া যাক, কোন শহরে আজ কত টাকায় বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম-

  • পাটনা- ৯৪২.৫০ টাকা
  • দিল্লি- ৮৫৩.০০ টাকা
  • লখনউ- ৮৯০.৫০ টাকা
  • জয়পুর- ৮৫৬.৫০ টাকা
  • আগ্রা- ৮৬৫.৫০ টাকা
  • মীরাট- ৮৬০.০০ টাকা
  • গাজিয়াবাদ- ৮৫০.৫০ টাকা
  • ইন্দোর- ৮৮১.০০ টাকা
  • ভোপাল – ৮৫৮.৫০ টাকা
  • লুধিয়ানা- ৮৮০.০০ টাকা
  • বারাণসী- ৯১৬.৫০ টাকা
  • গুরগাঁও- ৮৬১.৫০ টাকা
  • আহমেদাবাদ- ৮৬০.০০ টাকা
  • মুম্বই- ৮৫২.৫০ টাকা
  • পুনে- ৮৫৬.০০ টাকা
  • হায়দরাবাদ- ৯০৫.০০ টাকা
  • বেঙ্গালুরু- ৮৫৫.৫০ টাকা

কেন বাড়ছে দাম?

দেশে এলপিজি গ্যাস সিলিন্ডারে চাহিদা বাড়লেও ঘরোয়া উৎপাদন আটকে রয়েছে সেই ১২ থেকে ১৩ লক্ষ টনের মধ্যেই। আর ২০২৪-২৫ অর্থবছরে চাহিদা ছিল প্রায় ২৮.৬ লক্ষ টন। কিন্তু উৎপাদন হয়েছে মাত্র ১১.৭ লক্ষ টন। এর ফলে আমদানি বেড়েছে প্রায় ২০%। সে কারণেই দাম ঊর্ধ্বগতিতে ঠেকছে।

আরও পড়ুন: আর টাকা দিয়ে কিনতে হবে না গ্যাস সিলিন্ডার! ঘরে ঘরে চালু হচ্ছে পাইপলাইন পরিষেবা

কোন দেশে কত টাকায় মিলছে এলপিজি গ্যাস সিলিন্ডার?

খোঁজ নিয়ে জানা গেল, বিশ্বের বিভিন্ন দেশে এলপিজি গ্যাস সিলিন্ডার প্রতি লিটারে ভিন্ন ভিন্ন দামে বিক্রি হচ্ছে। যেমন-

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
  • আলজেরিয়া- ৫.৭৯ টাকা
  • অ্যাঙ্গোলা- ৯.২৮৩ টাকা
  • সৌদি আরব- ২৩.৬১ টাকা
  • রাশিয়া- ৩০.১৯ টাকা
  • আর্মেনিয়া- ৩০.৫৬ টাকা
  • আজারবাইজান- ৩২.৫৬ টাকা
  • বেলারুশ- ৩৩.৫৮ টাকা
  • অস্ট্রেলিয়া- ৩৩.৭০ টাকা
  • তাইওয়ান- ৩৮.৪৫ টাকা
  • লেবানন- ৪৭.৫১ টাকা
  • নাইজেরিয়া- ৪৯.৮৭ টাকা
  • ভারত- ৬১.৫৬ টাকা
  • তুরস্ক- ৬১.৮১ টাকা

Leave a Comment