দেশজুড়ে শ্রমিকদের জন্য এবার আসল নতুন লেবার কার্ড। বিশেষ করে আইটি এবং আইটি এনাবল্ড সার্ভিস সেক্টরের কর্মীদের জন্য এবার বাড়তি উপহার তা বলা চলে। এখন থেকে প্রতি মাসের ৭ তারিখের মধ্যে তাদের বেতন পৌঁছে যাবে ব্যাংক অ্যাকাউন্টে। আর সরকারের নতুন সিদ্ধান্তে দেশের কোটি কোটি শ্রমিকরা উপকৃত হবে।
আসছে নতুন লেবার কার্ড
২১ নভেম্বর থেকে কেন্দ্র সরকার একসঙ্গে চারটি নতুন শ্রম আইন কার্যকর করেছে। আর সেগুলি হল- কোড অন ওয়েজেস (২০১৯), ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস কোড (২০২০), কোড অন সোশ্যাল সিকিউরিটি এবং ওএসএইচডব্লিউসি। জানা যাচ্ছে, এই নতুন কোডগুলি এখন থেকে পুরনো ২৯টি কেন্দ্রীয় শ্রম আইনকে প্রতিস্থাপন করে তুলবে। ফলে দেশের শ্রম ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, স্বাধীনতার পর সর্বাধিক প্রগ্রেসিভ শ্রম সংস্কার এটি হতে চলেছে। নতুন লেবার কার্ড কর্মীদের ক্ষমতায়ন করবে। এমনকি ব্যবসাকে আরও সহজ করে তুলবে। আর দেশের উন্নয়নের পথেও বড়সড় ভূমিকা রাখবে। সরকার দাবি করছে, এই কোডগুলোর ফলে কর্মীদের অধিকার আরও সুরক্ষিত হবে।
ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক
বলাবাহুল্য, নতুন লেবার কার্ডের সবথেকে বড় পরিবর্তন হল নারী-পুরুষ নির্বিশেষে সমান কাজের জন্য সমান বেতন দেওয়া হবে। আর এতে নারী কর্মীদের প্রাপ্য বেতন নিশ্চিত করা হবে। সেই সঙ্গে রাতের শিফটে কাজ করা মহিলা কর্মীদের জন্য বিশেষ সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে।
এদিকে কর্মস্থলে হয়রানি, বৈষম্য বা বেতন সংক্রান্ত বিভিন্ন অভিযোগ এবার থেকে নিষ্পত্তি হবে। প্রতিটি কর্মীকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এতে চাকরির নিরাপত্তা আরও বাড়বে। পাশাপাশি ফিক্সড টার্ম এমপ্লয়মেন্টের সুবিধা থাকছে। ফলে চুক্তিভিত্তিক কর্মীরাও সামাজিক সুরক্ষা পাবে।
আরও পড়ুনঃ Aadhaar Card: আধারে থাকবে না কোনও নাম, ঠিকানা! যুক্ত হচ্ছে আধুনিক QR কোড
ভারতের উন্নত দেশ করতে বড় পদক্ষেপ
বলাবাহুল্য, কেন্দ্রীয় শ্রম এবং রোজগার মন্ত্রী মনসুখ মাণ্ডব্যও সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি জানিয়েছিলেন, এই নতুন লেবার কার্ড ২০২৭ সালের মধ্যে ভারতকে উন্নত দেশ হিসেবে পরিণত করার জন্য ভূমিকা নেবে। তিনি মনে করছেন, শ্রম আইন এখন আন্তর্জাতিক মানে পৌঁছে গিয়েছে। কর্মীদের নিরাপত্তা, সুবিধা এবং বেতন সব কিছুই বাড়বে।
