লোকসভা ভোটের আগে ফের বড় সংখ্যায় কর্মী নিয়োগের সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের। বুধবার অর্থাৎ ৬ মার্চ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ২০০০-এর বেশি নতুন পদ তৈরির ছাড়পত্র দেওয়া হয়েছে। ক্যাবিনেটে গৃহীত এই সিদ্ধান্তের ফলে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ এবং দমকল বিভাগে আরও কর্মী নিয়োগ হবে বলে জানা গিয়েছে।
রাজ্য সরকার সূত্রে খবর, বুধবারের ক্যাবিনেট বৈঠকে প্রায় ২,২৫০ টি নতুন পদ তৈরির ছাড়পত্র দেওয়া হয়েছে। যার মধ্যে প্রায় ১৩০০ টি পদ রাজ্য পুলিশে, ৬০০ টি দমকল বিভাগে এবং ৩৫০ টি কলকাতা পুলিশের জন্য প্রযোজ্য।
উল্লেখ্য এই নতুন পদগুলো মূলত পুলিশ ও দমকল কর্মীদের পদোন্নতির জন্য তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই এখানে সরাসরি হয়ত কর্মী নিয়োগ হবে না। তবে ঘুরপথে আগামী দিনে রাজ্যে নিয়োগের সংখ্যা বাড়বে, কারণ পদোন্নতির জন্য তৈরি শূন্য পদে নিচুতলার কর্মীরা উঠে এলে নিচুস্তরে তৈরি হওয়া শূন্য পদ পূরণের জন্য সরকার নতুন কর্মী নিয়োগ করবে।
চলতি বছরের জানুয়ারি মাসে পুলিশে ১২ হাজার কনস্টেবল নিয়োগের কথা ঘোষণা করা হয়েছিল সরকারের পক্ষ থেকে।যার অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। একের পর এক নিয়োগের ঘোষণায় রাজ্যের শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের ছবিটা আগামী দিনে কিছুটা হলেও উজ্জ্বল হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
এমনিতেই নিয়োগ দুর্নীতি কাণ্ডের জেরে পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া প্রায় থমকে আছে। এই নিয়ে শিক্ষিত বেকারদের মধ্যে অনেকদিন ধরেই ক্ষোভ বাড়ছিল। তাছাড়া অন্যান্য দফতরেও গত কয়েক বছরে পর্যাপ্ত কর্মী নিয়োগ হয়নি বলে অভিযোগ।
এই পরিস্থিতিতে রাজ্যের ভয়াবহ বেকারত্বের সমস্যা লোকসভা নির্বাচনের আগে শাসকদলের অন্যতম মাথা ব্যাথার কারণ হয়ে উঠেছে। তবে একের পর এক নিয়োগের ঘোষণায় সেই চাপ থেকে সরকার তথা শাসক দল কিছুটা হলেও বেরিয়ে আসবে বলে অনেকের অনুমান।
এদিকে শুধু যে নতুন কর্মী নিয়োগের ঘোষণা হয়েছে তাই নয়, মুখ্যমন্ত্রী অভিনব উপায়ে ফেসবুকে ভিডিও পোস্ট করে আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বৃদ্ধির কথা জানিয়েছেন এপ্রিল মাস থেকে। আশা কর্মী ও অঙ্গনওয়াড়ী কর্মীরা মাসে ৭৫০ টাকা বেশি ভাতা পাবেন। অপরদিকে অঙ্গনওয়াড়ির সহায়িকারা ৫০০ টাকা অতিরিক্ত ভাতা পাবেন।
🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
🔥 এগুলিও পড়ুন 👇👇
👉 আরো কম দামে মিলবে রান্নার গ্যাস, নারী দিবসে বিরাট ঘোষণা মোদির
👉 গ্যাসের দাম ১০০ টাকা তো কমলোই, সেইসাথে রান্নার গ্যাস নিয়ে আরো ১ সুখবর
👉 ১০,২৫৫ শূন্যপদে WBP-তে নতুন কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশেই চাকরি
👉 ৫০ দিন কাজ করলেই পাবেন ১০০ দিনের টাকা! নতুন প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর
👉 সিভিক ভলেন্টিয়াররা এপ্রিল মাস থেকে বেশি টাকা পাবে, তার সাথে আরো একটি সুখবর
👉 PNB-এর গ্রাহকদের আর কোথায় যেতে হবেনা, এবার ঘরে বসেই পাওয়া যাবে এই সুবিধা