Monthly income will be 25000 rupees Punjab National Bank is offering this job opportunity
WhatsApp Group Join Now

সরকারি ব্যাঙ্কে বিনা ইন্টারভিউয়ে নিশ্চিত চাকরির সুযোগ! তাও মাত্র মাধ্যমিক পাস যোগ্যতাতেই পাওয়া যাচ্ছে মাসে ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনের এই চাকরি। তাহলে আর দেরি কেন, এখনই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) এর ওয়েবসাইটে গিয়ে আবেদন করুন।

সবচেয়ে মজার বিষয় হল, এই চাকরির ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমাটা অনেকটাই বেশি। শুধুমাত্র আপনার ১৮ বছর বয়স হলেই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। পড়ুয়া থেকে শুরু করে গৃহবধূ, প্রাইভেট টিউটর বা অন্য যে কেউ এই চাকরি করতে পারবেন।

এর জন্য প্রতি মাসে ১০ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত বেতন দেবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)। ল্যাপটপ বা ডেস্কটপের দরকার নেই, কেবলমাত্র একটি স্মার্টফোন থাকলেই আপনি এই কাজটি করতে পারবেন। তাও আবার বাড়িতে বসে কাজ করার সুযোগ পেয়ে যাবেন।

PNB এই মুহূর্তে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার (financial advisor) পদে মাধ্যমিক পাস যোগ্যতায় লোক নিয়োগ করছে। তবে উচ্চশিক্ষিত হলে এই চাকরি করায় কোন‌ওরকম বাধা নেই। একটা বিষয় আপনাদের খোলসা করে বলা যাক। যে পদে নিয়োগ হচ্ছে নাম শুনে অনেক বিরাট বিষয় মনে হতে পারে। কিন্তু বাস্তবে ব্যাপারটা আসলে অতি পরিচিত একটি কাজ।

আরো পড়ুনঃ কবে খুলবে স্কুল? গরমের ছুটি কবে শেষ হচ্ছে? শিক্ষা দফতরের আপডেট

ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আর্থিক বিষয়ক পরামর্শ দেবেন, এটাই আমরা সকলে জানি। সেক্ষেত্রে গ্রাহকদের জন্য ব্যাঙ্ক নিজে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নিয়োগ করবে এটা শুনতেই কেমন একটা লাগে! আসলে এমন গালভরা নাম হলেও এই পদে যাদের নিয়োগ করা হবে তাদের কাজ ইন্স্যুরেন্স এজেন্ট বা বিমা এজেন্টের সমতুল্য।

আমরা আশেপাশে রাষ্ট্রায়ত্ত্ব LIC-এর প্রচুর এমন এজেন্ট দেখি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এই নতুন পদে যারা নিযুক্ত হবেন তাঁদের কাজ হল, পিএনবির নিজস্ব ইন্সিওরেন্স পলিসিগুলো গ্রাহকদের বোঝানোর মাধ্যমে বিক্রি করা। তবে এক্ষেত্রে মাসিক একটা নিশ্চিত বেতন দেবে পিএনবি। তবে এই চাকরিতে আয়ের মূল জায়গাটাই হল ইন্সিওরেন্স পলিসি বিক্রি বাবদ পাওয়া কমিশন। সে ক্ষেত্রে মাসিক আয় ২৫ হাজার টাকার সীমা ছাড়িয়ে অনেক বেশি হতে পারে।

WhatsApp Group Join Now

এই কাজের ক্ষেত্রে একটা বড় সুবিধা হল, নিজের ইচ্ছেমত সময় বেছে নিয়ে কাজ করা যাবে। বাধা ধরা নিয়মের বিষয়টি ততটা নেই এখানে, performance টাই হল আসল বিষয়। এক্ষেত্রে আবেদন জানানোর পর আপনাকে ট্রেনিং দেওয়া হবে। তারপর IRDA-এর একটি পরীক্ষা দিতে হবে। তাতে পাশ করলে তবেই স্থায়ীভাবে নিযুক্ত হবেন।

আরো পড়ুনঃ প্রধানমন্ত্রী মোদীর বাড়ি-গাড়ি কিচ্ছু নেই! কিন্তু তিনি এত টাকার মালিক

কীভাবে আবেদন করবেন?

(1) PNB-এর ওয়েবসাইটে গিয়ে প্রথমে “Start your journey as an advisor today!” অপশনে ক্লিক করে প্রবেশ করুন।

(2) এবার “Join Now” অপশনে ক্লিক করুন।

(3) আপনার সামনে কম্পিউটার স্ক্রিনে একটি পেজ খুলে যাবে। সেখানে নিজের নাম, মোবাইল নম্বর সহ সমস্ত তথ্য পূরণ করুন।

(4) এবার একদম নিচে Submit অপশনে ক্লিক করে নিজেদের আবেদন পত্র জমা দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *