পিএম কিষান নিয়ে মোদীর বড় ঘোষনা! ৬০০০ টাকা আর পাবেন না, এইভাবে আধার নম্বর জমা না দিলে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কৃষকদের সাহায্য করার জন্য, কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা শুরু করেছে। যার মাধ্যমে প্রতি বছর কৃষকদের 6000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। তিন কিস্তিতে সরকারি টাকা পান কৃষকরা।

পিএম কিষানে কৃষকরা প্রতি কিস্তিত দুই হাজার টাকা করে পান। ইতিমধ্যেই 17 তম কিস্তির অনুমোদন করেছে সরকার। কিন্তু অনেকেই একটি কাজ না করার কারনে এইবার পিএম কিষানের টাকা পাবেন না। 

কারা পিএম কিষানের 17তম কিস্তির টাকা পাবেন?

এবার তৃতীয়বার গদিতে বসেই সরকার প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার সুবিধা গ্রহণকারী সমস্ত কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট জারি করেছে।

সর্বশেষ আপডেট অনুসারে, কৃষকদের ই-কেওয়াইসির মতো প্রয়োজনীয় প্রক্রিয়াগুলি সম্পূর্ণ করতে হবে,। পরবর্তী কিস্তি শুধুমাত্র সেই সব কৃষক ভাইদের অ্যাকাউন্টে পাঠানো হবে যারা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করবেন।

আপনি নিজেই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা ই কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন। সেই প্রক্রিয়া বলব আমরাই।

কীভাবে ঘরে বসে করবেন e-KYC?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

1) প্রথমে আপনাকে প্রধানমন্ত্রী কৃষি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

2) PM Kisan KYC বিকল্পে ক্লিক করতে হবে।

3) নতুন পেজ খুললে, সেখানে আপনার আধার নম্বর লিখতে হবে।

4) তারপর সাবমিট এ ক্লিক ক্লিক করে আপনার আধার নিবন্ধিত মোবাইলে প্রাপ্ত ওটিপি নম্বর লিখতে হবে।

5) এবার সাবমিট বাটনে ক্লিক করলে একটি নতুন পেজ খুলবে।

6) এখানে আপনি KYC সফল হলে, তার একটি বিজ্ঞপ্তি দেখতে পাবেন, যা আপনি প্রিন্ট আউট করতে পারেন।

7) এইভাবে, কৃষকরা ঘরে বসে অফিসিয়াল ওয়েবসাইটে পিএম কিষান ই কেওয়াইসি প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারেন।

আরো পড়ুনঃ মোবাইলে ২ টি সিম কার্ড থাকলেই ঝামেলা! TRAI এর নতুন নিয়মে গ্রাহকদের মাথায় হাত

17তম কিস্তির জন্য অনলাইনে আবেদন করতে পারেন কীভাবে?

1. pmkisan.gov.in ওয়েবসাইটে গিয়ে ‘Farmers Corner’-এ ক্লিক করুন।

2. ‘New Farmer Registration’-এ ক্লিক করে আধার নম্বর লিখুন, ক্যাপচা পূরণ করুন।

3. জানতে চাওয়া বাকি প্রয়োজনীয় তথ্য লিখে yes ক্লিক করুন

4. এবার PM-Kisan আবেদনপত্র পূরণ করে, সেটি দেখে নিয়ে সাবমিট করে, আবেদনের প্রমাণ হিসেবে একটি প্রিন্ট আউট নিন।

Leave a Comment