ভারতীয় মোবাইল সার্ভিস প্রোভাইডার সংস্থাগুলো গত কয়েক বছর ধরেই ট্যারিফ যুদ্ধে মেতে উঠেছে। বছরখানেক ধরে বিষয়টি মোটামুটি Jio, Airtel ও Vi-এর মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে গত বছর একের পর এক চমকপ্রদ রিচার্জ প্ল্যান নিয়ে এসে BSNL আবার চমকে দিয়েছে। ফলে ট্যারিফ যুদ্ধে এই মুহূর্তে বেশ টানটান অবস্থায় চলছে।
কিন্তু এই যুদ্ধে লড়তে গিয়ে গ্রাহক পিছু আয়ের নিরিখে ভারতীয় মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির অবস্থান খুব একটা উল্লেখযোগ্য জায়গায় নেই। আর তাই খুব দ্রুত রিচার্জ প্ল্যানগুলোর খরচ একযোগে বাড়াতে চলেছে মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থাগুলো। এইভাবে তারা ক্ষতির বোঝা কমিয়ে মুনাফার পথে হাঁটতে চায়।
ভারতীয় মোবাইল পরিষেবার বাজারে রিলায়েন্স গোষ্ঠীর সংস্থা Jio প্রবেশ করার পর গোটা পরিস্থিতি বদলে যায়। জিও প্রথমে প্রায় বছরখানেক বিনামূল্যে অথবা জলের দলে 4G কানেকশন দেওয়ায় নিজেদের অস্তিত্ব টেকাতে এয়ারটেল ও ভি রিচার্জ প্যাকের দাম ব্যাপকভাবে কমিয়ে দিতে বাধ্য হয়েছিল।
তাছাড়া সেই ধাক্কায় এয়ারসেল, টাটা ইন্ডিকম, ইউনিনর ইত্যাদি সংস্থাগুলো পাততাড়ি গোটাতে বাধ্য হয়। এই ভয়াবহ ট্যারিফ যুদ্ধে আপাতভাবে জিও লাভবান হলেও সামগ্রিকভাবে ভারতীয় মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থাগুলো ক্ষতির মুখে পড়ে।
আরো পড়ুনঃ ৫০% DA ১ সপ্তাহের মধ্যে পাওয়া যাবে, ভোটের মধ্যে সরকারি কর্মীদের নতুন ছক
তবে পরবর্তীতে ব্যাপারটা বুঝতে পেরে ২০২১ সালে জিও, এয়ারটেল ও ভি মোটামুটি একযোগে তাদের প্রতিটি রিচার্জ প্যাকের খরচ ২০ শতাংশ করে বাড়িয়ে দিয়েছিল। এর ফলে গ্রাহকদের মাসিক মোবাইল রিচার্জের খরচ অনেকটাই বেড়ে যায়।
তারপর থেকে আর সেভাবে মোবাইল ট্যারিফ বৃদ্ধি পায়নি। আবারও সেই পরিস্থিতি আসতে চলেছে। শোনা যাচ্ছে ক্ষতি ঠেকাতে দেশের প্রধান তিন মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা প্রতিটি রিচার্জ প্যাকের খরচ অনেকটা করে বাড়াতে চলেছে। এর ফলে বর্তমানে যে সকল মোবাইল রিচার্জ প্যাকের জন্য ১৫০ টাকার আশেপাশে খরচ করতে হয় সেটা বেড়ে ১৮০ টাকা থেকে ২০০ টাকা হতে পারে।
অপরদিকে যে প্যাকগুলো রিচার্জ করতে এই মুহূর্তে ৩০০ টাকার মত খরচ হয় সেগুলো বেড়ে ৩৭৫ থেকে ৪০০ টাকা পর্যন্ত হতে পারে। আর যে সকল রিচার্জ প্যাক ৫০০ টাকার কাছে দাম পড়ে সেগুলো প্রায় ১২৫ টাকা পর্যন্ত বাড়তে পারে।
আরো পড়ুনঃ ভুল করলে মাশুল দিতে হবে! সিম তো বন্ধ হবেই, মোবাইলও ব্লক হবে
পাশাপাশি শোনা যাচ্ছে, জিও ও এয়ারটেল যে ফ্রি আনলিমিটেড 5G পরিষেবা দিচ্ছে সেটাও এবার বন্ধ হতে চলেছে। অর্থাৎ 5G পরিষেবার জন্য আলাদা করে রিচার্জ প্যাক আনতে চলেছে জিও ও এয়ারটেল। সব মিলিয়ে মোবাইল গ্রাহকদের মাসিক খরচ যে অনেকটাই বাড়তে চলেছে তা দিনের আলোর মত পরিষ্কার।