বর্ণ ভেদাভেদের বিরুদ্ধে এবার বিরাট পদক্ষেপ নিল রাজ্য সরকার। হ্যাঁ, সমাজের ভেদাভেদ মুছে দিয়ে একে অপরের পাশে দাঁড়ানোর জন্য রাজ্য সরকার এবার নয়া প্রকল্প চালু করেছে। জানা যাচ্ছে ‘ইন্টার কাস্ট ম্যারেজ স্কিম’ (Inter Caste Marriage Scheme) প্রকল্পের আওতায় ভিন্ন জাতের মধ্যে বিয়ে হলে এবার নবদম্পতিকে ৩০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা করা হবে।
কেন এই প্রকল্প গুরুত্বপূর্ণ?
প্রথমত বর্ণ বৈষম্য ভারতীয় সমাজের এক প্রাচীনতম সমস্যা। আর এই বৈষম্য দূর করে রাজ্য সরকার চায় ভিন্ন জাতের মানুষের মধ্যে সম্পর্ককে আরো মেলবন্ধন করতে। শুধু বিয়ে নয়, বরং সেই সাহসী সিদ্ধান্তকে সম্মান জানাতে আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার। আর এর ফলে যেমন সমাজের মধ্যে সাম্যতা বাড়বে, তেমনই নবদম্পতিরাও স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করার জন্য আর্থিক সহায়তা পাবে।
কী কী সুবিধা পাওয়া যাবে এই প্রকল্পে?
প্রথমত সফলভাবে ইন্টার কাস্ট বিয়ে করলে ৩০ হাজার টাকা থেকে ৩৫ হাজার টাকা পর্যন্ত এককালীন অনুদান দেওয়া হবে। আর এই টাকা দিয়ে বাড়ি তৈরি, ব্যবসা শুরু করা, সম্পত্তি কেনা যেতে পারে। পাশাপাশি এই অর্থের সঠিক ব্যবহারের উপর নজর রাখবে লোকাল সেলফ গভর্মেন্ট ইনস্টিটিউশন।
কার আবেদন করতে পারবেন?
এই প্রকল্পে আবেদন করার জন্য অবশ্যই কিছু যোগ্যতা পূরণ করতে হবে। সেগুলি হল-
- স্বামী বা স্ত্রীর মধ্যে একজনকে তপশিলি জাতিভুক্ত এবং অন্যজনকে সাধারণ শ্রেণির হতে হবে।
- বিয়ে হতে হবে ১৯৫৫ সালের হিন্দু বিবাহ আইনের আওতায়।
- এটি হতে হবে দুজনের প্রথম বিবাহ। অর্থাৎ, কোন দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে এই সুবিধা মিলবে না।
- দাম্পত্যের সম্মিলিত বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার মধ্যে হতে হবে।
- বিয়ের এক বছরের মধ্যেই আবেদন করতে হবে।
- দম্পতির অবশ্যই জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, যেখানে স্ত্রীর নাম প্রথমে থাকবে।
আবেদন করতে কী কী কাগজপত্র লাগবে?
এই প্রকল্পে আবেদন করার জন্য যে ডকুমেন্টগুলি চাওয়া হয়েছে সেগুলি হল-
- দুজনের পাসপোর্ট সাইজের রঙিন ছবি,
- জন্মের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের মার্কশিট।
- ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট।
- কাস্ট সার্টিফিকেট।
- পরিবারের বার্ষিক আয়ের সার্টিফিকেট।
- যদি চাকরি করেন তাহলে স্যালারি স্লিপ বা সনদপত্র।
- বিবাহের রেজিস্ট্রেশন সার্টিফিকেট।
- জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে পাসবুকের প্রথম পাতার জেরক্স।
আরও পড়ুন: ব্যাঙ্কে দাবিহীন ভাবে পড়ে রয়েছে ৭৮ হাজার কোটি টাকা! আপনি দাবীদার না তো? দেখে নিন
কীভাবে আবেদন করবেন?
প্রথমত এই প্রকল্পে অনলাইন বা অফলাইন, উভয় ভাবে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করার জন্য প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণীর কল্যাণ বিভাগেরঅফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে সমস্ত নথিপত্র স্ক্যান করে আপলোড করে আবেদন করতে পারবেন।
তবে অফলাইনে আবেদন করার জন্য নিকটবর্তী কোন বিডিও বা এসডিও অফিসে গিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। সেখানে গিয়ে প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে আবেদনপত্রটি জমা দিতে হবে। অথবা প্রয়োজনে কাছাকাছি সাইবার ক্যাফে থেকেও আবেদন করতে পারবেন।
হেল্পলাইন নম্বর- কোনও সমস্যা হলে ০৩৩-২৩৩৭-১০৪০ নম্বরে ফোন করতে পারেন।