আপনি হয়ত বিচক্ষণ ব্যক্তি, খোঁজ খবর নিয়ে নিয়মমাফিক পিপিএফ অ্যাকাউন্ট, সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট এবং এনপিএস অ্যাকাউন্ট খুলেছেন। এগুলির মাধ্যমে নিজের স্বল্প সঞ্চয়ের তহবিল গড়ে তুলছেন। ফলে এগুলোতে টাকা জমা দেন। কিন্তু কোনও সমস্যায় পড়ে বা ভুলে গিয়ে মাঝের সময়টায় এই অ্যাকাউন্টগুলোয় আর টাকা জমা দিতে পারেননি, এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়।
আপনিও যদি সেই দলে পড়েন তবে দ্রুত সতর্ক হয়ে যান। ৩১ মার্চের মধ্যে এই অ্যাকাউন্ট সংক্রান্ত বিশেষ কাজটি না করলে আপনাকে এবার মোটা টাকা জরিমানা দিতে হতে পারে। এমনকি আপনার অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়াও হতে পারে।
কেন আপনার PPF, SSY বা NPS অ্যাকাউন্ট নিয়ে এই আশঙ্কার কথা বলা হচ্ছে সেটা এই প্রতিবেদনে ভালভাবে তুলে ধরা হল। সবচেয়ে বড় কথা কি জানেন, আপনি যদি সরকারি চাকুরি করেন তবে ৩১ মার্চের ডেট লাইনটা অবশ্যই মাথায় রাখতে হবে। না হলে এই অ্যাকাউন্টগুলি বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে কর প্রদানের ক্ষেত্রেও বড় সমস্যায় পড়তে হতে পারে।
৩১ মার্চ কি কি কারনে মাথায় রাখতে হবে?
১/৫: পাবলিক প্রভিডেন্ট ফান্ড, ন্যাশনাল পেনশন স্কিম, সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) এই স্বল্প সঞ্চয় প্রকল্পগুলোর ২০২৩-২৪ অর্থবর্ষের বার্ষিক কিস্তি বা প্রিমিয়াম জমা দেওয়ার শেষ তারিখ ৩১ মার্চ। এটাই প্রতিবছরের নিয়ম।
২/৫: PPF, SSY বা NPS এগুলোতে আপনার বিনিয়োগ থাকলে অর্থাৎ অ্যাকাউন্ট থাকলে প্রতিবছর অ্যাকাউন্ট সক্রিয় রাখতে ন্যূনতম পক্ষে ৫০০ টাকা জমা দিতে হবে। চলতি অর্থবর্ষে এখনও পর্যন্ত যারা টাকা জমা দেননি তাঁদেরকে ৩১ মার্চ, ২০২৪-এর মধ্যে অন্ততপক্ষে ৫০০ টাকা এই অ্যাকাউন্টগুলোতে জমা দিয়ে দিতে হবে। আর তা না করলে অ্যাকাউন্টকে নিষ্ক্রিয় বলে ধরা হবে।
৩/৫: অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যাওয়ার ফলে সেখানে রাখা টাকা আপনি তুলতে পারবেন না বা সেখান থেকে ঋণ নিতে পারবেন না। এই পরিস্থিতিতে নতুন করে অ্যাকাউন্টকে সক্রিয় করতে হলে আপনাকে জরিমানা দিয়ে তবে আবার অ্যাকাউন্ট সক্রিয় করা যাবে। এর জন্য প্রতি ক্ষেত্রেই ৫০ টাকা করে জরিমানা দিতে হতে পারে।
৪/৫: ৩১ মার্চের মধ্যে ন্যূনতম পক্ষে ৫০০ টাকা করে অন্তত অ্যাকাউন্টগুলো জমা করে দিলে আর জরিমানা বা অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়া নিয়ে দুশ্চিন্তায় থাকতে হবে না।
৫/৫: আয়কর আইনের 80C ধারায় স্বল্প সঞ্চয়ে বিনিয়োগের উপর কর ছাড় পাওয়া যায়। যারা এবার আয়কর আইনের পুরনো ধারা মেনে ট্যাক্স ফাইলিং করবেন ভাবছেন তাঁদের কাছে এই ৩১ মার্চের ডেট লাইনটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই সময়ের মধ্যে প্রভিডেন্ট ফান্ড, ন্যাশনাল পেনশন স্কিম বা সুকন্যা সমৃদ্ধি যোজনায় যতটুকু বিনিয়োগ করবেন তার উপরই আপনি আয়কর আইনের 80C ধারায় কর ছাড় পাবেন। মাথায় রাখবেন ৩১ মার্চ পেরিয়ে যাওয়ার পর স্বল্প সঞ্চয় বিনিয়োগ করলে সেটা এই অর্থবর্ষে আয়কর ফাইলে দেখাতে পারবেন না।
🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
🔥 এগুলিও পড়ুন 👇👇
👉 লক্ষ্মীর ভাণ্ডারে মাসে ১২০০ টাকা পাবেন, তবে এই কাগজ থাকতেই হবে
👉 লক্ষ্মীর ভাণ্ডারের বাড়তি টাকা এই মাসে কি ঢুকবে? আসল বিষয়টি জেনে নিন
👉 ব্যাঙ্ক থেকে ধীরে ধীরে টাকা উধাও হয়ে যাবে! কোন ব্যাঙ্কে কত টাকা রাখতে হবে জানেন কি?
👉 তিন নম্বরে উঠে আসবে ভারত, এবার চিনের ঘুম যাওয়ার পালা
👉 যা হবে লোকসভা ভোটের পর! এটা হলে কেন্দ্রীয় কর্মচারীদেরই সুবিধা
👉 ১ লাখ বা ২ লাখ টাকা না! পোস্ট অফিসের এই স্কিমে আরো বেশি টাকা পাবেন