লক্ষ্মীর ভাণ্ডারে নিয়ে বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, ৫ লক্ষ নতুন মহিলাকে এবার টাকা দেবে সরকার

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

২০২৪ সাল প্রায় শেষের পথে, আর তার আগেই রাজ্যবাসীর জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুনভাবে যুক্ত করা হচ্ছে আরো ৫ লক্ষ ৭ হাজার মহিলাকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে সম্প্রতি জানিয়েছেন, ডিসেম্বর মাস থেকে এই নতুন উপভোক্তাদের ব্যাংক একাউন্টে সরাসরি এই প্রকল্পের অনুদান পৌঁছে যাবে। 

লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধা 

লক্ষীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে-

  • তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা প্রতিমাসে ১২০০/- টাকা ভাতা পান,
  • অন্যান্য শ্রেণীর মহিলারা প্রতিমাসে ১০০০/- টাকা করে ভাতা পান।

বর্তমানে রাজ্যের মোট ২ কোটি ২১ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা ভোগ করছেন। এর জন্য রাজ্য সরকারের বার্ষিক ব্যয় দাঁড়িয়েছে ৫৪ হাজার কোটি টাকা। 

প্রকল্পের জন্য নতুন আবেদন 

দুয়ারে সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি তত্ত্বাবধানে নতুন আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। নতুন যুক্ত হওয়া উপোক্তাদের ডিসেম্বর মাস থেকেই অনুদান প্রদান করা শুরু হবে। তাই এখনো যারা এই প্রকল্পে আবেদন করেননি, তারা অবশ্যই দুয়ারে সরকার ক্যাম্প বা মুখ্যমন্ত্রীর হেল্পডেক্স নাম্বারের মাধ্যমে সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। 

অন্যান্য গুরুত্বপূর্ণ ঘোষণা 

এছাড়াও রাজ্যের মহিলাদের জন্য আরো কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে মাননীয়া মুখ্যমন্ত্রী। যেগুলি হল-

বিধবা ভাতা 

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ৪৩,৯০০ জন বিধবা মহিলাকে এবার নতুন করে বিধবা ভাতার অন্তর্ভুক্ত করা হবে। ডিসেম্বর মাস থেকেই এই প্রকল্পের ভাতা দেওয়া শুরু হবে। এর ফলে উপকৃত হবেন রাজ্যের মোট ২০ লক্ষ ৭৫ হাজার মহিলা। এই ভাতা প্রদানের জন্য রাজ্য সরকারের মোট ব্যয় হবে ৩০০০ কোটি টাকা। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের আর্থিক সাহায্য

ডিসেম্বর মাস থেকে ১৯ হাজার বিশেষভাবে সক্ষম ব্যক্তিকেও আর্থিক সহায়তা প্রদান করার কথা জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

বার্ধক্য ভাতা 

লক্ষীর ভান্ডার প্রকল্পের উপভোক্তাদের নির্দিষ্ট বয়সসীমা অতিক্রম করলেই তাদের স্বয়ংক্রিয়ভাবে বার্ধক্য ভাতা প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। এর জন্য আলাদা করে কোন রকম আবেদন করতে হবে না। উপভোক্তা ৬০ বছর বয়স পেরোলেই এই প্রকল্পে সরাসরি অর্থ প্রদান করা হবে। 

আবাস যোজনা প্রকল্পে ১২ লক্ষ নতুন বাড়ি 

রাজ্যের গৃহহীন মানুষদের জন্য বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১২ লক্ষ মানুষকে নতুন করে বাড়ি তৈরি করে দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার। ডিসেম্বর মাসের ১৫ থেকে ৩০ তারিখের মধ্যে এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা ব্যাংক একাউন্টে সরাসরি জমা করা হবে। প্রথম পর্যায়ে মোট ২৪ লক্ষ উপভোক্তা এই প্রকল্পের আওতায় আসবে। 

লক্ষীর ভান্ডার প্রকল্পের প্রভাব 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, লক্ষীর ভান্ডার শুধুমাত্র একটি প্রকল্প নয়, এটি বাংলার গর্ব। এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি পরিবারের মা-বোনরা আর্থিক সাহায্য পান এবং তারা আর্থিকভাবে সচ্ছল হতে পারেন। অন্যান্য রাজ্যে এখন এই প্রকল্প চালু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গ সরকারের বড় ঘোষণা, জানুয়ারিতেই স্কুল ইউনিফর্ম পাবে প্রত্যেক ছাত্রছাত্রী

তবে বাংলাই প্রথম রাজ্য যেখানে এই ধরনের একটি সামাজিক প্রকল্প চালু করা হয়েছে। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ রাজ্যের মহিলাদের আর্থিক স্বাধীনতা এবং সামাজিক সুরক্ষা আরো বাড়িয়ে তুলবে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সম্প্রসারণে উপকৃত হবেন রাজ্যের আরো লক্ষাধিক পরিবার, যা বাংলার উন্নয়নযাত্রাকে আরো শক্তিশালী করে তুলবে এবং প্রত্যেক মহিলাকে আর্থিকভাবে আরও সচ্ছল করে তুলবে।

Leave a Comment