মাধ্যমিক পাশে সরকারি কোন জবগুলো পাওয়া যায় ?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
  • আপনি কি মাধ্যমিক পাশ করেছেন ?
  • আপনি কি জানতে চাইছেন যে মাধ্যমিক পাশে কি কি জব পাওয়া যায় ?
  • আপনি কি মাধ্যমিক পাশে সরকারি জব খুঁজছেন ?

যদি এই তিনটি প্রশ্নের উত্তর আপনার হ্যাঁ হয়। তাহলে পোষ্ট টি আপনার জন্য।

কমবেশি আমাদের সকলের মনেই প্রশ্ন আসে যে, মাধ্যমিক পাশে কি কি জব পাওয়া যায় ? কিন্তু কেউ যদি মাধ্যমিক পাশ করার পরেই, যে কোন সরকারি জবের জন্য পড়াশোনা শুরু করে, তাহলে সে অন্যদের তুলনায় সবদিক থেকে অনেক এগিয়ে থাকবে। বাস্তবেই, আজকালকার দিনে সচরাচর এমন খুবিই কম সংখ্যক ছেলে-মেয়েকে দেখা যায়।

মাধ্যমিক পাশে সরকারি কোন জবগুলো পাওয়া যায় ?

আজকে আমি আপনাদের সামনে পোষ্টের মাধ্যমে তুলে ধরবো যে, মাধ্যমিক পাশে কি কি সরকারি জব পাওয়া যায় ? তার আগে আমরা জেনে নেবো যে, সরকারি চাকরি বা জব কয় ধরনের হয় ?

সাধারণত আমরা জানি যে, সরকারি চাকরি দুই ধরনের হয়। যেমন-

১. কেন্দ্রীয় লেভেলের সরকারি চাকরি

২. রাজ্য লেভেলের সরকারি চাকরি

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আপনাদের সামনে কেন্দ্রীয় ও রাজ্য লেভেলের সরকারি সব চাকরি গুলি একসাথেই উপস্থাপন করবো। তাই চলুন দেখে নিই, যে কেন্দ্রীয় ও রাজ্য লেভেলের সরকারি চাকরিগুলি কি কি ?

১. গ্রামীন ডাক সেবক

২. কোলকাতা কনস্টেবল পুলিশ

৩. পশ্চিমবঙ্গের কনস্টেবল পুলিশ

৪. SSC GD কনস্টেবল

৫. ফুড সাব ইন্সপেক্টর

৬.   পোস্টম্যান মেল গার্ড বা পোস্ট ম্যান

৭. হাইকোর্ট ক্লার্ক

৮. রেলওয়ে গ্রুপ-D

৯. SSC মাল্টি টাস্কিং স্টাপ

১০. WBSSC গ্রুপ -C

১১. WBPSC ক্লার্কশিপ

১২. রেলওয়ে টিকিট কালেক্টর

১৩. মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসে মোটর ড্রাইভার

১৪. পঞ্চায়েতের চৌকিদার

১৫. কৃষি প্রযুক্তি সহায়ক

১৬. সেনাবাহিনীতে সোলজার

১৭. জিনিয়র কনস্টেবল

১৮. পরমানু কেন্দ্রে ট্রেনি টেকনিশিয়ান

১৯. কোস্টগার্ড কোক

২০. রাইফেল্ম্যান

  • আপনি কি এখনো পর্যন্ত জবের প্রস্তুত নিতে শুরু করেন নি ?
  • আপনি কি ভাবছেন জবের প্রস্তুত নিতে শুরু করবো ?

যদি এই দুটি প্রশ্নের উত্তর আপনার হ্যাঁ হয়।

তাহলে এই উপরক্ত জবগুলোর মধ্যে আপনি কোন জবটা করতে ইচ্ছুক, সেই জবটা বেঁছে নিয়ে তার সম্পর্কে যেমন- নিয়োগ প্রক্রিয়া কেমন, তার সিলেবাসটা কেমন, জবটার বেতন কেমন, জবটি আপনার জন্য উপযুক্ত কিনা ? এই সমস্ত খুঁটি নাটি জিনিস গুলো সম্পর্কে আপনি আগে ভালো মতো জেনে নিন দিয়ে সেই জব টি প্রস্তুত নিতে শুরু করুন। এতে আপনার পছন্দ মতো জবটি প্রস্তুত নিতে সুবিধা হবে।

Leave a Comment