- আপনি কি মাস্টার ডিগ্রি পাশ করেছেন?
- আপনি কি জানতে চাইছেন যে মাস্টার ডিগ্রি পাশে কি কি চাকরি পাওয়া যায়?
- আপনি কি মাস্টার ডিগ্রি পাশে সরকারি চাকরি খুঁজছেন?
যদি এই প্রশ্নগুলির উত্তর আপনার হ্যাঁ হয়। তাহলে পোষ্ট টি আপনার জন্য।
গ্র্যাজুয়েশন করার পর আমাদের মনে প্রশ্ন আসে যে, M.A. বা মাস্টার ডিগ্রি পাশে কি কি চাকরি পাওয়া যায়? কিন্তু কেউ যদি গ্র্যাজুয়েশন পাশ করার পরেই, যদি কোন সরকারি চাকরির জন্য পড়াশোনা শুরু করে, তাহলে সে মাস্টার ডিগ্রি শেষ করার আগে অন্যদের তুলনায় সে সরকারি চাকরি সম্পর্কে অনেকটাই এগিয়ে যাবে। বাস্তবে, কিন্তু এমনটা খুব কম ছেলে-মেয়েকে দেখা যায়।
M.A. বা মাস্টার ডিগ্রি পাশে সরকারি কোন জবগুলো পাওয়া যায়?
আজকে আপনাদের সামনে তুলে ধরবো যে, M.A. বা মাস্টার ডিগ্রি পাশে কি কি সরকারি চাকরি পাওয়া যায়?
M.A. বা মাস্টার ডিগ্রি পাশ করার পরে কেন্দ্রীয় ও রাজ্য লেভেলের সরকারি যেসব চাকরিগুলো পাওয়া যায় সেগুলি নিম্নে উল্লেখ করা হল
১) উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা (একাদশ ও দ্বাদশ ক্লাস)
২) কলেজের প্রফেসর
৩) ইউনিভার্সিটির অধ্যাপক
৪) ইউনিভার্সিটির ক্লাক
৫) B.ED কলেজের শিক্ষক
৬) B.D.O ও S.D.O অফিসার
৭) জয়েন্ট বিডিও অফিসার
৮) I.A.S ও I.P.S অফিসার
৯) পি.এস.সি ক্লার্ক
১০) SSC মাল্টি টাস্কিং স্টাপ
১১) কৃষি প্রযুক্তি সহায়ক
১২) অ্যাকাউন্ট্যান্ট অফিসার
১৩) ফরেস্ট অফিসার
১৪) অডিট অ্যান্ড অ্যাকাউন্টস
১৫) ব্যাঙ্কে অফিসার
১৬) স্টেশন মাস্টার
১৭) WBPSC ক্লার্কশিপ
১৮) WB SI পুলিশ
১৯) কলকাতা SI পুলিশ
২০) WBCS গ্রুপ-A,C,D অফিসার
২১) কালেক্টর অফিসার
২২) ডাটা এন্ট্রি অপারেটর অফিসার
বিঃদ্রঃ
আপনি যদি এখনো পর্যন্ত কোনো চাকরির জন্য প্রস্তুত শুরু করেননি, তাহলে এই উপরক্তি চাকরিগুলির মধ্যে আপনার যেটা করতে মন চাই, সেই চাকরিটা বেঁছে নিয়ে তার সম্পর্কে বিস্তারিত ভালো করে জেনে নিন, দিয়ে সেই চাকরিটির জন্য প্রস্তুত নিতে শুরু করুন।