প্রতিটি গৃহস্থলীর বাড়িতেই রান্নার এলপিজি গ্যাস সিলিন্ডার অপরিহার্য। তবে সিলিন্ডার না থাকলে যেমন অস্বস্তি, ঠিক তেমনই চিন্তার কারণ হয়ে দাঁড়ায় ভর্তুকি বা সাবসিডি নিয়ে। কারণ, কেন্দ্র সরকারের নতুন নিয়ম অনুযায়ী যারা এলপিজি সিলিন্ডারে ভর্তুকি পান, তাদের জন্য এবার বাধ্যতামূলকভাবে ই-কেওয়াইসি ভেরিফিকেশন করতে হবে। আর যদি তা না করা হয়, তাহলে ভর্তুকির টাকা বন্ধ হয়ে যাবে।
নতুন নিয়মে কী বলা হল?
দেশের প্রধান তিনটি তেল বিপণন সংস্থা ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম এবং ভারত পেট্রোলিয়ামে তরফ থেকে জানানো হয়েছে, এলপিজি গ্রাহকদের প্রতি বছর একবার করে অনলাইনের মাধ্যমে বায়োমেট্রিক আপডেট এবং আধার ভেরিফিকেশন করতে হবে। আর যদি তা না করা হয়, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর কোনওভাবেই ভর্তুকির টাকা জমা হবে না।
তবে না, কোনও চিন্তার কারণ নেই। ভর্তুকি না পেলেও গ্যাস সরবরাহ বন্ধ হবে না। শুধু নিজের টাকা দিয়ে আপনাকে আগের মতো সিলিন্ডার নিতে হবে। শুধুমাত্র সরকারের ভর্তুকির টাকা আর পাবেন না।
কীভাবে করবেন ই-কেওয়াইসি?
জানিয়ে রাখি, ই-কেওয়াইসি ভেরিফিকেশন প্রক্রিয়াটি এখন সহজ এবং অনলাইনের মাধ্যমে করা যায়। পাশাপাশি কোনওরকম টাকা লাগে না। আপনি নীচের যে কোনও একটি পদ্ধতিতেই এই ই-কেওয়াইসি করিয়ে নিতে পারবেন।
কোম্পানির মোবাইল অ্যাপের মাধ্যমে
আপনি ইন্ডিয়ান অয়েল, এইচপি বা BPCL-এর অফিসিয়াল অ্যাপ খুলুন। এরপর সেখানে আপনার নিবন্ধিত নম্বর বা গ্রাহক আইডি দিয়ে লগইন করুন। তারপর ই-কেওয়াইসি আপডেট অপশনটিকে বেছে নিয়ে সমস্ত তথ্য পূরণ করে আধার ভেরিফিকেশন সম্পন্ন করে নিন।
গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিসে গিয়ে
আপনি নিজের আধার কার্ড এবং রেজিস্টার্ড মোবাইল নম্বর নিকটস্থ কোনও গ্যাস ডিস্ট্রিবিউটরের কাছে নিয়ে যেতে পারেন। সেখানে গিয়ে বায়োমেট্রিক ভেরিফিকেশনের মাধ্যমে আপনার ই-কেওয়াইসি সম্পন্ন করতে পারবেন।
গ্যাস ডেলিভারি কর্মীর মাধ্যমে
আপনার বাড়িতে প্রতি মাসে যে সিলিন্ডার পৌঁছে দেন, তার কাছ থেকেও এই ই-কেওয়াইসি করে নিতে পারবেন। কারণ, তাদের কাছে আলাদা ভেরিফিকেশন অ্যাপ থাকে। আপনি শুধুমাত্র আধার কার্ড দেখালেই তারা ই-কেওয়াইসি করে দিতে পারবে। এছাড়া বিস্তারিত তথ্য জানার জন্য https://pmuy.gov.in/e-kyc.html ওয়েবসাইট ভিজিট করতে পারেন।
আরও পড়ুনঃ ২০০২ সালের না! ২০০৩ সালের তালিকা দিয়ে হচ্ছে SIR, ক্ষোভ উগড়ালেন অভিষেক
কেন জরুরী ই-কেওয়াইসি?
বলে রাখি, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় কেন্দ্র সরকার গ্রাহকদের প্রতি সিলিন্ডার পিছু ভর্তুকি দিয়ে থাকে। আর বছরে সর্বাধিক নয়টি সিলিন্ডারে এই ভর্তুকি মেলে। তবে যদি কারো এই ই-কেওয়াইসি আপডেট না করা থাকে, তাহলে সে আর অষ্টম ও নবম সিলিন্ডারের জন্য ভর্তুকি পাবে না।
কমিশন যেমনটা জানিয়েছে, আপনি যদি ৩১ মার্চের মধ্যে ই-কেওয়াইসি সম্পন্ন করে থাকেন, তাহলে সেই আটকে থাকা ভর্তুকির টাকা পরবর্তী সময় আবার রিফান্ড হয়ে যাবে। কিন্তু সময় পেরিয়ে গেলে আর ভর্তুকির টাকা পাবেন না। তাই অবশ্যই যদি ই-কেওয়াইসি না করে থাকেন, তাহলে এখনই তা সম্পন্ন করে নিন।
