LPG Gas Price: ৩০০ টাকা কমে মিলছে রান্নার গ্যাস সিলিন্ডার! কোন শহরে কত দাম দেখুন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

দেশজুড়ে বহুদিন হয়ে গেল রান্নার গ্যাসের দাম কমছেও না, বাড়ছেও না। তবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় থাকা পরিবারের জন্য এবার বিরাট স্বস্তির খবর। কারণ, কেন্দ্র সরকার ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারে ৩০০ টাকা পর্যন্ত ভর্তুকি দিচ্ছে। অর্থাৎ, তালিকাভুক্ত উপভোক্তারা আগের তুলনায় এবার ৩০০ টাকা কম দামে সিলিন্ডার কিনতে পারবে।

ভর্তুকির পর নতুন সিলিন্ডারের দাম কত?

বলাবাহুল্য, ভর্তুকি যুক্ত হওয়ার পর বিভিন্ন শহরে এলপিজি সিলিন্ডারের দাম অনেকটাই কমে যাচ্ছে। নীচে বেশ কয়েকটি বড় শহরে ভর্তুকির পরের দাম তুলে ধরা হল— 

  • কলকাতায় ভর্তুকির পর দাম দাঁড়াচ্ছে মাত্র ৫৭৯ টাকা। 
  • লখনৌতে দাম দাঁড়াচ্ছে ৫৯০ টাকা। 
  • গাজিয়াবাদে দাম দাঁড়াচ্ছে ৫৫০ টাকা।
  • দিল্লিতে দাম দাঁড়াচ্ছে ৫৫৩ টাকা।
  • মুম্বাইতে দাম দাঁড়াচ্ছে ৫৫২ টাকা। 
  • গুঁরগাওতে দাম দাঁড়াচ্ছে ৫৬১ টাকা। 

বছরে কতগুলি সিলিন্ডারে মিলবে ভর্তুকি?

কেন্দ্র সরকারে স্পষ্ট জানিয়েছে, বছরে ৯টি সিলিন্ডারে একমাত্র ৩০০ টাকা করে ভর্তুকি পাওয়া যাবে। আগে ১২টি ২০০ টাকা করে ভর্তুকি দেওয়া হত। তবে ভর্তুকির পরিমাণ বাড়ানো হলেও সংখ্যা অনেকটাই কমানো হয়েছে। তবে সিলিন্ডার ক্রয় করার সময় গ্রাহককে সম্পূর্ণ মূল্য দিতে হবে। কিন্তু কয়েক দিনের মধ্যেই ভর্তুকির টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে।

উল্লেখ্য, সরকারের এক রিপোর্ট অনুযায়ী, দেশে ১২ কোটির বেশি পরিবার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় রয়েছে। আর এর মধ্যে শুধুমাত্র উত্তরপ্রদেশেই উপভোক্তার সংখ্যা দাঁড়িয়েছে ১.৭৫ কোটি।

বিভিন্ন শহরে ১৪.২ কাছে এলপিজি সিলিন্ডারের বর্তমান দাম

  • কলকাতায় এখন এই সিলিন্ডারের দাম ৮৭৯ টাকা, 
  • দিল্লিতে সিলিন্ডারের দাম ৮৫৩ টাকা, 
  • মুম্বাইতে এই সিলিন্ডারের দাম ৮৫২.৫০ টাকা, 
  • বেঙ্গালুরুতে এই সিলিন্ডারের দাম ৮৫৫.৫০ টাকা, 
  • চন্ডিগড়ে এই সিলিন্ডারের দাম ৮৬২.৫০ টাকা, 
  • পাটনাতে এই সিলিন্ডারের দাম ৯৪২.৫০ টাকা, 
  • চেন্নাইতে এই সিলিন্ডারের দাম ৮৬৮.৫০ টাকা, 
  • নয়ডাতে দাম দাঁড়িয়েছে ৮৫০.৫০ টাকা, 
  • হায়দ্রাবাদে এই সিলিন্ডারের দাম ৯০৫ টাকা, 
  • লখনউতে এই সিলিন্ডারের দাম ৮৯০.৫০ টাকা।

আরও পড়ুনঃ মাসের ৭ তারিখের মধ্যেই ঢুকবে বেতন! শ্রমিকদের জন্য আসলো নতুন লেবার কার্ড

দেশের বিভিন্ন শহরে কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম 

এদিকে দেশের প্রধান চারটি মেট্রো শহর কমার্শিয়াল গ্যাস বিক্রি হচ্ছে—

  • কলকাতায় ১৯১১ টাকা প্রতি সিলিন্ডার,
  • দিল্লিতে সিলিন্ডার প্রতি ১৮০২ টাকা,
  • মুম্বাইতে সিলিন্ডারের প্রতি ১৭৫৪.৫০ টাকা, 
  • চেন্নাইতে এই সিলিন্ডার বিক্রি হচ্ছে ১৯৬৪ টাকায়।

Leave a Comment