Election Result 2024 Live: টিভির আগেই দেখুন ভোটের রেজাল্ট, মোবাইল থেকে এইভাবে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বহু প্রতীক্ষিত ২০২৪ লোকসভা ভোটের রেজাল্ট আজ অর্থাৎ 4 জুন প্রকাশিত হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি, এবারকার লোকসভা নির্বাচন মোট ৭ টি দফায় সম্পন্ন হয়েছে। প্রথম দফার ভোট হয়েছিল ১৯শে এপ্রিল এবং শেষ অর্থাৎ সপ্তম দফার ভোট হয়েছে ১ জুন। 

আজকের প্রতিবেদনে আমরা জানাবো কিভাবে আপনি অনলাইনে ভোটের রেজাল্ট দেখতে পারবেন সেই সম্পর্কে। এইভাবে আপনি টিভিতে দেখানো ভোটের খবরের আগেও ভোটের রেজাল্ট দেখতে পারেন।

শুধু তাই নয়, যে কোন রাজ্যের যেকোনো লোকসভা কেন্দ্রের ভোটের রেজাল্ট ও দেখতে পারবেন। কোন লোকসভা কেন্দ্রের কোন দলের এবং কোন প্রার্থী এগিয়ে বা পিছিয়ে রয়েছে সেটিও দেখে নিতে পারবেন। 

ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে সবথেকে আগে এবং নিখুঁত তথ্য প্রকাশিত হয়। সেখানেই আপনি কিভাবে লোকসভা ভোটের লাইভ রেজাল্ট দেখতে পারবেন তা নিচে আমরা বিস্তারিত জানাচ্ছি। 

লোকসভা ভোটের রেজাল্ট 2024 Live দেখার প্রক্রিয়া

(1) ২০২৪ এর লোকসভা ভোটের রেজাল্ট দেখার জন্য প্রথমেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ (ECI) এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

(2) ECI এর অফিসিয়াল ওয়েবসাইট খুললেই “General Election Results 2024” লেখা দেখা যাবে। এই লেখার উপর ক্লিক করবেন। 

(3) তারপর নতুন পেজ ওপেন হলে “Parliamentary Constituencies 543” লেখা দেখা যাবে, ওই লেখার উপরে ক্লিক করতে হবে। 

(4) এরপর আপনাকে “Select State Wise” লেখার উপরে ক্লিক করে রাজ্য (West Bengal) সিলেক্ট করতে হবে। 

(5) তারপর “Select Constituency” লেখার উপরে ক্লিক করে আপনার লোকসভা কেন্দ্র সিলেক্ট করবেন। 

(6) এরপরেই আপনার লোকসভা কেন্দ্রের কোন দলের কোন প্রার্থী কত ভোটে এগিয়ে বা পিছিয়ে রয়েছেন তা দেখতে পারবেন। 

ঠিক একই পদ্ধতিতে আপনি চাইলে ভারতের যেকোনো রাজ্যের যেকোনো কেন্দ্রের ভোটের রেজাল্ট এই একই পদ্ধতিতে দেখতে পারবেন। 

লোকসভা ভোটের রেজাল্ট: Live দেখুন (পশ্চিমবঙ্গের)

ECI Official Website: Visit Now & See Result

Leave a Comment