প্রধানমন্ত্রী মোদী চালু করল LIC বীমা সখি যোজনা, প্রত্যেক মহিলা মাসে ৭০০০ টাকা পাবে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে এবং মহিলাদের আর্থিকভাবে ক্ষমতায়ন করতে প্রধানমন্ত্রী চালু করল “LIC বীমা সখি যোজনা”। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে এই প্রকল্পের শুভ সূচনা ঘটল। তিন বছরের মধ্যেই ২ লক্ষ মহিলা এজেন্ট নিয়োগ করা হবে এই প্রকল্পে। 

বীমা সখি যোজনা কী?

বীমা সখি যোজনা হল ভারতের লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন বা LIC-এর একটি বিশেষ উদ্যোগ। এই প্রকল্পের অধীনে মহিলাদের বীমা এজেন্ট হিসেবে নিয়োগ করা হবে, যাতে তারা আর্থিকভাবে সুরক্ষিত হতে পারে ও বীমা সম্পর্কিত সচেতন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

আবেদন করার জন্য যোগ্যতা 

LIC বীমা সখি যোজনায় আবেদন করতে হলে আবেদনকারীকে কিছু যোগ্যতা পূরণ করতে হবে। সেগুলি হল-

  • আবেদনকারী মহিলাকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে, 
  • আবেদনকারীর সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ৭০ বছর পর্যন্ত, 
  • এছাড়া প্রথম তিন বছর মহিলাদের আর্থিক সচেতনতা এবং বীমা সম্পর্কিত জ্ঞান দেওয়ার জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।

মাসিক বেতন ও সুবিধা 

LIC বীমা সখি যোজনার আওতায়-

  • প্রথম বছরে প্রতি মাসে ৭০০০/- টাকা করে আর্থিক সহায়তা করা হবে।
  • দ্বিতীয় বছরে প্রতি মাসে ৬০০০/- টাকা করে আর্থিক সহায়তা করা হবে। 
  • তৃতীয় বছরে প্রতি মাসে ৫০০০/- টাকা করে আর্থিক সহায়তা করা হবে।
  • এছাড়াও LIC বীমা সখি যোজনার আয়তায় মহিলারা কমিশনের সুবিধা পাবেন। 

প্রশিক্ষণ শেষে মহিলারা LIC এজেন্ট হিসেবে কাজ করতে পারবেন। যারা স্নাতক ডিগ্রী অর্জনকারী তারা ভবিষ্যতে LIC-এর ডেভেলপমেন্ট অফিসার পদেও সুযোগ পেতে পারেন। 

প্রকল্পের উদ্দেশ্য ও লক্ষ্য 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, বিমা সখী যোজনার মূল উদ্দেশ্য হল, সবার জন্য বীমা নিশ্চিত করা। মহিলাদের কর্মসংস্থান এবং আর্থিক ক্ষমতায়নের লক্ষ্যে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বর্তমানে দেশে ১.৫ কোটি মহিলা “লক্ষ্মী দিদি” হিসাবে আত্মনির্ভর হয়ে আছেন। আগামী দিনে এই সংখ্যাকে ৩ কোঠিতে পৌঁছানোর লক্ষ্য নেওয়া হয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও পড়ুন: বাড়িতে এবার সম্পূর্ণ বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা মিলবে, এখনই প্রধানমন্ত্রীর এই প্রকল্পে আবেদন করুন

সম্প্রতি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী মহারানা প্রতাপ হর্টিকালচারাল ইউনিভার্সিটি, কর্নালের মূল ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ৭০০ কোটির বেশি ব্যয় এই প্রকল্পটি স্থাপিত হবে। 

মহিলাদের আর্থিক স্বাবলম্বিতা অর্জনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে LIC বীমা সখি যোজনা। এই প্রকল্পের মাধ্যমে মহিলারা শুধু কর্মসংস্থান পাবেন না, বরং বীমা শিল্পে নতুন দিশা তৈরি করবেন। LIC-এর এই উদ্যোগ ভারতীয় বীমার ক্ষেত্রে বিস্তার এবং মহিলাদের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

Leave a Comment