আর কয়েক দিনের মধ্যে দেশের সাধারণ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দেবে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই দেশের শাসক দল বিজেপি তাদের প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। এমন সময় সম্পূর্ণ অন্য একটা কারণে সুখের সাগরে ভাসছে বাংলার মহিলারা। কারণ মে মাস থেকে আরো বেশি লক্ষ্মীর ভান্ডার লাভ হবে তাদের।
দিল্লির মসনদ দখলের লড়াইয়ে নামার আগেই বাংলার মা-বোনেদের মুখে হাসি ফুটিয়েছে রাজ্য সরকার। সবাইকে চমকে দিয়ে বেড়েছে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের পরিমাণ।
রাজ্য বাজেটে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই ‘সুপারহিট’ সামাজিক প্রকল্পের অনুদান বৃদ্ধির কথা ঘোষণা করেছেন। এর ফলে সাধারণ শ্রেণির মহিলাদের (general cast) ভাতা ৫০০ টাকা থেকে বেড়ে ১,০০০ টাকা হয়েছে। আর তপশিলি জাতি ও তপশিলি উপজাতি মহিলাদের (SC ও ST) ১,০০০ টাকা থেকে ভাতা বেড়ে করা হয়েছে ১,২০০ টাকা। এর ফলে বাংলার ২ কোটির বেশি মহিলা উপকৃত হবেন।
SC ও ST শ্রেনির মহিলাদের কাছে কাস্ট সার্টিফিকেট থাকলে তবেই তারা লক্ষ্মীর ভান্ডারে প্রতি মাসে ১২০০ টাকা পাবেন।
অনেকদিন ধরেই লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি নিয়ে জল্পনা চলছিল। মাসখানেক আগে এই বিষয়ে জল্পনা প্রশাসনের পক্ষ থেকে খারিজ করেও দেওয়া হয়। এদিকে দুর্নীতি ইস্যুতে রাজ্য সরকারের ভাবমূর্তি বেশ কিছুটা খারাপ হয়েছে। তাই লোকসভা নির্বাচনের আগে কোনও একটা ধামাকা দরকার ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। আর সেটাই এল লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির ঘটনার মধ্য দিয়ে। এর জন্য এবারের বাজেটে অতিরিক্ত ১,২০০ কোটি টাকা লক্ষ্মীর ভাণ্ডার খাতে বরাদ্দ করা হয়েছে।
লক্ষ্মীর ভাণ্ডারের এই বর্ধিত ভাতা এপ্রিল মাস থেকে কার্যকরী হবে, যা মে মাস থেকে হাতে পাবেন বাংলার মহিলারা। উল্লেখ্য ২৫ থেকে ৬০ বছর বয়সী বাংলার মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা পেয়ে থাকেন। ২০২১ সালে এই প্রকল্প চালু হয়েছিল। ক্রমশ এর উপভোক্তার সংখ্যা বেড়েছে। অবশেষে আড়াই বছর প্রকল্পটি চলার পর লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান দ্বিগুণ করেছে রাজ্য সরকার।
এদিকে লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে বার্ধক্য ভাতাকেও দুর্দান্তভাবে জুড়ে দিয়েছে মমতা সরকার। এখন থেকে বাংলার লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের বয়স ৬০ বছর হলেই তাঁদের নাম স্বয়ংক্রিয় পদ্ধতিতে বার্ধক্য ভাতার তালিকাভুক্ত হয়ে যাবে। এর জন্য আলাদা করে আবেদন করতে হবে না। তবে বৃহস্পতিবারের বাজেটের পর লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির বিষয়টিই সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের এই প্রসঙ্গে মন্তব্য, গ্রাম বাংলা বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত সমর্থনভূমি। নানান বিতর্কে সেখানে অল্পবিস্তার ফাটলের রেখা দেখা গেলেও লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি এক দুর্দান্ত মাস্টার স্ট্রোক হতে পারে।
যাবতীয় বিতর্ক, ক্ষত মুছে আবার গ্রামের মানুষের সমর্থন পেতে পারে বাংলার শাসক দল তৃণমূল। এদিকে বাজেটে ভাতা বৃদ্ধির খবর শুনে বিভিন্ন জায়গায় উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান প্রাপকদের।
🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
🔥 এগুলিও পড়ুন 👇👇
👉 লক্ষ্মীর ভাণ্ডারের বাড়তি টাকা এই মাসে কি ঢুকবে? আসল বিষয়টি জেনে নিন
👉 যা হবে লোকসভা ভোটের পর! এটা হলে কেন্দ্রীয় কর্মচারীদেরই সুবিধা
👉 ১ লাখ বা ২ লাখ টাকা না! পোস্ট অফিসের এই স্কিমে আরো বেশি টাকা পাবেন
👉 ব্যাঙ্ক থেকে ধীরে ধীরে টাকা উধাও হয়ে যাবে! কোন ব্যাঙ্কে কত টাকা রাখতে হবে জানেন কি?
👉 তিন নম্বরে উঠে আসবে ভারত, এবার চিনের ঘুম যাওয়ার পালা