জুন মাস তো শুরু হলো! লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কত তারিখে ঢুকবে? এইভাবে চেক করুন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

জুন মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকা দিতে দেরি হল না। লোকসভা নির্বাচনকে সামনে রেখে গ্রাহকদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে একটুও দেরি করছে না সরকার। ট্রান্সফার হতে শুরু করেছে ২ এপ্রিল, রবিবার থেকেই। আগামী ৭-৮ দিনের মধ্যের মধ্যেই এই টাকা ট্রান্সফারের প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।

আগামী ৪ জুন প্রধানমন্ত্রী নির্বাচনের রেজাল্ট বেরোনোর আগেই অধিকাংশ মানুষের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে অনুদানের টাকা। যদিও বেশ কিছু উপভোক্তাকে এই সুবিধাভোগীর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এইবার টাকা পেলেও পরের বার আপনার জন্য বরাদ্দ টাকাটা পাবেন কিনা, তা জেনে নেওয়া নিয়ম দেখে নিন নিম্নলিখিত প্রতিবেদন পড়েই।

আপনি লক্ষ্মীর ভান্ডারের টাকা কবে পাবেন, জানবেন কীভাবে?

লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস চেক করেই জেনে নিতে পারবেন যে কবে ঢুকবে টাকা। আপনি ব্যাঙ্কের পাসবুক আপডেট করেও অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ট্রান্সফার করা হয়েছে কিনা, তা জানতে পারবেন। আর তা না হলে স্ট্যাটাস চেক করার পদ্ধতি রইল নিম্নলিখিত-

ধাপ 1: লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ওয়েবসাইট ভিজিট করুন।

ধাপ 2: আপনার আবেদন আইডি, মোবাইল নম্বর, আধার নম্বর বা স্বাস্থ্য সাথী নম্বর লিখুন।

ধাপ 3: প্রদত্ত ক্যাপচা কোড লিখুন এবং ‘Search’এ ক্লিক করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ধাপ 4: এবার আপনার লক্ষ্মীর ভাণ্ডার মাসিক পেমেন্ট স্ট্যাটাসের বিশদ বিবরণ স্ক্রিনে প্রদর্শিত হবে।

কারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবে না?

1) আবেদনকারী পশ্চিমবঙ্গে বসবাসকারী মহিলা নন।

2) আবেদনকারীর বয়স 25 থেকে 60 বছরের মধ্যে নয়।

3) আবেদনকারীর পরিবার পশ্চিমবঙ্গের ‘স্বাস্থ্য সাথী’ প্রকল্পের অধীনে তালিকাভুক্ত নয়।

4) আবেদনকারীর পরিবারের কোনও একজন কেন্দ্রীয় বা রাজ্য সরকার কিংবা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের অধীনে, নিয়মিত বেতন বা পেনশন প্রাপ্ত স্থায়ী বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী।

আরো পড়ুন: সরকারি রেশনের সুবিধা আর পাবেন না! বাড়িতে যদি এইসব জিনিস থাকে

টাকার পরিমাণ বাড়ানো হয়েছে

কারণ, 2024-25 সালের বাজেটে, পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে যে এসসি বা এসটি ব্যতীত যে কোনও শ্রেণীর মহিলারা বর্ধিত পরিমাণে আর্থিক সহায়তা পাবে।

SC এবং ST শ্রেণীর অন্তর্গত পরিবারের মহিলা – প্রতি মাসে 1,200 টাকা।

জেনারেল বিভাগের অন্তর্গত পরিবারের মহিলা – প্রতি মাসে 1,000 টাকা।

লক্ষ্মীর ভাণ্ডার হেল্পলাইন নম্বর

যদি আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিষয়ে কোনও প্রশ্ন থাকে বা অভিযোগ জানানোর থাকে, তাহলে এই হেল্পলাইন নম্বরে কল করুন – 033-22143526। এছাড়াও আপনি এই মেইল ​​আইডিতে মেইল ​​করতে পারেন – [email protected]

Leave a Comment