লক্ষ্মীর ভান্ডারের এপ্রিল মাসের টাকা এপ্রিলেই দিয়ে দিয়েছে রাজ্য সরকার। এবার ঢুকতে শুরু করবে মে মাসের টাকাও। জানা গিয়েছে 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে, অর্থাৎ মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই আপনার একাউন্টে ঢুকবে কড়কড়ে 1000 থেকে 1200 টাকা।
সাধারণ মহিলাদের 1,000 টাকা এবং তফসিলি জাতি মহিলাদের 1,200 টাকা দেওয়া হচ্ছে। উল্লেখ্য, বিধানসভায় বাজেটে এই প্রস্তাব পেশ করেছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সরকারের তথ্যমতে, 2 কোটি 11 লাখ নারী এই সুবিধা পাচ্ছেন। এছাড়াও, পরিবারে যত মহিলাই থাকুক না কেন, যদি তারা লক্ষ্মী ভান্ডার পাওয়ার সমস্ত শর্ত পূরণ করে, তবে প্রত্যেকেই সংশ্লিষ্ট প্রকল্পের সুবিধা পেতে পারেন।
কারা পাবেন মে মাসের টাকা?
2021 সালের বিধানসভা নির্বাচনের আগে ফেব্রুয়ারিতে চালু করা হয়েছিল লক্ষ্মীর ভান্ডার। এখন লোকসভা নির্বাচনের আগে KYC ঝামেলা না থাকলে সকলের একাউন্টের ঢুকবে টাকা। মূলত শর্ত অনুযায়ী, এই প্রকল্পের অধীনে, রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী মহিলারা রাজ্য সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা পাবেন। রাজ্যে বসবাসকারী পরিবারের যে কোনও মহিলা সদস্য এই সুবিধা পেতেই পারেন।
আরো পড়ুনঃ ভোটের মধ্যে সরকারি কর্মীদের চাপ বেড়ে গেল, এমনটা হবে কেউ ভাবেনি
লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকলো কিনা কীভাবে চেক করবেন?
ধাপ 1) অফিসিয়াল ওয়েবসাইট https://socialsecurity.wb.gov.in/ ভিজিট করুন।
ধাপ 2) নীচে স্ক্রোল করে “Track Application Status” এ ক্লিক করুন।
ধাপ 3) এবার একটি নতুন পেজ খুলুন এবং বক্সে অ্যাপ্লিকেশন আইডি বা মোবাইল নম্বর বা স্বাস্থ্য সাথী কার্ড নম্বর বা আধার নম্বর লিখুন।
ধাপ 4) ক্যাপচা লিখে Search বিকল্পে ক্লিক করুন।
ধাপ 5) এবার আপনার লক্ষ্মীর ভান্ডার পেমেন্ট স্ট্যাটাস দেখার সময় এই স্কিমে NAME, BENEFICIARY ID, APPLICATION ID দেখতে পারবেন।
আরো পড়ুনঃ এইভাবে মানুষ ঠকানো আর চলবে না! ব্যাঙ্কগুলিকে সাফ জানিয়ে দিল RBI
ধাপ 6) পেমেন্ট স্ট্যাটাস চেক করতে আপনার নামের উপর ক্লিক করুন এবং তারপরেই আপনার চোখের সামনে ভেসে উঠবে লক্ষ্মীর ভান্ডারের মোট পেমেন্ট স্ট্যাটাস।
ধাপ 7) আবেদনকারীর অ্যাকাউন্টের সমস্ত বিবরণ স্ট্যাটাসে পাওয়া যায়।