ডিসেম্বর মাস থেকে বন্ধ হচ্ছে লক্ষীর ভান্ডার, টাকা পেতে এখনই এই কাজটি করুন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পশ্চিমবঙ্গ সরকারের একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা প্রতিমাসে আর্থিক সহায়তা পান। তবে সম্প্রতি কিছু এলাকায় এই ভাতা বন্ধ হওয়ার অভিযোগ উঠেছে, যা নিয়ে চিন্তিত রাজ্যের মহিলারা। 

তমলুকে ভাতা বন্ধের অভিযোগ

তমলুকের বেশ কিছু মহিলারা অভিযোগ করেছেন, তারা সম্প্রতি লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছে না। শুধু তমলুক নয়, ডিসেম্বর মাস থেকে রাজ্যের আরও কয়েকটি জেলার মহিলারাও এই ভাতা থেকে বঞ্চিত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এই ভাতা থেকে বঞ্চিত হওয়ার পেছনে একটি কারণ রয়েছে। সেই কারণ সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক। 

কেন বন্ধ হতে পারে ভাতের টাকা?

সরকারি নির্দেশিকা অনুযায়ী উপভোক্তাদের আধার কার্ড বাধ্যতামূলক ব্যাংক একাউন্টের সঙ্গে লিংক করতেই হবে। তা নাহলে এই প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাবে। 

যে সমস্ত মহিলারা এখন তাদের ব্যাংক একাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করেননি, তারা ভাতার টাকায় সমস্যায় পড়তে পারেন।

বিশেষ করে পুরনো ব্যাংক একাউন্ট থাকলে দ্রুত এই কাজ সম্পন্ন করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কিভাবে করবেন আধার লিঙ্ক?

ব্যাংক একাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার জন্য আপনার নিকটবর্তী ব্যাংকের শাখায় গিয়ে আধার লিঙ্ক করার KYC (Know Your Customer) ফর্ম সংগ্রহ করুন। এরপর ফরমটি নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করে তার সঙ্গে আধার কার্ডের জেরক্স এবং ব্যাংকের পাসবুকের প্রথম পাতা জেরক্স জমা করুন। কয়েকদিনের মধ্যেই স্বয়ংক্রিয়ভাবে আপনার ব্যাংক একাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে। 

লক্ষীর ভান্ডার প্রকল্পে নতুন উপভোক্তা 

কিছু এলাকায় ভাতা বন্ধ হওয়ার সম্ভাবনা থাকলেও রাজ্য সরকার সম্প্রতি ঘোষণা করেছে, ডিসেম্বর মাস থেকে আরো ৫ লক্ষ ৭ হাজার মহিলাকে লক্ষীর ভান্ডার প্রকল্পে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

এর ফলে রাজ্যে মোট ২ কোটি ২১ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন। প্রতিমাসে লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য রাজ্য সরকারের এবার থেকে মোট ব্যয় হবে ৬২৫ কোটি ২০ লক্ষ টাকা। 

যদি আপনি লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী হন, তাহলে দ্রুত আপনার আধার কার্ড ব্যাংক একাউন্টের সঙ্গে লিংক করিয়ে নিন। এতে ভবিষ্যতে কোন রকম ভাতা বন্ধ হওয়ার সম্ভাবনা এড়ানো যাবে।

এছাড়া নতুন উপভোক্তদের অন্তর্ভুক্তির মাধ্যমে রাজ্য সরকার মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার চেষ্টা করছে। তাই ভাতা পেতে হলে এখনই ব্যাংক একাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করুন।

Leave a Comment