Krishak Bandhu Taka: এই মাসে ঢুকবে কৃষক বন্ধুর টাকা, না ঢুকলে কল করবেন এই নম্বরে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Krishak Bandhu Payment Status 2024: পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে চালু হওয়া কৃষক বন্ধু প্রকল্প কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ scheme বা প্রকল্প। এই প্রকল্পের অধীনে কৃষকরা প্রতি মৌসুমে আর্থিক সাহায্য পেয়ে থাকেন সরকারের তরফ থেকে। কৃষকরা তাঁদের ব্যাংক একাউন্টে প্রতি একর জমির জন্য ১০,০০০ টাকা পান এই প্রকল্পের মাধ্যমে।

২০২৪ সালে এই কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা কবে ঢুকবে সেই সংক্রান্ত সমস্ত বিষয় এবং কৃষক বন্ধু পেমেন্ট স্ট্যাটাস কিভাবে চেক করবেন সেই সংক্রান্ত বিষয় আজকের এই প্রতিবেদনে তুলে ধরা হলো।

কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা

কৃষক বন্ধু প্রকল্পের মূল উদ্দেশ্য হলো কৃষকদের চাষবাসের জন্য আর্থিক সহায়তা প্রদান করা। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ২০১৯ সালে এই প্রকল্পের উদ্বোধন করা হয়। এই পর্যন্ত বহু কৃষক এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন।

বছরের কোন কোন মাসে কৃষক বন্ধুর টাকা দেওয়া হয়?

এই প্রকল্পে মূলত বছরে দুবার টাকা দেওয়া হয়। খরিফ মৌসুম এবং রবি মৌসুমের সময় এই প্রকল্পের টাকা কৃষকরা তাঁদের ব্যাঙ্ক একাউন্টে পেয়ে থাকে। কোন মৌসুমের কোন সময় এই প্রকল্পের টাকা প্রদান করা হয় তা নীচে আলোচনা করা হল-

  • খরিফ মৌসুম- খরিফ মৌসুমের সময়সীমা সাধারণত বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং খরিফ মৌসুমের অর্থ প্রদান করা হয় সাধারণত জুন মাসে।
  • রবি মৌসুম- রবি মৌসুমের সময়সীমা সাধারণত বছরের অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত এবং রবি মৌসুমের অর্থ প্রদান করা হয় ডিসেম্বর মাসে।

কিভাবে কৃষক বন্ধু পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন?

আপনারা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমেই খুব সহজেই এখন কৃষক বন্ধু পেমেন্ট স্ট্যাটাস চেক করতে পারবেন। কৃষক বন্ধু পেমেন্ট স্ট্যাটাস আধার কার্ডের মাধ্যমে, ভোটার কার্ডের মাধ্যমে, ব্যাঙ্ক একাউন্ট এর মাধ্যমে চেক করা যায়।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আধার কার্ডের মাধ্যমে চেক করতে হলে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-

  1. সর্বপ্রথম কৃষক বন্ধু অফিসিয়াল ওয়েবসাইটে (krishakbandhu.net) ভিজিট করতে হবে।
  2. এরপর আপনাকে “নথিভুক্ত কৃষকের তথ্য” অপশন নির্বাচন করতে হবে।
  3. এরপর আপনাকে “আধার কার্ড” অপশন নির্বাচন করতে হবে।
  4. তারপর আপনি আপনার আধার নম্বর সঠিকভাবে এন্টার করে সার্চ অপশনে ক্লিক করলে আপনার পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাবেন।

ভোটার কার্ডের মাধ্যমে চেক করতে হলে নিম্নলিখিত ধাপগুলি আপনাকে অনুসরণ করতে হবে-

  1. সর্বপ্রথম কৃষক বন্ধু অফিসিয়াল ওয়েবসাইটে (krishakbandhu.net) ভিজিট করতে হবে।
  2. এরপর আপনাকে “নথিভুক্ত কৃষকের তথ্য” অপশন নির্বাচন করতে হবে।
  3. এরপর আপনাকে “ভোটার কার্ড” অপশন নির্বাচন করতে হবে।
  4. তারপর আপনার ভোটার আইডি নম্বর সঠিকভাবে এন্টার করে সার্চ অপশনে ক্লিক করলে আপনার পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাবেন।

একইভাবে আপনারা ব্যাঙ্ক একাউন্ট এর মাধ্যমেও আপনার পেমেন্ট স্ট্যাটাস চেক করতে পারবেন।

কবে নাগাদ পেমেন্ট ঢুকবে?

সাধারণত ডিসেম্বর মাসে রবি সিজনের টাকা কৃষক বন্ধুরা তাদের ব্যাঙ্ক একাউন্টে পেয়ে থাকেন। ২০২২ এবং ২০২৩ অর্থবর্ষে ডিসেম্বর মাসে কৃষকরা তাদের ব্যাঙ্ক একাউন্টে এই প্রকল্পের টাকা পেয়েছেন।

এবারও আশা করা যাচ্ছে ২০২৪ সালে রবি সিজনের টাকা আগামী ডিসেম্বর মাসেই কৃষক বন্ধুরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তবে নির্দিষ্ট তারিখ এখনো সরকারিভাবে ঘোষণা হয়নি।

আরও পড়ুন: সুবিধা বোঝানো হচ্ছে স্মার্ট মিটারের, বাড়িতে কারেন্ট থাকলেই জানুন

কিছু গুরুত্বপূর্ণ তথ্য-

1) যাদের কৃষক বন্ধু পেমেন্ট স্ট্যাটাসে “Delete Farmer/ No Data Found” দেখাচ্ছে সেই সমস্ত কৃষকদের আবার নতুন করে আবেদন করতে হবে।

2) কৃষক বন্ধু পেমেন্ট নেওয়ার জন্য আপনাকে প্রতি ছয় মাস অন্তর E-KYC আপডেট করতে হবে, নাহলে পেমেন্ট না ঢোকার সম্ভাবনা থাকে।

 কৃষক বন্ধু হেল্পলাইন নম্বর

এছাড়াও কোন সমস্যার জন্য হেল্প লাইন নম্বর- 8336957370 / 6291720406 (ফোন করার সময় সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত)

Leave a Comment