কৃষকদের কল্যাণ সাধনের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্র সরকার সর্বদাই তৎপর। রাজ্য সরকারের যেমন কৃষক বন্ধু প্রকল্প রয়েছে তেমনি কেন্দ্র সরকারের রয়েছে পি এম কিষাণ (Krishak Bandhu) প্রকল্প।
পিএম কিষানের টাকা গত ১৮ জুনেই অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। আপনিও যদি এই প্রকল্পের অধীনে আগেই আবেদন করে থাকেন তবে টাকা পেয়েছেন কিনা একবার চেক করে নেবেন। কীভাবে চেক করবেন তা নিচে বিস্তারিত জানানো হয়েছে।
কৃষক বন্ধু প্রকল্পের দুই ধরনের সুবিধা
১) বার্ষিক আর্থিক সহায়তা
ছোট ও প্রান্তিক কৃষকরা যাদের ১ একর বা তার কম জমি রয়েছে,তারা প্রতিবছর ৫০০০ টাকা করে পান। যাদের এক একরের বেশি জমি রয়েছে অর্থাৎ বৃহত্তর কৃষকরা প্রতিবছর ১০,০০০ টাকা করে পেয়ে থাকেন।
২) জীবন বিমা কভারেজ
১৮ থেকে ৬০ বছরের মধ্যে কোন কৃষক মারা গেলে তার পরিবার ২০০,০০০ টাকা পর্যন্ত বীমা কভারেজ পাবেন।
কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকল কিনা তা জানার জন্য স্ট্যাটাস চেক করতে হবে, এরজন্য আপনাকে নিম্নলিখিত কতগুলি স্টেপ ফলো করতে হবে-
কৃষক বন্ধুর টাকা ঢুকল কিনা তার স্ট্যাটাস চেক
১) প্রথমেই আপনাকে রাজ্য সরকারের কৃষি বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট https://matirkatha.net/ – গিয়ে ক্লিক করতে হবে।
২) এই ওয়েবসাইটে ক্লিক করার পর “Krishak Bandhu” প্রকল্পের লিঙ্কে যান ও আপনার লগইন আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। আপনি যদি নতুন ব্যবহারকারী হন,তাহলে প্রথমে একাউন্টটি খুলতে হবে আপনাকে।
৩) পাসওয়ার্ড দিয়ে লগইন করার পর ‘Application Status’ এ গিয়ে আপনার আবেদন নম্বর বা অন্যান্য প্রয়োজনীয় তথ্য প্রদান করে স্ট্যাটাস চেক করুন।
যদি আপনি অনলাইনে স্ট্যাটাস চেক করতে গিয়ে কোনোরকম সমস্যায় পড়েন, তাহলে প্রকল্পের হেল্পলাইন নম্বরে কল করে নিজের সমস্যার কথা জানিয়ে দেবেন। অনলাইন হেল্পলাইন নম্বর হলো-
কৃষক বন্ধু টোল-ফ্রি নম্বর
১৮০০-৩৪৫-২২৩৪ যে কোনো কাজের দিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ফোন করুন।
আরো পড়ুনঃ আর টাকা তোলা যাবেনা! এই ব্যাংকের লাইসেন্স বাতিল করল RBI, এবার কী হবে?
কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করার জন্য দরকারি নথিপত্র
এই প্রকল্পে আবেদন করার জন্য ও স্ট্যাটাস চেক করার সময় কিছু গুরুত্বপূর্ণ তথ্য দরকার সেগুলি হলো-আধার কার্ড (Aadhaar Card), আবেদন নম্বর (Application Number), জমির দলিল (Land Document) ব্যাঙ্কের যাবতীয় তথ্য (Bank Details)